গোপালগঞ্জ হামলার প্রতিবাদে দেশজুড়ে অবরোধের ডাক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ১৬ ১৬:১২:২৯
গোপালগঞ্জ হামলার প্রতিবাদে দেশজুড়ে অবরোধের ডাক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের গাড়িবহরে সরাসরি হামলার ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে মাদারীপুরের উদ্দেশে রওনা দেওয়ার সময় শহরের লঞ্চঘাট এলাকার একটি ব্যস্ত সড়কে তাদের বহর থামিয়ে এই হামলা চালানো হয়। প্রত্যক্ষদর্শী এবং দলীয় নেতারা নিশ্চিত করেছেন, হামলাকারীদের মধ্যে ছিলেন ক্ষমতাসীন আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা।

হামলার পরপরই শহরের পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়ে। সংঘর্ষের আশঙ্কায় গোপালগঞ্জ শহরসহ আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করে প্রশাসন। এই আদেশ অনুযায়ী জনসমাবেশ, মিছিল বা দলবদ্ধভাবে চলাফেরা নিষিদ্ধ করা হয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত। স্থানীয় প্রশাসনের ভাষ্য, জননিরাপত্তা রক্ষা ও আইনশৃঙ্খলা বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এনসিপির নেতারা জানান, তাদের ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে, যাতে গোপালগঞ্জ থেকে নিরাপদে ফিরে যাওয়া না যায়। কয়েকটি গাড়িতে ইটপাটকেল ছোড়া হয়েছে এবং ভাঙচুর চালানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলি ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। সেনাবাহিনীকেও দেখা যায় এলাকায় টহল দিতে।

এ ঘটনার প্রতিবাদে সারা দেশে আন্দোলন গড়তে শুরু করেছে বিভিন্ন ছাত্রসংগঠন। এর মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংগঠন সামাজিক মাধ্যমে ঘোষণা দিয়েছে, তারা দেশের গুরুত্বপূর্ণ সড়ক ও পয়েন্টে ব্লকেড কর্মসূচি পালন করবে। ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে সংগঠনটি জানিয়েছে, গোপালগঞ্জে জুলাই পদযাত্রার নেতাদের ওপর বর্বর হামলার প্রতিবাদে তারা রাজপথে নামছে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ