আতলেতিকোর মিডফিল্ডে নতুন চমক: যোগ দিচ্ছেন আলমাদা

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ১৬ ১০:৫৪:২৫
আতলেতিকোর মিডফিল্ডে নতুন চমক: যোগ দিচ্ছেন আলমাদা

স্পেনের জনপ্রিয় ফুটবল ক্লাব আতলেতিকো মাদ্রিদ মঙ্গলবার এক বিবৃতিতে ঘোষণা করেছে, তারা ব্রাজিলের ক্লাব বোটাফোগোর সঙ্গে ২০২২ সালের বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন মিডফিল্ডার থিয়াগো আলমাদাকে দলে ভেড়ানোর জন্য চুক্তিতে পৌঁছেছে।

লা লিগার এই ক্লাব এক সোশ্যাল মিডিয়া পোস্টে জানায়, "খেলোয়াড়ের মেডিকেল পরীক্ষার ফল এবং আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরের পর চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে।"

২৪ বছর বয়সী থিয়াগো আলমাদা গত মৌসুমের দ্বিতীয়ার্ধে ফরাসি ক্লাব অলিম্পিক লিওঁতে ধারে খেলেছেন। সেখানে তিনি সব মিলিয়ে ২০ ম্যাচে অংশ নিয়ে করেছেন ২টি গোল ও ৫টি অ্যাসিস্ট।

আর্জেন্টিনার জাতীয় দলের হয়ে ইতোমধ্যে ১০টি ম্যাচ খেলেছেন আলমাদা। ২০২২ কাতার বিশ্বকাপে শিরোপাজয়ী দলের সদস্য ছিলেন তিনি। সম্প্রতি ২০২৪ প্যারিস অলিম্পিকেও দেশের প্রতিনিধিত্ব করেছেন তিনি।

ডান পায়ে খেলা এই আক্রমণাত্মক মিডফিল্ডারের পেশাদার ক্যারিয়ার শুরু হয় আর্জেন্টিনার ক্লাব ভেলেজ সার্সফিল্ডে, যেখানে মাত্র ১৭ বছর বয়সে ২০১৮ সালে অভিষেক করেন তিনি।

২০২২ সালে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার (এমএলএস) ক্লাব আটলান্টা ইউনাইটেডে যোগ দেন আলমাদা। সেখানে অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে প্রথম মৌসুমেই "বেস্ট রুকি" নির্বাচিত হন।

এরপর ২০২৩ সালে তিনি ব্রাজিলের ক্লাব বোটাফোগোতে পাড়ি জমান। রিও ডি জেনেইরো-ভিত্তিক এই ক্লাবের হয়ে তিনি ২৬টি ম্যাচ খেলেন এবং দলের হয়ে ব্রাজিলিয়ান লিগ ও কোপা লিবার্তাদোরেস জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। চলতি বছরের জানুয়ারিতে তিনি ধারে ফরাসি ক্লাব লিওঁতে যোগ দেন।

আতলেতিকো মাদ্রিদে এই প্রতিভাবান মিডফিল্ডারের আগমন তাদের আক্রমণভাগে নতুন মাত্রা যোগ করবে বলেই ধারণা ফুটবল বিশ্লেষকদের।

-নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ