শহীদ আবু সাঈদকে স্মরণে ছাত্রদলের শ্রদ্ধা ও প্রতিজ্ঞা

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ১৬ ১৭:২০:৪১
শহীদ আবু সাঈদকে স্মরণে ছাত্রদলের শ্রদ্ধা ও প্রতিজ্ঞা

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের শহীদ আবু সাঈদের প্রথম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বুধবার (১৬ জুলাই) রংপুরের পীরগঞ্জ উপজেলার জাফরপাড়ায় তাঁর কবর জিয়ারত ও শ্রদ্ধা জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। দুপুরে কবরস্থানে পুষ্পার্ঘ্য অর্পণ ও দোয়া-মোনাজাতের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিবসহ দলের নেতারা।

এই আয়োজনে উপস্থিত ছিলেন রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক শ্যামল মালুম, সহ-সভাপতি এম এম মুসা, যুগ্ম সম্পাদক সালেহ মো. আদনান, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সভাপতি রবিন খানসহ বিএনপি ও ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

শ্রদ্ধা নিবেদন শেষে বক্তব্যে ছাত্রদল সভাপতি বলেন, শহীদ আবু সাঈদ ও ওয়াসিমরা দেশের জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছেন। আজ এক বছর পরেও কেন এই শহীদদের হত্যাকারীরা বিচারের মুখ দেখেনি, সেই প্রশ্ন থেকেই যায়। তিনি অভিযোগ করেন, অন্তর্বর্তীকালীন সরকার শহীদদের হত্যার বিচার নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে।

তিনি আরও বলেন, “আমরা কখনোই বাংলাদেশে আবার ফ্যাসিবাদের উত্থান হতে দেবো না। কিন্তু দুঃখজনকভাবে দেখতে পাচ্ছি, সেই পুরনো হিংস্রতা আবার মাথাচাড়া দিয়ে উঠছে।”

এদিন বিকেলে রংপুর শহরের গ্র্যান্ড হোটেল মোড়ে ছাত্রদলের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিবসহ অন্যান্য নেতারা। তারা সরকারকে দ্রুত বিচার সম্পন্ন করার আহ্বান জানিয়ে বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠা না হলে আগামী দিনে ছাত্রজনতা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ