শহীদ ওয়াসিম আকরামের স্মরণে ছাত্রদলের কবর জিয়ারত

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ১৬ ১৩:৩৩:৫৯
শহীদ ওয়াসিম আকরামের স্মরণে ছাত্রদলের কবর জিয়ারত

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের (বিএনএসডি) নেতারা শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেছেন। বুধবার সকালে কক্সবাজারের পেকুয়া উপজেলার ওয়াসিমের বাড়িতে কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের নেতৃত্বে এই প্রতিনিধিদল প্রথমে শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করেন এবং পরে তার বাবা-মায়ের সঙ্গে সাক্ষাৎ করেন।

ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, শহীদ ওয়াসিম আকরামের ‘চলে আসুন ষোল শহরে’ আহ্বান ছিল শুধুমাত্র কোটা সংস্কার আন্দোলনের সীমাবদ্ধ না। এটি ছিল অবৈধ শাসনের অবসান ও জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে একটি গণআন্দোলনের ডাক। তিনি উল্লেখ করেন, ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের গণআন্দোলনের ধারাবাহিকতায় এই আহ্বানে সাড়া দিয়ে ওয়াসিম শহীদ হন।

নাছির উদ্দীন নাছির দুঃখের সঙ্গে বলেন, শহীদ আবু সাঈদ ও মুগ্ধর নাম যথাযথভাবে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত হলেও রাজনৈতিক কারণে শহীদ ওয়াসিমের নাম এখনও পাঠ্যপুস্তকে স্থান পায়নি। তিনি এই অবহেলাকে রাজনৈতিক কারণে গৃহীত অন্যায় হিসাবে উল্লেখ করেন।

তিনি আরও দাবি করেন, জাতীয়তাবাদী ছাত্রদলের অন্তত ১৪২ জন নেতা-কর্মী বিভিন্ন গণঅন্দোলনে শহীদ হয়েছেন। নাছির উদ্দীন নাছির বলেন, বিশেষত কিছু গুপ্ত রাজনৈতিক সংগঠন বর্তমানে বিভিন্ন প্রোপাগান্ডা চালিয়ে আসছে যা জনমনে সন্দেহের জন্ম দিয়েছে যে তারা জুলাই-আগস্টের গণআন্দোলনে সত্যিই অংশগ্রহণ করেছিল কি না। তিনি অভিযোগ করেন, শহীদ ওয়াসিমকে ভিন্নভাবে দেখানোর পেছনে এই গুপ্ত সংগঠনের স্বার্থসিদ্ধি এবং তৎপরতা কাজ করছে।

এদিকে, বিএনএসডি নেতারা শহীদ ওয়াসিমের স্মৃতিকে সম্মান জানাতে এবং তাঁর অবদান জাতীয় পর্যায়ে স্বীকৃতি দেয়ার দাবি জানান। তারা সরকারের প্রতি আহ্বান জানান, শহীদদের প্রতি যথাযথ মর্যাদা প্রদানে দ্রুত পদক্ষেপ নিতে এবং সকল শহীদের নাম পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তির ব্যবস্থা করতে।

এই কর্মসূচি শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে এবং দেশের যুবসমাজকে গণঅভ্যুত্থানের চেতনাকে বুকে ধারণ করার লক্ষ্যে পরিচালিত হয়। শহীদ ওয়াসিম আকরামসহ সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে ছাত্রদল নেতারা আরো জানান, তাদের ত্যাগ দেশের গণতন্ত্র ও স্বাধীনতার প্রতীক হিসেবে চিরস্মরণীয় হয়ে থাকবে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ