গোপালগঞ্জে গর্জে উঠলেন এনসিপি নেতারা

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ১৬ ১৪:৪৯:২৮
গোপালগঞ্জে গর্জে উঠলেন এনসিপি নেতারা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঘোষিত ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে বুধবার (১৬ জুলাই) গোপালগঞ্জ শহরে আয়োজিত ‘মার্চ টু গোপালগঞ্জ’ সমাবেশ ঘিরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে পৌঁছায়। দুপুর ২টার দিকে কেন্দ্রীয় নেতারা সমাবেশস্থল গোপালগঞ্জ পৌরপার্কে পৌঁছালে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উল্লাস ছড়িয়ে পড়ে। 'ইনকিলাব জিন্দাবাদ' স্লোগানে মুখরিত পরিবেশে মঞ্চে উপস্থিত হন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের সংগঠক সারজিস আলাম, কেন্দ্রীয় নেতা ডা. তাসনিম জারা প্রমুখ।

তবে এর আগে, দুপুর ১টা ৩৫ মিনিটে ওই সমাবেশস্থলে সহিংস হামলার ঘটনা ঘটে। এনসিপির নেতাদের ভাষ্যমতে, “পতিত আওয়ামী লীগ” ও “নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ” নামক দুটি দলীয় গোষ্ঠীর নেতাকর্মীরা মঞ্চে হামলা চালায়, ভাঙচুর করে চেয়ার, সাউন্ড সিস্টেম ও অন্যান্য সরঞ্জাম। এতে বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। গোপালগঞ্জ সদর থানার ওসি মির মো. সাজেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

দিনের শুরুতেই গোপালগঞ্জ সদর উপজেলার গান্ধীয়াশুর এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম রকিবুল হাসানের গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। এনসিপির দাবি, সমাবেশ বানচালের জন্যই এই হামলা। ইউএনও নিজেও জানান, তারা কেন্দ্রীয় নেতাদের আগমনের খবর জানতেন এবং হামলার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। ঘটনার সময় গাড়িবহরে থাকা কর্মকর্তাদের মধ্যে কয়েকজন আহত হয়েছেন।

এছাড়া সকাল ৯টার দিকে গোপালগঞ্জ সদরের উলপুর এলাকায় পুলিশের একটি গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালায় ছাত্রলীগের একটি অংশ। একই সময় গান্ধীয়াশুরের ঘোনাপাড়া-টেকেরহাট আঞ্চলিক সড়কে গাছ কেটে সড়ক অবরোধ করে আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীরা, যার ফলে এলাকাজুড়ে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং যান চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটে।

সমাবেশে বক্তারা বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের যে শিখা জ্বলে উঠেছিল, তা আজকের গোপালগঞ্জ পদযাত্রার মধ্য দিয়ে এক নতুন উচ্চতায় পৌঁছেছে।” তারা অভিযোগ করেন, “গোপালগঞ্জে আওয়ামী লীগ যতটা না শক্তিশালী, তারচেয়েও বেশি দুর্বল এখন তারা আদর্শিকভাবে।” তারা আরও বলেন, এনসিপির পদযাত্রা সরকারকে ভয় পাইয়ে দিয়েছে বলেই হামলা ও দমননীতি চালানো হচ্ছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, গোপালগঞ্জের মতো আওয়ামী লীগের রাজনৈতিক দুর্গে এনসিপির পদচারণা নিঃসন্দেহে এক সাহসী ও তাৎপর্যপূর্ণ ঘটনা। তারা বলেন, “এটি ক্ষমতার একচ্ছত্র আধিপত্যের বিরুদ্ধে একটি পাল্টা বার্তা।” বিশেষজ্ঞদের মতে, এনসিপির নেতৃত্বাধীন এই পদযাত্রা যদি নিপীড়নের মুখেও টিকে থাকে, তবে দেশের রাজনৈতিক গতিপথে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলতে পারে।

-রাফসান, নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ