মাদারীপুর যেতে না পেরে থানায় আশ্রয় নিলেন এনসিপি নেতারা

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ১৬ ১৬:০৩:০৬
মাদারীপুর যেতে না পেরে থানায় আশ্রয় নিলেন এনসিপি নেতারা

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের ওপর একের পর এক হামলার ঘটনায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বুধবার দুপুরে গোপালগঞ্জ শহরের পৌরপার্ক এলাকায় এনসিপির সমাবেশ চলাকালে হঠাৎ করে হামলা চালানো হয় মঞ্চে, যেখানে উপস্থিত ছিলেন দলের শীর্ষ নেতারা। সমাবেশস্থলে ভাঙচুর চালানো হয় সাউন্ড সিস্টেম, চেয়ার ও মাইক। মারধর করা হয় দলের নেতা-কর্মীদের। হামলার জন্য এনসিপি সরাসরি আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগকে দায়ী করেছে।

সমাবেশ শেষ করে মাদারীপুর যাওয়ার পথে ফের একবার গাড়িবহরকে লক্ষ্য করে হামলা চালানো হয়। এ ঘটনায় দলটির একাংশ গন্তব্যে পৌঁছালেও অপর অংশটি বাধার মুখে পড়ে এবং নিরাপত্তার জন্য গোপালগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে আশ্রয় নেয়। তারা জানান, রাস্তায় বারবার হামলার আশঙ্কায় সেখানে অবরুদ্ধ অবস্থায় থাকতে হচ্ছে।

এ সময় পরিস্থিতি সামাল দিতে পুলিশকে ফাঁকা গুলি ও সাউন্ড গ্রেনেড ছুড়তে দেখা যায়। অন্যদিকে হামলাকারীরা ইট-পাটকেল ছুড়ে বেশ কিছু গাড়ি ভাঙচুর করে। ঘটনায় পুলিশের সঙ্গে ক্ষমতাসীন দলের কর্মীদের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার পরিস্থিতি তৈরি হয়।

এর আগে, গোপালগঞ্জের পৌরপার্ক এলাকায় যখন এনসিপির সমাবেশ শুরু হয়, তখনও একদফা হামলা চালানো হয় সমাবেশস্থলে। এ ঘটনার পর থেকেই এলাকা জুড়ে চাপা উত্তেজনা বিরাজ করছে।

উল্লেখ্য, এনসিপির ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচিকে ঘিরে আগেও সহিংসতা দেখা গেছে। ইউএনও’র গাড়িবহরে হামলা এবং পুলিশের গাড়িতে ভাঙচুর ও আগুন লাগানোর ঘটনা ঘটেছে সম্প্রতি। এনসিপি বলছে, তারা শান্তিপূর্ণ কর্মসূচি দিতে এসেছিল, কিন্তু বাধা হয়ে দাঁড়িয়েছে রাজনৈতিক প্রতিপক্ষ। গোপালগঞ্জ বর্তমানে এক অস্থির পরিস্থিতির মধ্যে রয়েছে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ