ইসির ওয়েবসাইটে ‘নৌকা’র বিদায়: আওয়ামী লীগকে চূড়ান্ত বার্তা?

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ১৬ ১২:১৯:২১
ইসির ওয়েবসাইটে ‘নৌকা’র বিদায়: আওয়ামী লীগকে চূড়ান্ত বার্তা?

বাংলাদেশ আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত হওয়ার পর এবার দলটির দীর্ঘদিনের প্রতীক ‘নৌকা’ নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইট থেকেও সরিয়ে ফেলা হয়েছে। ১৬ জুলাই (বুধবার) সকালে ইসির ওয়েবসাইট ঘেঁটে দেখা যায়, সেখানে ‘আওয়ামী লীগ (নিবন্ধন স্থগিত)’ নামের পাশে আর কোনো প্রতীক নেই। দলটির নিবন্ধন পাওয়ার তারিখ, প্রতীক এবং প্রতীকের নাম সংক্রান্ত সব তথ্যও মুছে ফেলা হয়েছে।

এই বিষয়ে জানতে চাইলে ইসি সচিবালয়ের সিস্টেম ম্যানেজার মো. রফিকুল হক জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই ওয়েবসাইট থেকে প্রতীকটি সরিয়ে ফেলা হয়েছে। তবে নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদকে এ বিষয়ে ফোনে পাওয়া যায়নি, ফলে তার মন্তব্য পাওয়া সম্ভব হয়নি।

এর আগে ১৫ জুলাই রাতে একটি ফেসবুক পোস্টে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নির্বাচন কমিশনের সিদ্ধান্তের সমালোচনা করেন। তিনি লিখেন, “অভিশপ্ত ‘নৌকা’ মার্কাটাকে আপনারা কোন বিবেচনায় আবার শিডিউলভুক্ত করতে আইন মন্ত্রণালয়ে পাঠালেন?” তার এ মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন তোলে।

আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত হওয়ার পেছনে দলবিরোধী কর্মকাণ্ড, সহিংসতা উসকে দেওয়া এবং অসাংবিধানিক আচরণের অভিযোগ রয়েছে। নির্বাচন কমিশনের তদন্ত শেষে দলের নিবন্ধন স্থগিত করা হয় এবং আপিলের পরও সিদ্ধান্ত বহাল থাকে। এরপর থেকেই দলটির নির্বাচনমুখী কর্মকাণ্ড আইনি জটিলতায় পড়ে যায়।

দলটির রাজনৈতিক ইতিহাসে ‘নৌকা’ প্রতীকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে প্রতিটি জাতীয় নির্বাচনে প্রতীকটি ব্যবহার করেছে আওয়ামী লীগ। এই প্রতীক শুধু একটি গ্রাফিক চিহ্ন নয়, বরং দলীয় পরিচয়ের শক্তিশালী উপাদান হিসেবে বিবেচিত হয়ে এসেছে। ফলে প্রতীক সরিয়ে ফেলার সিদ্ধান্ত দলটির জন্য রাজনৈতিক ও মনস্তাত্ত্বিকভাবে বড় ধাক্কা হয়ে উঠতে পারে।

নির্বাচনী বিশ্লেষকদের মতে, ওয়েবসাইট থেকে প্রতীক অপসারণ করার অর্থ হলো আওয়ামী লীগ এখন আর নির্বাচনী প্রক্রিয়ার স্বীকৃত অংশ নয়। এই পদক্ষেপ কমিশনের পক্ষ থেকে একটি সুস্পষ্ট বার্তা, যা দলটির ভবিষ্যত রাজনৈতিক কর্মকাণ্ডে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে।

-শরিফুল, নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ