ঢাকায় ‘মিস বাংলাদেশ ইমপ্যাক্ট ফোরাম ২০২৫’-এর সূচনা

বিনোদন ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ১৬ ১১:০৩:৫৫
ঢাকায় ‘মিস বাংলাদেশ ইমপ্যাক্ট ফোরাম ২০২৫’-এর সূচনা

সামাজিক পরিবর্তনে সৌন্দর্য প্রতিযোগিতার ভূমিকা নতুনভাবে সংজ্ঞায়িত করতে, মিস বাংলাদেশ ফাউন্ডেশন আজ (১৫ জুলাই) ঢাকার লে মেরিডিয়ানে আনুষ্ঠানিকভাবে ‘মিস বাংলাদেশ ইমপ্যাক্ট ফোরাম ২০২৫’-এর সূচনা ঘোষণা করেছে।

এটি এশিয়ার প্রথম এমন প্ল্যাটফর্ম যা জাতিসংঘের এসডিজি (টেকসই উন্নয়ন লক্ষ্য) ও জলবায়ু বিষয়ক নেতৃত্বের সঙ্গে সৌন্দর্য প্রতিযোগিতাকে যুক্ত করেছে। এই উদ্যোগের লক্ষ্য হলো জলবায়ু কূটনীতি, লিঙ্গ সমতা এবং সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে বাংলাদেশি নারীদের বৈশ্বিক প্রতিনিধিত্ব নিশ্চিত করা।

অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন ড. তাসিন আফরিন ডায়ানা। আয়োজনে বক্তারা খোলামেলা বক্তব্যে নারী নেতৃত্ব, বৈষম্য, ট্যাবু ভাঙা, এবং আন্তর্জাতিক পরিসরে নারীদের দৃশ্যমানতা নিয়ে আলোচনা করেন।

মিস বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারপারসন মেঘনা আলম উদ্বোধনী বক্তব্যে বলেন,"এই মুকুট শুধুমাত্র সৌন্দর্যের প্রতীক নয়, এটি ভাঙা অংশগুলোকে জোড়া লাগানোর সাহসের স্মারক।"

তিনি আরও বলেন, জলবায়ু সংকট একটি লিঙ্গভিত্তিক সমস্যা, কারণ প্রাকৃতিক দুর্যোগে নারীরা তাদের সামাজিক ভূমিকার কারণে তুলনামূলকভাবে বেশি ক্ষতির শিকার হন।"জলবায়ুকে বাঁচানো মানে নারীদের বাঁচানো,"—উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে অংশ নেন বিভিন্ন খাতের প্রভাবশালী নারী ব্যক্তিত্বরা। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ও সাংস্কৃতিক নৃতত্ত্ববিদ ড. নাসরিন সিরাজ অ্যানি বলেন,"আমি এখানে একজন অ্যাক্টিভিস্ট স্কলার হিসেবে দাঁড়িয়েছি এবং আপনাদের বলছি—ভয় নয়, বলুন।"

চলপড়ি-র ক্রিয়েটিভ ডিরেক্টর কাটেরিনা ডন বলেন,"বাংলাদেশের নারীরা ঐতিহাসিকভাবে নেতৃত্ব দিয়ে আসছে। এখন সময় এসেছে তাদের আরও দৃশ্যমান ও শোনার সুযোগ করে দেওয়ার।"

হারনেট টিভির সিইও আলিশা প্রাধান বলেন,"এটি শুধু সাজগোজ শেখার প্ল্যাটফর্ম নয়—এটি নিজেকে নির্ভীকভাবে প্রকাশ করার জায়গা।"

এই ফোরাম শুধু প্রতিযোগিতা নয়, বরং নারীদের সামাজিক দূত, জাতিসংঘ সংস্থা ও দূতাবাসের সঙ্গে সম্পৃক্ততা, এবং সাংবাদিক ও এনজিওদের স্বীকৃতি প্রদানের মাধ্যম হিসেবেও কাজ করবে।

আবেদনের তথ্যমিস বাংলাদেশ ইমপ্যাক্ট ফোরাম ২০২৫-এর আবেদন প্রক্রিয়া শুরু হবে ১৭ জুলাই থেকে (ওয়েবসাইট: www.missbangladesh.com)। ১৮ থেকে ২৬ বছর বয়সী, অবিবাহিত, পরিবেশ সচেতন ও সামাজিকভাবে সংবেদনশীল বাংলাদেশি নারীরা আবেদন করতে পারবেন।

আবেদনকারীদের মধ্য থেকে ১০০ জনকে আগামী ২৬ সেপ্টেম্বর লে মেরিডিয়ানে অডিশনের জন্য আমন্ত্রণ জানানো হবে। সেখান থেকে নির্বাচিত ২০ জন অংশ নেবেন এক মাসব্যাপী ফেলোশিপ প্রোগ্রামে, যেখানে জলবায়ু অ্যাডভোকেসি, উদ্যোক্তা গঠন, প্রজনন স্বাস্থ্য ও ব্যক্তিগত উন্নয়ন নিয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।

ফাইনাল বিজয়ী ‘মিস বাংলাদেশ আর্থ’ হিসেবে ফিলিপাইনে অনুষ্ঠেয় ২৫তম মিস আর্থ প্রতিযোগিতায় বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন। এই আন্তর্জাতিক ইভেন্টটি জাতিসংঘ ও জলবায়ু ন্যায়ের সঙ্গে সরাসরি যুক্ত।

-শারমিন সুলতানা, নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ