গোপালগঞ্জে পুলিশের পর এবার ইউএনওর গাড়িতে হামলা

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ১৬ ১২:০৯:৫৪
গোপালগঞ্জে পুলিশের পর এবার ইউএনওর গাড়িতে হামলা

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মাসব্যাপী কেন্দ্রীয় কর্মসূচি ‘জুলাই পদযাত্রা’ ঘিরে ফের সহিংসতার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ জুলাই) দুপুরে সদর উপজেলার গান্ধিয়াশুর এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম রকিবুল হাসানের গাড়িবহরে অতর্কিত হামলা চালানো হয়। হামলাকারীরা বহরের গাড়িগুলোর ওপর হামলা ও ভাঙচুর চালায়। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

গোপালগঞ্জ সদর ইউএনও এম রকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, তিনি সরকারি দায়িত্ব পালনের সময় হামলার শিকার হন। এই ধরনের আক্রমণ সরাসরি প্রশাসনিক কর্তৃত্বের ওপর আঘাত বলে তিনি মন্তব্য করেন। এদিকে হামলার পেছনে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ এবং ছাত্রলীগের কর্মীদের সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে।

এর আগে সকালে গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর এলাকায় পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মো. সাজেদুর রহমান জানান, পদযাত্রা বানচাল করতে ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালের সমর্থকেরা এই হামলা চালায়। আগুন লাগানোর পাশাপাশি গাড়িতে ভাঙচুরও চালানো হয়। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ঘটনাস্থলে তারা পৌঁছেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

এনসিপির কেন্দ্রীয় কর্মসূচি ‘জুলাই পদযাত্রা’ মূলত গত বছরের ‘জুলাই গণঅভ্যুত্থান’-এর স্মরণে আয়োজিত হয়। এটি দেশে বৈষম্য, দুর্নীতি ও স্বৈরাচারবিরোধী সচেতনতা গড়ার উদ্দেশ্যে পরিচালিত একটি রাজনৈতিক প্রচারাভিযান। এই পদযাত্রাকে ঘিরে আগেই উত্তেজনা সৃষ্টি হয়েছিল এবং ছাত্রলীগ-আওয়ামী লীগের একাংশ পদযাত্রাটিকে সরকারের বিরুদ্ধে উস্কানিমূলক বলে উল্লেখ করে এর বিরোধিতা করে আসছিল।

স্থানীয় প্রশাসন জানায়, ঘটনার পর গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। হামলার ভিডিও ফুটেজ সংগ্রহ করে শনাক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। ইউএনও’র বহরে হামলার ঘটনায় সরকারি কাজে বাধা, নিরাপত্তা বিঘ্নিত করা ও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এনসিপির মহাসচিব ড. জাহিদ হোসেন এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, “একটি শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিকে বানচাল করতে রাষ্ট্রীয় মদদে হামলা হচ্ছে। গোপালগঞ্জে প্রশাসনের ওপর হামলা প্রমাণ করে, দেশে এখন কেউ নিরাপদ নয়।” তিনি অবিলম্বে নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের বিচার দাবি করেন।

-রাফসান, নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ