আতলেতিকোর মিডফিল্ডে নতুন চমক: যোগ দিচ্ছেন আলমাদা

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ১৬ ১০:৫৪:২৫
আতলেতিকোর মিডফিল্ডে নতুন চমক: যোগ দিচ্ছেন আলমাদা

স্পেনের জনপ্রিয় ফুটবল ক্লাব আতলেতিকো মাদ্রিদ মঙ্গলবার এক বিবৃতিতে ঘোষণা করেছে, তারা ব্রাজিলের ক্লাব বোটাফোগোর সঙ্গে ২০২২ সালের বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন মিডফিল্ডার থিয়াগো আলমাদাকে দলে ভেড়ানোর জন্য চুক্তিতে পৌঁছেছে।

লা লিগার এই ক্লাব এক সোশ্যাল মিডিয়া পোস্টে জানায়, "খেলোয়াড়ের মেডিকেল পরীক্ষার ফল এবং আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরের পর চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে।"

২৪ বছর বয়সী থিয়াগো আলমাদা গত মৌসুমের দ্বিতীয়ার্ধে ফরাসি ক্লাব অলিম্পিক লিওঁতে ধারে খেলেছেন। সেখানে তিনি সব মিলিয়ে ২০ ম্যাচে অংশ নিয়ে করেছেন ২টি গোল ও ৫টি অ্যাসিস্ট।

আর্জেন্টিনার জাতীয় দলের হয়ে ইতোমধ্যে ১০টি ম্যাচ খেলেছেন আলমাদা। ২০২২ কাতার বিশ্বকাপে শিরোপাজয়ী দলের সদস্য ছিলেন তিনি। সম্প্রতি ২০২৪ প্যারিস অলিম্পিকেও দেশের প্রতিনিধিত্ব করেছেন তিনি।

ডান পায়ে খেলা এই আক্রমণাত্মক মিডফিল্ডারের পেশাদার ক্যারিয়ার শুরু হয় আর্জেন্টিনার ক্লাব ভেলেজ সার্সফিল্ডে, যেখানে মাত্র ১৭ বছর বয়সে ২০১৮ সালে অভিষেক করেন তিনি।

২০২২ সালে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার (এমএলএস) ক্লাব আটলান্টা ইউনাইটেডে যোগ দেন আলমাদা। সেখানে অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে প্রথম মৌসুমেই "বেস্ট রুকি" নির্বাচিত হন।

এরপর ২০২৩ সালে তিনি ব্রাজিলের ক্লাব বোটাফোগোতে পাড়ি জমান। রিও ডি জেনেইরো-ভিত্তিক এই ক্লাবের হয়ে তিনি ২৬টি ম্যাচ খেলেন এবং দলের হয়ে ব্রাজিলিয়ান লিগ ও কোপা লিবার্তাদোরেস জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। চলতি বছরের জানুয়ারিতে তিনি ধারে ফরাসি ক্লাব লিওঁতে যোগ দেন।

আতলেতিকো মাদ্রিদে এই প্রতিভাবান মিডফিল্ডারের আগমন তাদের আক্রমণভাগে নতুন মাত্রা যোগ করবে বলেই ধারণা ফুটবল বিশ্লেষকদের।

-নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক


সকাল থেকে রাত পর্যন্ত খেলার ঠাসা সূচি: কোথায় দেখবেন জেনে নিন

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ ডিসেম্বর ০৮ ১১:০৩:২০
সকাল থেকে রাত পর্যন্ত খেলার ঠাসা সূচি: কোথায় দেখবেন জেনে নিন
ছবি : সংগৃহীত

ক্রীড়াপ্রেমীদের জন্য আজ সোমবার দিনটি বেশ গুরুত্বপূর্ণ বিশেষ করে হকিতে বাংলাদেশের একটি বড় ম্যাচ রয়েছে। জুনিয়র হকি বিশ্বকাপে আজ অস্ট্রিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। বিকেল ৫টায় শুরু হতে যাওয়া এই ম্যাচটি সরাসরি দেখা যাবে স্টার স্পোর্টস সিলেক্ট ১ চ্যানেলে। এছাড়া সকাল থেকেই হকি নিয়ে ব্যস্ততা থাকবে। সকাল ৯টা ৩০ মিনিটে নামিবিয়া লড়বে ওমানের বিপক্ষে এবং দুপুর ১২টায় কানাডা মুখোমুখি হবে মিসরের। এরপর দুপুর ২টা ৩০ মিনিটে চীন ও দক্ষিণ কোরিয়ার ম্যাচটিও উপভোগ করা যাবে।

দেশের ঘরোয়া ক্রিকেটে আজ জাতীয় ক্রিকেট লিগের চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে। সকাল ৯টা ৩০ মিনিট থেকে সিলেট বনাম বরিশাল ময়মনসিংহ বনাম রাজশাহী ঢাকা বনাম চট্টগ্রাম এবং রংপুর বনাম খুলনার ম্যাচগুলো সরাসরি বিসিবির ইউটিউব চ্যানেলে দেখা যাবে। রাতের আকর্ষণে থাকছে আইএল টি টোয়েন্টি। রাত ৮টা ৩০ মিনিটে ভাইপার্স লড়বে জায়ান্টসের বিপক্ষে যা সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস।

ফুটবল প্রেমীদের জন্য গভীর রাতে থাকছে ইংলিশ প্রিমিয়ার লিগ ও ইতালিয়ান সিরি আ এর রোমাঞ্চ। প্রিমিয়ার লিগে রাত ২টায় উলভারহ্যাম্পটনের মাঠে আতিথ্য নেবে ম্যানচেস্টার ইউনাইটেড। এই ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস সিলেক্ট ১। এর ঠিক ১৫ মিনিট আগে অর্থাৎ রাত ১টা ৪৫ মিনিটে সিরি আ তে তোরিনো লড়বে এসি মিলানের বিপক্ষে যা দেখা যাবে ডিএজেডএন প্ল্যাটফর্মে।


প্রথম নারী ফুটসাল বিশ্বকাপের মুকুট ব্রাজিলের মাথায়

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ ডিসেম্বর ০৮ ০৯:৪২:৪৬
প্রথম নারী ফুটসাল বিশ্বকাপের মুকুট ব্রাজিলের মাথায়
ছবি : সংগৃহীত

নারী ফুটসাল বিশ্বকাপের প্রথম আসরেই চ্যাম্পিয়নের মুকুট জিতেছে ব্রাজিল। ম্যানিলার ফিলস্পোর্টস এরেনায় গ্যালারিভর্তি দর্শকের সামনে তারা ৩-০ গোলে হারিয়েছে শক্তিশালী পর্তুগালকে। এই জয়ের মাধ্যমে ফুটসাল বিশ্বে নিজেদের আধিপত্য আবারও প্রমাণ করল লাতিন আমেরিকার দেশটি।

দীর্ঘদিন ধরেই ব্রাজিলে ফুটসালকে মূল প্রশিক্ষণের অংশ হিসেবে দেখা হয়। সাবেক বিশ্বসেরা ফুটবলার রোনালদিনহো বহুবার বলেছেন যে ফুটসালই তাঁর স্পর্শ সৃজনশীলতা ও ছোট স্পেসে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা শাণিত করেছে। ব্রাজিল নারী দলের খেলা দেখেও সেই ছাপ স্পষ্ট ছিল। পুরো টুর্নামেন্টজুড়ে আত্মবিশ্বাসী ছন্দে খেলেছে দলটি।

ফাইনাল ম্যাচে পর্তুগালের গোলরক্ষক আনা কাতারিনা পেরেইরা কয়েকটি দুর্দান্ত সেভ করলেও ৪০ মিনিটের ম্যাচে ব্রাজিলের টেকনিক ও গভীরতা সামলানো তাদের পক্ষে কঠিন হয়ে পড়ে। লুইস কনসেইসাওয়ের দল প্রাণপণ লড়াই চালালেও শেষ পর্যন্ত ৩-০ ব্যবধানে হার মানতে বাধ্য হয়।

ব্রাজিল কোচ উইলসন সাবোইয়ার চোখে এই জয়ের মানে শুধু একটি ট্রফি নয়। তিনি বলেন আমি খুব খুশি কারণ আমার খেলোয়াড়রা অসাধারণ এবং কোচিং স্টাফও চমৎকার। তিনি মনে করেন এই জয় বড় একটি প্রভাব রেখে যাবে। এটি স্কুল ক্লাব ও বিশ্ববিদ্যালয়ে ফুটসালকে আরও জনপ্রিয় করবে এবং এতে আরও ভালো কোচ ও খেলোয়াড় তৈরি হবে।

অন্যদিকে পর্তুগাল কোচ কনসেইসাও নিজের দলের জন্য গর্ব অনুভব করেন। তিনি বলেন ব্রাজিলকে অভিনন্দন তারা ভালো খেলেছে। আমরা দারুণ একটি প্রতিযোগিতা খেলেছি এবং এই পর্যায়ে এসে আমরা গর্বিত। তিনি স্বীকার করেন যে ব্রাজিল খুব শক্তিশালী দল এবং তাদের অনেক খেলোয়াড়ই দুর্দান্ত। তবে তাঁরা পর্তুগিজ নারী ফুটসাল ও দেশকে সম্মান দিয়েই খেলেছেন বলে মন্তব্য করেন।


শৈশবের নায়কের রেকর্ড ভাঙার দ্বারপ্রান্তে এমবাপে: আজ রাতে নতুন ইতিহাসের হাতছানি

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ ডিসেম্বর ০৭ ২১:৩৩:১৫
শৈশবের নায়কের রেকর্ড ভাঙার দ্বারপ্রান্তে এমবাপে: আজ রাতে নতুন ইতিহাসের হাতছানি
ছবি : সংগৃহীত

শৈশবে যার পোস্টার নিজের ঘরের দেয়ালে টাঙিয়ে রাখতেন এবং স্বপ্ন দেখতেন তার মতো হওয়ার, আজ সেই ক্রিশ্চিয়ানো রোনালদোর গড়া এক অনন্য রেকর্ডের খুব কাছে দাঁড়িয়ে আছেন কিলিয়ান এমবাপে। রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর থেকেই ফরাসি এই তারকা নিজের জাত চিনিয়ে যাচ্ছেন। তবে আজ রাতটি হতে পারে তার ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় একটি রাত। নিজের আইডল রোনালদোর এক পঞ্জিকাবর্ষে রিয়াল মাদ্রিদের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ডটি নিজের করে নেওয়ার হাতছানি দিচ্ছে তাকে।

রেকর্ড ভাঙার সমীকরণ

২০১৩ সালে রিয়াল মাদ্রিদের জার্সিতে এক পঞ্জিকাবর্ষে ৫৯টি গোল করে রেকর্ড গড়েছিলেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। এক যুগ পর সেই রেকর্ডটি এখন হুমকির মুখে। কিলিয়ান এমবাপে চলতি বছরে এরই মধ্যে ৫৫টি গোল করে ফেলেছেন। রোনালদোকে ছাড়িয়ে যেতে তার প্রয়োজন আর মাত্র চারটি গোল। রবিবার রাত দুটায় সেল্টা ভিগোর বিপক্ষে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ। এই ম্যাচেই এমবাপের সামনে সুযোগ থাকছে ইতিহাস গড়ার।

সামনে আরও সুযোগ

সেল্টা ভিগোর বিপক্ষে যদি এই চার গোলের মাইলফলক স্পর্শ করা সম্ভব নাও হয় তবুও এমবাপের সামনে সুযোগ শেষ হয়ে যাচ্ছে না। এই বছর রিয়ালের হয়ে তিনি আরও তিনটি ম্যাচ খেলার সুযোগ পাবেন। এর মধ্যে রয়েছে ম্যানচেস্টার সিটির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের হাইভোল্টেজ ম্যাচ এবং লা লিগায় আলাভেস ও সেভিয়ার বিপক্ষে লড়াই। ফুটবল বিশ্লেষকরা মনে করছেন যে ছন্দে এমবাপে রয়েছেন তাতে সামনের চার ম্যাচে চারটি গোল করা তার জন্য খুব একটা কঠিন কাজ হবে না।

কোচের মুগ্ধতা ও তুলনা

রোনালদোর রেকর্ডের পেছনে ছোটা এমবাপের পারফরম্যান্সে মুগ্ধ রিয়াল মাদ্রিদের বর্তমান কোচ জাবি আলনসো। গণমাধ্যমে তিনি জানিয়েছেন যে এমবাপের সাথে কাজ করা তার জন্য এক দারুণ অভিজ্ঞতা। তিনি এমবাপের মধ্যে অন্যদের উৎসাহিত করার সেই একই এনার্জি দেখতে পান যা একসময় ক্রিশ্চিয়ানোর মধ্যে ছিল। তবে দুজনের মধ্যে কে সেরা এই প্রশ্নে কৌশলী উত্তর দিয়েছেন রিয়াল কোচ। তিনি স্পষ্ট করে দিয়েছেন যে ক্রিশ্চিয়ানো হলেন ক্রিশ্চিয়ানো আর এমবাপে হলেন এমবাপে এবং দুজনেই নিজ নিজ জায়গায় ব্যতিক্রম।

রেকর্ডটি আজ রাতে ভাঙুক বা কয়েক দিন পরে, কিলিয়ান এমবাপে যে রিয়াল মাদ্রিদে রোনালদোর যোগ্য উত্তরসূরি হয়ে উঠছেন তা নিয়ে সন্দেহের অবকাশ নেই। লস ব্লাঙ্কোসদের ইতিহাসে রোনালদোর পর যদি কেউ সমার্থক হয়ে উঠতে পারেন তবে তিনি এই ফরাসি ফরোয়ার্ডই। ভক্তরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন সেই মুহূর্তটির জন্য যখন গুরুর রেকর্ডটি ভেঙে নতুন করে লিখবেন শিষ্য।


২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের ম্যাচ কবে ও কখন জেনে নিন সময়সূচি

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ ডিসেম্বর ০৭ ১১:৪৫:৫৭
২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের ম্যাচ কবে ও কখন জেনে নিন সময়সূচি
ছবি : সংগৃহীত

ফিফা বিশ্বকাপ ২০২৬ এর ড্র শেষে রেকর্ড পাঁচ বারের শিরোপাজয়ী ব্রাজিলের গ্রুপ এখন নিশ্চিত হয়েছে। গত ৫ ডিসেম্বর অনুষ্ঠিত অফিসিয়াল ড্র অনুযায়ী সেলেসাওরা গ্রুপ সিতে পড়েছে যেখানে তাদের সঙ্গী হয়েছে গত বিশ্বকাপের সেমিফাইনালিস্ট মরক্কো এবং স্কটল্যান্ড ও হাইতি। নিচে পয়েন্ট আকারে ব্রাজিলের গ্রুপ বিশ্লেষণ ও সময়সূচি তুলে ধরা হলো।

গ্রুপ সি এর দলসমূহ

ব্রাজিল

মরক্কো

স্কটল্যান্ড

হাইতি

দলগুলোর শক্তিমত্তা ও বিশ্লেষণ

ব্রাজিল ব্রাজিল একমাত্র দল যারা ১৯৩০ সাল থেকে প্রতিটি বিশ্বকাপে খেলছে। তবে কনমেবল বাছাইপর্বে তাদের পারফরম্যান্স খুব একটা সন্তোষজনক ছিল না। ৮ জয় ৪ ড্র ও ৬ হারে পঞ্চম স্থানে থেকে তারা এবার বিশ্বকাপে এসেছে যা তাদের সাম্প্রতিক ফর্ম নিয়ে কিছুটা শঙ্কার জন্ম দিয়েছে।

মরক্কো ব্রাজিলের গ্রুপে মরক্কোকে সবচেয়ে শক্ত প্রতিপক্ষ হিসেবে ধরা হচ্ছে। ২০২২ বিশ্বকাপে সেমিফাইনালে খেলা মরক্কো দারুণ ছন্দে থেকেই বিশ্বকাপে এসেছে। বাছাইপর্বে শীর্ষে থেকে সব ম্যাচ জেতা আফ্রিকান এই দলটির শারীরিক শক্তিনির্ভর ফুটবল ও সংগঠিত রক্ষণভাগ ব্রাজিলের তারকাখচিত আক্রমণভাগকে কঠিন পরীক্ষায় ফেলতে পারে।

স্কটল্যান্ড দীর্ঘ ২৮ বছর পর বিশ্বকাপে ফিরেছে স্কটল্যান্ড। প্লে অফ জিতে তারা জায়গা করে নিয়েছে। তাদের রক্ষণাত্মক সাজানো দল এখন আরও অভিজ্ঞ এবং যে কোনো ম্যাচে তারা চমক দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

হাইতি গ্রুপ সি এর চতুর্থ দল হাইতি কোস্টারিকা ও হন্ডুরাসকে পেছনে ফেলে বাছাইয়ে শীর্ষে ছিল। দ্রুত প্রতি আক্রমণ ও দৌড়ের গতি তাদের প্রধান শক্তি। মাত্র দ্বিতীয়বার বিশ্বকাপে উঠলেও তারা প্রতিপক্ষকে চাপে ফেলার ক্ষমতা রাখে।

ব্রাজিলের ম্যাচের সময়সূচি (বাংলাদেশ সময়)

১৪ জুন: ব্রাজিল বনাম মরক্কো। ভেন্যু নিউইয়র্ক নিউজার্সি স্টেডিয়াম। সময় ভোর ৪টা।

২০ জুন: ব্রাজিল বনাম হাইতি। ভেন্যু বোস্টন। সময় ভোর ৪টা।

২৫ জুন: স্কটল্যান্ড বনাম ব্রাজিল। ভেন্যু মায়ামি। সময় ভোর ৪টা।

অন্যান্য ম্যাচের সময়সূচি

১৪ জুন: হাইতি বনাম স্কটল্যান্ড। ভেন্যু বোস্টন। সময় সকাল ৭টা।

২০ জুন: স্কটল্যান্ড বনাম মরক্কো। ভেন্যু ফিলাডেলফিয়া। সময় সকাল ৭টা।

২৫ জুন: মরক্কো বনাম হাইতি। ভেন্যু আটলান্টা। সময় ভোর ৪টা।


লা লিগা ও প্রিমিয়ার লিগের রোমাঞ্চ নিয়ে আজকের টিভি গাইড

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ ডিসেম্বর ০৭ ০৯:৪০:৩৬
লা লিগা ও প্রিমিয়ার লিগের রোমাঞ্চ নিয়ে আজকের টিভি গাইড
ছবি : সংগৃহীত

ক্রীড়াপ্রেমীদের জন্য আজ রবিবার ছুটির দিনটি বেশ জমজমাট হতে যাচ্ছে। সকালে ক্রিকেটের অভিজাত লড়াই দিয়ে দিন শুরু হলেও বিকেলে থাকছে নারী ফুটসালের ফাইনাল এবং রাতে ইউরোপিয়ান ফুটবলের বড় দলগুলোর ম্যাচ। ব্রিসবেন টেস্টের চতুর্থ দিনে আজ সকাল ১০টায় মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড যা সরাসরি দেখা যাবে স্টার স্পোর্টস ১ চ্যানেলে।

দেশের ঘরোয়া ক্রিকেটেও আজ ব্যস্ততা রয়েছে। সকাল ৯টা ৩০ মিনিট থেকে জাতীয় ক্রিকেট লিগের চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে। যেখানে লড়বে সিলেট বনাম বরিশাল ময়মনসিংহ বনাম রাজশাহী ঢাকা বনাম চট্টগ্রাম এবং রংপুর বনাম খুলনা। এই ম্যাচগুলো সরাসরি দেখা যাবে বিসিবির ইউটিউব চ্যানেলে।

বিকেলের আকর্ষণে থাকছে নারী বিশ্বকাপ ফুটসালের জমজমাট ফাইনাল। বিকেল ৫টা ৩০ মিনিটে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে পর্তুগাল ও ব্রাজিল। এই ম্যাচটি সরাসরি উপভোগ করা যাবে ফিফা প্লাস অ্যাপে।

রাতের ফুটবলে ইংলিশ প্রিমিয়ার লিগে রাত ৮টায় ব্রাইটন লড়বে ওয়েস্ট হামের বিপক্ষে এবং রাত ১০টা ৩০ মিনিটে ফুলহাম মাঠে নামবে প্যালেসের বিপক্ষে। দুটি ম্যাচই সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস সিলেক্ট ১। গভীর রাতে লা লিগার ম্যাচে মাঠে নামবে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। রাত ২টায় তারা লড়বে সেল্তা ভিগোর বিপক্ষে যা দেখা যাবে বিগিন অ্যাপে। এছাড়া ইতালিয়ান সিরি আ তে রাত ১টা ৪৫ মিনিটে নাপোলি ও জুভেন্টাসের হাইভোল্টেজ ম্যাচটি সরাসরি দেখাবে ডিএজেডএন।


ক্রিকেট ও ফুটবলের ঠাসা সূচি নিয়ে আজকের টিভি গাইড

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ ডিসেম্বর ০৬ ০৮:৫৪:৫৪
ক্রিকেট ও ফুটবলের ঠাসা সূচি নিয়ে আজকের টিভি গাইড
ছবি : সংগৃহীত

বিশ্ব ক্রীড়াঙ্গনে শনিবার ৬ ডিসেম্বর রয়েছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইভেন্ট। একদিকে ক্রিকেটের মাঠে অ্যাশেজ ও ওয়ানডে সিরিজের উত্তেজনা অন্যদিকে রাতে ফুটবল দুনিয়ার বড় দলগুলোর লড়াই। দর্শকদের জন্য আজকের দিনটি বেশ ব্যস্ততার মধ্য দিয়েই কাটবে।

ক্রিকেট প্রেমীদের জন্য ভোর থেকেই শুরু হয়েছে নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম টেস্টের পঞ্চম ও শেষ দিনের খেলা যা সরাসরি দেখাচ্ছে টি স্পোর্টস। সকাল ১০টায় শুরু হবে অ্যাশেজে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের খেলা। এই হাইভোল্টেজ ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস ১।

দুপুরের দিকে সবার নজর থাকবে ভারত ও দক্ষিণ আফ্রিকার ম্যাচের দিকে। সিরিজ নির্ধারণী এই তৃতীয় ওয়ানডে ম্যাচটি শুরু হবে দুপুর ২টায় যা সরাসরি দেখা যাবে টি স্পোর্টস ও স্টার স্পোর্টস ২ চ্যানেলে। এছাড়া রাতের আকর্ষণে থাকছে আইএল টি টোয়েন্টি। রাত সাড়ে ৮টায় দুবাই ক্যাপিটালস লড়বে গালফ জায়ান্টসের বিপক্ষে এবং ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস।

ফুটবলেও আজ রয়েছে জমজমাট সূচি। ইংলিশ প্রিমিয়ার লিগে সন্ধ্যা সাড়ে ৬টায় অ্যাস্টন ভিলা মাঠে নামবে আর্সেনালের বিপক্ষে এবং রাত ৯টায় বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি লড়বে সান্ডারল্যান্ডের বিপক্ষে। দুটি ম্যাচই সরাসরি দেখা যাবে সিলেক্ট ওয়ান চ্যানেলে। স্প্যানিশ লা লিগায় রাত ১১টায় বার্সেলোনা মুখোমুখি হবে রিয়াল বেটিসের। এই ম্যাচটি সরাসরি উপভোগ করা যাবে বিগিন অ্যাপে।


আনুষ্ঠানিকভাবে ঘোষণার আগেই জানা গেল বিপিএলের ৬ দলের অধিনায়কের নাম

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ ডিসেম্বর ০৫ ১৫:০২:০৯
আনুষ্ঠানিকভাবে ঘোষণার আগেই জানা গেল বিপিএলের ৬ দলের অধিনায়কের নাম
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ছবি : সংগৃহীত

বিপিএলের পরবর্তী আসর শুরু হতে আর খুব বেশি সময় বাকি নেই। এরই মধ্যে সম্পন্ন হয়েছে নিলাম যেখানে অংশগ্রহণকারী ছয় দল নিজেদের পছন্দের ক্রিকেটারদের দলে নিয়েছে। টুর্নামেন্টকে সামনে রেখে এরই মধ্যে সূচিও প্রকাশ করেছে বিসিবি। সিলেটে শুরু হয়ে ঢাকায় পর্দা নামবে বিপিএলের ১২তম আসরের।

সরাসরি চুক্তিতে দলগুলো দেশি বিদেশি ক্রিকেটার দলে ভেড়ানোর পর নিলামে বাকি দল গঠন সম্পন্ন করেছে। কোচিং প্যানেলও প্রস্তুত ছয় দলের তবে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো দলই নিজেদের অধিনায়কের নাম প্রকাশ করেনি। যদিও আনুষ্ঠানিকভাবে প্রকাশ না করা হলেও জানা গেছে ছয় দলের সম্ভাব্য অধিনায়কের নাম।

বরাবরের মতো এবারও রংপুর রাইডার্সকে নেতৃত্ব দেবেন নুরুল হাসান সোহান। তিনি দলটির পরীক্ষিত নেতা হিসেবেই মাঠে থাকবেন। অন্যদিকে নতুন দল নোয়াখালী এক্সপ্রেসের অধিনায়কের পদে দেখা যেতে পারে জাতীয় দলের অভিজ্ঞ অলরাউন্ডার সৌম্য সরকারকে। রাজশাহী ওয়ারিয়র্সের অধিনায়কের দায়িত্বে দেখা যেতে পারে জাতীয় দলের বর্তমান অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে।

আসন্ন আসরে সিলেট টাইটান্সের অধিনায়কত্ব সামলানোর সম্ভাবনা বেশি মেহেদী হাসান মিরাজের। চট্টগ্রাম রয়্যালসের অধিনায়ক হতে পারেন অলরাউন্ডার শেখ মাহেদী। আর ঢাকা ক্যাপিটালসের অধিনায়কের আর্মব্যান্ড উঠতে পারে পেসার তাসকিন আহমেদের হাতে। এখন কেবল দলগুলোর পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা।


টিভিতে আজকের খেলা এবং বিশ্বকাপ ড্র দেখার উপায়

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ ডিসেম্বর ০৫ ১১:১২:২৬
টিভিতে আজকের খেলা এবং বিশ্বকাপ ড্র দেখার উপায়
ছবি : সংগৃহীত

ক্রীড়াপ্রেমীদের জন্য আজ দিনটি বেশ রোমাঞ্চকর হতে যাচ্ছে কারণ আজ রাতেই অনুষ্ঠিত হবে ২০২৬ বিশ্বকাপ ফুটবলের ড্র। বিশ্ব ফুটবলের ভাগ্য নির্ধারণী এই আয়োজনটি সরাসরি দেখা যাবে ফিফা প্লাসে রাত ১০টা ৪০ মিনিটে। তবে এর আগেই দিনভর ক্রিকেট ফুটবল ও হকি নিয়ে ব্যস্ত সময় পার করবেন দর্শকরা।

ক্রিকেটের অভিজাত লড়াই অ্যাশেজের দ্বিতীয় টেস্টের উত্তেজনা আজ তুঙ্গে থাকবে। ব্রিসবেন টেস্টের দ্বিতীয় দিনের খেলা শুরু হবে সকাল ১০টায় যা সরাসরি দেখা যাবে স্টার স্পোর্টস ১ চ্যানেলে। এর আগে ভোর ৪টা থেকেই চলছে নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ক্রাইস্টচার্চ টেস্টের চতুর্থ দিনের খেলা। এই ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে টি স্পোর্টস ও সনি স্পোর্টস ১।

ফুটবলে দেশের ঘরোয়া লিগেও আজ গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। বাংলাদেশ ফুটবল লিগে দুপুর ২টা ৩০ মিনিটে ব্রাদার্স ইউনিয়নের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। এই ম্যাচটি সরাসরি দেখা যাবে টি স্পোর্টস চ্যানেলে। এছাড়া রাতে টি টোয়েন্টি ক্রিকেটের ধামাকা নিয়ে হাজির হবে আইএল টি টোয়েন্টি। রাত ৮টা ৩০ মিনিটে নাইট রাইডার্স লড়বে ভাইপার্সের বিপক্ষে যা সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস।

হকিতে আজ জুনিয়র বিশ্বকাপের জমজমাট লড়াই দেখার সুযোগ পাবেন দর্শকরা। দুপুর ১টায় স্পেন লড়বে নিউজিল্যান্ডের বিপক্ষে এবং দুপুর ৩টা ৩০ মিনিটে ফ্রান্সের প্রতিপক্ষ জার্মানি। সন্ধ্যায় ৬টায় নেদারল্যান্ডস মাঠে নামবে আর্জেন্টিনার বিপক্ষে। আর দিনের শেষ হকি ম্যাচে রাত ৮টা ৩০ মিনিটে ভারত মুখোমুখি হবে বেলজিয়ামের। হকি বিশ্বকাপের এই সবকটি ম্যাচ সরাসরি দেখা যাবে স্টার স্পোর্টস সিলেক্ট ১ চ্যানেলে।

ফুটবল প্রেমীদের জন্য গভীর রাতে থাকছে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচ। রাত ২টায় ম্যানচেস্টার ইউনাইটেড লড়বে ওয়েস্ট হামের বিপক্ষে যা সম্প্রচার করবে স্টার স্পোর্টস সিলেক্ট ১।


বিপিএলে পাকিস্তানিদের অংশগ্রহণে নতুন জটিলতা

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ ডিসেম্বর ০৪ ১৫:৩২:৫১
বিপিএলে পাকিস্তানিদের অংশগ্রহণে নতুন জটিলতা
ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সূচনালগ্ন থেকেই পাকিস্তানি তারকারা ছিলেন অন্যতম আকর্ষণ। শহীদ আফ্রিদি ও শোয়েব মালিকের মতো কিংবদন্তি থেকে শুরু করে সাম্প্রতিক সময়ে সাইম আয়ুব ও আবরার আহমেদের মতো উদীয়মান পারফরমাররা নিয়মিত খেলেছেন দেশের এই জনপ্রিয় টুর্নামেন্টে। আসন্ন মৌসুমের নিলামেও বেশ কয়েকজন পাকিস্তানি তারকাকে দলে ভিড়িয়েছে বিপিএলের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি। তবে এবার পুরো মৌসুমে তাদের পাওয়া যাবে কি না, তা নিয়ে দেখা দিয়েছে বড় অনিশ্চয়তা।

ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, পাকিস্তান দলের ব্যস্ত আন্তর্জাতিক সূচির কারণে অধিকাংশ ক্রিকেটারই পুরো বিপিএল খেলতে পারবেন না। ফলে ফ্র্যাঞ্চাইজিগুলো সম্ভাব্য শূন্যতা পূরণের জন্য আগেভাগেই বিকল্প খেলোয়াড় খুঁজতে বাধ্য হচ্ছে।

আগামী ২৬ ডিসেম্বর থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে বিপিএল। আর একই সময়ে পাকিস্তানের রয়েছে দুটি গুরুত্বপূর্ণ টি–টোয়েন্টি সিরিজ, যা সরাসরি প্রভাব ফেলবে পাকিস্তানি খেলোয়াড়দের বিপিএল অংশগ্রহণের ওপর। এক ফ্র্যাঞ্চাইজি কর্মকর্তা ক্রিকবাজকে জানান, ‘জানুয়ারির মাঝামাঝি শ্রীলঙ্কা এবং জানুয়ারির শেষ দিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ আছে। সুতরাং পাকিস্তানি খেলোয়াড়দের পূর্ণ মৌসুম পাওয়া যাবে না এটা আমরা আগেই জানতাম।’

পাকিস্তান আগামী ৭, ৯ ও ১১ জানুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে ডাম্বুলায় তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ খেলবে। এর আগে বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে তাদের ট্রেনিং ক্যাম্প। এরপর জানুয়ারির শেষ সপ্তাহে অস্ট্রেলিয়ার বিপক্ষে আরেকটি তিন ম্যাচের সিরিজেও অংশ নেবে বাবর আজমের দল।

এই ব্যস্ত সূচির পরপরই পাকিস্তান আবার শ্রীলঙ্কা যাবে টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলতে। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত চলবে এই বিশ্বকাপ, যা যৌথভাবে আয়োজন করছে ভারত ও শ্রীলঙ্কা।

এবারের বিপিএলে সাইম আয়ুব, মোহাম্মদ নওয়াজ, আবরার আহমেদ, সাহিবজাদা ফারহান, উসমান খান, ইমাদ ওয়াসিম ও খুশদিল শাহের মতো তারকারা চুক্তিবদ্ধ হয়েছেন। তবে জাতীয় দলের অগ্রাধিকার থাকায় তাদের অনেককেই পুরো মৌসুমে পাওয়া না–পাওয়ার সম্ভাবনা প্রবল হয়ে উঠেছে।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) এক কর্মকর্তা এ বিষয়ে বলেন, ‘আমরা এনওসি দিচ্ছি না এটা একটি ভুল ধারণা। যারা এনওসির আবেদন করেছে, আমরা তা যাচাই করছি। তবে জাতীয় দলের দায়িত্ব সবসময়ই প্রথম অগ্রাধিকার। এটি বিশ্বজুড়েই প্রচলিত নীতি।’

ফ্র্যাঞ্চাইজিগুলোর ধারণা, শ্রীলঙ্কা সিরিজ শুরুর আগে অথবা শ্রীলঙ্কা–অস্ট্রেলিয়া সিরিজের মধ্যবর্তী বিরতিতে কিছু পাকিস্তানি ক্রিকেটার বিপিএলে খেলতে পারেন। এছাড়া যেসব খেলোয়াড় টি–টোয়েন্টি বিশ্বকাপের পরিকল্পনায় নেই, তারা হয়তো পুরো টুর্নামেন্টেই অংশ নেওয়ার সুযোগ পেতে পারেন।

-শরিফুল

পাঠকের মতামত:

ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গড়তে হলে রাষ্ট্রকে অবশ্যই তার সামাজিক ও নৈতিক দায়বদ্ধতা পুনরুদ্ধার করতে হবে

ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গড়তে হলে রাষ্ট্রকে অবশ্যই তার সামাজিক ও নৈতিক দায়বদ্ধতা পুনরুদ্ধার করতে হবে

রাষ্ট্রের ধারণাটি একসময় কেবল প্রশাসনিক ক্ষমতা, আইনের শাসন এবং নিরাপত্তা প্রদানের সঙ্গে সম্পর্কিত ছিল। কিন্তু আধুনিক বিশ্বে রাষ্ট্রের ভূমিকা এখন... বিস্তারিত