তালেবানের প্রতিশোধ এড়াতে যুক্তরাজ্যে গোপন আফগান পুনর্বাসন

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ১৬ ১১:১১:০৮
তালেবানের প্রতিশোধ এড়াতে যুক্তরাজ্যে গোপন আফগান পুনর্বাসন

২০২২ সালের এক ভয়াবহ ডেটা ফাঁসের ঘটনায় মৃত্যুঝুঁকিতে পড়া হাজার হাজার আফগান নাগরিককে গোপনে যুক্তরাজ্যে সরিয়ে আনার তথ্য অবশেষে প্রকাশ করলো ব্রিটিশ সরকার। মঙ্গলবার পার্লামেন্টে এই বিষয়ে বিস্তারিত তুলে ধরেন দেশটির নতুন প্রতিরক্ষা মন্ত্রী জন হিলি।

প্রকাশিত তথ্যে জানা যায়, ফেব্রুয়ারি ২০২২-এ যুক্তরাজ্যের এক কর্মকর্তা ভুলবশত ১৯ হাজার আফগান নাগরিকের নামসহ সংবেদনশীল তথ্যসংবলিত একটি স্প্রেডশিট ফাঁস করে দেন। এরা সবাই ব্রিটেনে আশ্রয়ের আবেদন করেছিলেন। ঘটনাটি ঘটে কাবুলে তালেবানের নিয়ন্ত্রণ গ্রহণের মাত্র ছয় মাস পর। হিলি বলেন, “এটি ছিল একটি গুরুতর প্রশাসনিক ব্যর্থতা, এবং এতে অনেকের জীবন হুমকির মুখে পড়ে।”

এ প্রেক্ষিতে, পূর্ববর্তী কনজারভেটিভ সরকার ২০২৪ সালের এপ্রিল থেকে শুরু করে ‘আফগান রেসপন্স রুট’ নামে একটি গোপন পুনর্বাসন কর্মসূচি চালু করে। উদ্দেশ্য ছিল—তালেবানের প্রতিশোধের সর্বোচ্চ ঝুঁকিতে থাকা ব্যক্তিদের উদ্ধার করা।

এই গোপন মিশনের আওতায় এখন পর্যন্ত প্রায় ৪,৫০০ আফগান নাগরিক ও তাদের পরিবারের সদস্যদের যুক্তরাজ্যে নেওয়া হয়েছে বা আনার প্রক্রিয়ায় রয়েছে। এ পর্যন্ত খরচ হয়েছে প্রায় ৪০০ মিলিয়ন পাউন্ড, এবং আরও ৬০০ জনের আবেদনে সম্মতি দেওয়ায় মোট ব্যয় দাঁড়াবে আনুমানিক ৮৫০ মিলিয়ন পাউন্ড।

এই কর্মসূচি ছিল আদালতের দেওয়া এক ‘সুপার ইনজাংশনের’ আওতায়, যা কোনো গণমাধ্যম বা সংসদে এ নিয়ে কথা বলাও নিষিদ্ধ করেছিল। লেবার পার্টি ক্ষমতায় আসার পর মন্ত্রী হিলি জানান, এই বিষয় নিয়ে সংসদে কথা বলতে না পারায় তিনি "অত্যন্ত অস্বস্তিতে" ছিলেন।

তিনি বলেন, তখনকার সরকার বিষয়টি গোপন রাখে যাতে তালেবান ফাঁস হওয়া ডেটাবেজটি নিয়ে আরও কিছু জানতে না পারে এবং ক্ষতির মাত্রা না বাড়ে। তবে বর্তমানে তিনি নিশ্চিত করেন, তালেবান সরকারের পক্ষ থেকে উদ্দেশ্যপ্রণোদিত প্রতিশোধ অভিযানের খুব কম প্রমাণ পাওয়া গেছে।

প্রতিরক্ষা মন্ত্রী আরও জানান, এই রেসপন্স রুট প্রোগ্রামটি এখন বন্ধ করে দেওয়া হয়েছে এবং এই অপ্রীতিকর ঘটনার জন্য তিনি দুঃখ প্রকাশ করেন। পুরো আফগানিস্তান থেকে ব্রিটেনে লোক পুনর্বাসনের খরচ আনুমানিক ৫.৫ থেকে ৬ বিলিয়ন পাউন্ড পর্যন্ত দাঁড়িয়েছে বলে জানান তিনি।

এদিকে, কনজারভেটিভ পার্টির প্রতিরক্ষা মুখপাত্র জেমস কার্টলিজও ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন। তবে তিনি সরকারের গোপনীয়তার সিদ্ধান্তকে সঠিক বলে উল্লেখ করেন, “কারণ একটি সামান্য ভুলও বিপজ্জনক তালেবান সরকারের হাতে মানুষকে নির্যাতন বা হত্যার মুখে ফেলতে পারতো।”

প্রসঙ্গত, ২০২৩ সালে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক ডেটা ফাঁসের কারণে ৩৫০,০০০ পাউন্ড জরিমানা গুনতে বাধ্য হয়। ওই ঘটনায় ২৬৫ জন আফগান নাগরিকের ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে গিয়েছিল, যারা তালেবান থেকে পালাতে ব্রিটিশ সহায়তা চেয়েছিলেন।

এই গোপন পুনর্বাসন প্রক্রিয়ায় অংশ নেওয়া সকল ব্যক্তিকে ব্রিটিশ অভিবাসন পরিসংখ্যানে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী হিলি।

-আলমগীর হোসেন, নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ