শ্রীলঙ্কা জয়ের হাতছানি: ইতিহাস গড়তে মাঠে নামছে বাংলাদেশ

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ১৬ ১০:৪৬:৪৫
শ্রীলঙ্কা জয়ের হাতছানি: ইতিহাস গড়তে মাঠে নামছে বাংলাদেশ

শ্রীলঙ্কা সফরের শেষ দিনে এসে আরেকটি ইতিহাস গড়ার হাতছানি বাংলাদেশ ক্রিকেট দলের সামনে। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে আজ তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামছে টাইগাররা, যেখানে জয় পেলে মিলবে বহু কাঙ্ক্ষিত সিরিজ জয় — শ্রীলঙ্কার মাটিতে যা হবে তাদের প্রথম।

সম্প্রতি শ্রীলঙ্কা সফরের টেস্ট ও ওয়ানডে সিরিজে একাধিকবার জয় নিশ্চিত করার মতো অবস্থানে থেকেও শেষ পর্যন্ত লক্ষ্যভ্রষ্ট হয়েছে বাংলাদেশ। ধারাবাহিকতার অভাবই বারবার বাঁধা হয়ে দাঁড়িয়েছে এই পথে।

সফরের শুরুতে গলে অনুষ্ঠিত প্রথম টেস্টে আধিপত্য বিস্তার করেও ড্র করতে বাধ্য হয় বাংলাদেশ। তবে সিরিজ নির্ধারণী দ্বিতীয় টেস্টে কলম্বোয় তারা মুখ থুবড়ে পড়ে, যার ফলে এই মাটিতে সাত সিরিজের মধ্যে ছয়টিতেই হারের রেকর্ড রয়ে গেল। কেবল ২০১৭ সালের একটি সিরিজই ড্র করতে পেরেছিল টাইগাররা।

এরপর ওয়ানডে সিরিজেও দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত জয় এনে দেয়ার পর আশার আলো জেগেছিল। কিন্তু সিরিজের প্রথম ও শেষ ম্যাচে ব্যাটারদের দায়িত্বজ্ঞানহীন পারফরম্যান্সে সেই স্বপ্ন অধরাই থেকে যায়। ফলে শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে সাত সিরিজে অপরাজিত থাকার ধারাও অক্ষুণ্ন থাকে (পাঁচ জয়, দুই ড্র)।

তবে এবার টি-টোয়েন্টি সিরিজে সব নির্ধারণ হবে আজকের ম্যাচে। প্যালেকেলেতে প্রথম ম্যাচে সাত উইকেটে হেরে পিছিয়ে পড়লেও, দ্বিতীয় ম্যাচে দাম্বুলায় দারুণভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। ৮৩ রানের বড় জয়ে সিরিজে সমতা আনে এবং আত্মবিশ্বাসের বড় জোগান পায় দল।

বাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, "গত ম্যাচে যেভাবে খেলেছে ছেলেরা, তা থেকে আত্মবিশ্বাস এসেছে। আমি আশা করি আমরা সফরটা ভালোভাবে শেষ করতে পারব।" তিনি আরও বলেন, "যখন আপনি ভালো খেলেন এবং জয় পান, তখন দল অনুপ্রাণিত হয়। আমরা এখন কেবল পরবর্তী ম্যাচ নিয়ে ভাবছি।"

গত ম্যাচে বাংলাদেশ দলের অন্যতম বড় প্রাপ্তি ছিল অধিনায়ক লিটন দাসের ফর্মে ফেরা। সাদা বলের ক্রিকেটে দীর্ঘদিন ফর্মহীন থাকার পর তিনি খেলেন দুর্দান্ত এক ইনিংস — ৫০ বলে ৭৬ রান। তাঁকে যথাযথভাবে সঙ্গ দেন তরুণ তৌহিদ হৃদয় ও শামীম হোসেন, যারা গুরুত্বপূর্ণ সময়ে কার্যকর ইনিংস খেলেন। ফলে বাংলাদেশ ১৭৭ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে।

এই জয় শুধু ছয় ম্যাচ পর টি-টোয়েন্টিতে জয়ের মুখ দেখাল এমন নয়, বরং এটি এক ‘সোনার সুযোগ’ এনে দিয়েছে — শ্রীলঙ্কা সফর জয় দিয়ে শেষ করার এবং পাকিস্তানের বিপক্ষে আসন্ন ঘরের মাঠের সিরিজে উজ্জীবিত মনোভাব নিয়ে নামার।

-নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ