গোপালগঞ্জে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ১৬ ১৪:০২:২৮
গোপালগঞ্জে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আয়োজিত সমাবেশস্থলে হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে, যা স্থানীয় জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে। বুধবার (১৬ জুলাই) দুপুর দেড়টার দিকে এই সহিংসতা ঘটে বলে জানা গেছে।

এর আগে এনসিপির 'মার্চ টু গোপালগঞ্জ' কর্মসূচিকে ঘিরে এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। এই কর্মসূচির আওতায় আয়োজিত পদযাত্রা ঘিরে কোটালীপাড়া ও সদর এলাকায় সংঘর্ষ ও সহিংস পরিস্থিতি তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে গেলে ইউএনও’র গাড়ি বহরে হামলা চালানো হয় এবং পুলিশের গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে সেনাবাহিনী মোতায়েন করা হয়।

উদ্ভূত পরিস্থিতিতে গোপালগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে সেনাবাহিনী টহল দিচ্ছে। কোটালীপাড়া সড়ক, টেকেরহাট সড়ক ও টুঙ্গিপাড়া এলাকায় এপিসি মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত পুলিশের ওপর হামলা ও ভাঙচুরের ঘটনায় ৭ জনকে আটক করেছে সেনাবাহিনী, যদিও তাদের নাম পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মো. সাজেদুর রহমান জানান, এনসিপির জুলাই মাসজুড়ে চলমান ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিকে কেন্দ্র করে এ সহিংস পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তিনি জানান, পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্কতার সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং শান্তিশৃঙ্খলা বজায় রাখতে কাজ করছে।

এদিকে এনসিপির পক্ষ থেকে আজ গোপালগঞ্জে একটি পথসভার আয়োজন করা হয়, যা দলটির মাসব্যাপী ঘোষিত কর্মসূচির অংশ। ‘মার্চ টু গোপালগঞ্জ’ শীর্ষক এই কর্মসূচিকে কেন্দ্র করে এলাকাজুড়ে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ