শিয়ালের কামড়ে কিশোরগঞ্জে তিনজন গুরুতর আহত

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ১৬ ১২:৫৭:৪০
শিয়ালের কামড়ে কিশোরগঞ্জে তিনজন গুরুতর আহত

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় এক শিয়ালের হামলায় এক বৃদ্ধসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। বুধবার (১৬ জুলাই) সকালে উপজেলার সদর ইউনিয়নের কেশবা ময়দানপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। আহতরা হলেন স্থানীয় কেশবা ময়দানপাড়া গ্রামের ৬০ বছর বয়সী মতিয়ার রহমান, আফছার আলীর ছেলে ১৮ বছর বয়সী মহাসিন ইসলাম, এবং গদা মাঝাপাড়া গ্রামের ৭০ বছর বয়সী সুলতান আলী।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে মতিয়ার রহমান পতিত জমিতে কাজ করছিলেন। হঠাৎ পাশের বাঁশঝাড় থেকে একটি শিয়াল বের হয়ে এসে তার ওপর আক্রমণ করে কামড়ে আহত করে। মতিয়ারের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করার চেষ্টা করলে শিয়ালটি সাহায্যের জন্য এগিয়ে আসা মহাসিন ইসলাম ও সুলতান আলীকে একইভাবে আক্রমণ করে। স্থানীয় বাসিন্দারা একত্রিত হয়ে শিয়ালটিকে পিটিয়ে হত্যা করেন।

আহতদের প্রথমে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়, যেখানে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। এরপর তাদের আরও উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নীল রতন দেব ঢাকা পোস্টকে জানিয়েছেন, আহত তিনজনই শিয়ালের কামড়ের কারণে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন এবং প্রয়োজনীয় চিকিৎসা চলছে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে শিয়ালের আচরণ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। স্বাস্থ্য কর্মকর্তা সতর্ক করেছেন, প্রাণঘাতী হতে পারে এমন প্রাণীর আক্রমণের কারণে অবিলম্বে যথাযথ চিকিৎসার ব্যবস্থা নিতে হবে। তিনি স্থানীয় প্রশাসনের প্রতি জনসচেতনতা বৃদ্ধি ও বিপদ মোকাবিলায় প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন।

-রাফসান, নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ