রজনীকান্তের ‘কুলি’ নিয়ে তামিল ইন্ডাস্ট্রিতে তোলপাড়

বিনোদন ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ১৬ ১৫:১৭:৩৪
রজনীকান্তের ‘কুলি’ নিয়ে তামিল ইন্ডাস্ট্রিতে তোলপাড়

লোকেশ কানাগরাজের নতুন ছবি ‘কুলি’-এর ফার্স্ট লুক পোস্টার প্রকাশের পর থেকে সোশ্যাল মিডিয়ায় যেন উন্মাদনার ঝড় বয়ে যাচ্ছে। থালাইভা রজনীকান্তকে নিয়ে নির্মিতব্য এই সিনেমা ঘিরে দর্শক ও ভক্তদের আগ্রহ চোখে পড়ার মতো। ‘কাইথি’, ‘মাস্টার’, ‘বিক্রম’ ও ‘লিও’র মতো একের পর এক হিট ছবির পর ‘কুলি’ যেন আরও বড় প্রত্যাশা তৈরি করেছে লোকেশ ভক্তদের মধ্যে।

তামিল ইন্ডাস্ট্রির সবচেয়ে আলোচিত এই প্রকল্পের বাজেট নিয়েও তৈরি হয়েছে জোর গুঞ্জন। শোনা যাচ্ছে, প্রায় ৩৫০ থেকে ৪০০ কোটি রুপি বাজেটের এই ছবিতে রজনীকান্ত পাচ্ছেন ১৫০ কোটি রুপি পারিশ্রমিক। আর পরিচালক লোকেশ কানাগরাজ নিজেই পাচ্ছেন ৫০ কোটি—এমন তথ্যই ঘুরে বেড়াচ্ছে অন্তর্জালে। অবশেষে গুঞ্জনের জবাবে সরাসরি মুখ খুললেন লোকেশ।

ভারতের একটি জনপ্রিয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে লোকেশ স্পষ্ট জানান, রজনীকান্তের পারিশ্রমিক নিয়ে তিনি কিছু বলতে পারবেন না, তবে নিজের পারিশ্রমিক প্রসঙ্গে বলেন, “আপনি যে ৫০ কোটির কথা বলেছেন, সেটাই আমার পারিশ্রমিক।” তিনি জানান, এই অঙ্কে পৌঁছানোর পেছনে রয়েছে ‘লিও’র বিশাল সাফল্য। প্রায় ৬০০ কোটির বেশি আয় করা ওই ছবির পর তার পারিশ্রমিকও বেড়েছে দ্বিগুণ হারে।

লোকেশ আরও জানান, এই অবস্থানে পৌঁছাতে তাকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। তিনি বলেন, “গত দুই বছর পুরোপুরি ‘কুলি’ নিয়ে ব্যস্ত ছিলাম। এটা শুধু একটা সিনেমা নয়, আমার জন্য এটি দায়িত্বও।” পরিচালক হিসেবে তিনি মনে করেন, নিয়মিত কর দেওয়া, পরিবার ও বন্ধুদের পাশে দাঁড়ানো—এই সক্ষমতা তাকে মানসিক তৃপ্তি দেয়।

সিনেমাটি নিয়ে ভক্তদের আরেক প্রশ্ন ছিল—‘কুলি’ কি ১ হাজার কোটি টাকা আয় করতে পারবে? এ নিয়ে লোকেশের জবাব ছিল বাস্তববাদী। তিনি বলেন, “বক্স অফিস নিয়ে দর্শকদের দুশ্চিন্তার কিছু নেই। এটা প্রযোজক, পরিচালক আর অভিনেতাদের মাথাব্যথা।”

ছবিটির আরেক আকর্ষণ হলো তারকা সমাবেশ। রজনীকান্তের সঙ্গে ক্যামিও চরিত্রে দেখা যাবে বলিউড সুপারস্টার আমির খানকে। এছাড়া দক্ষিণী তারকা নাগার্জুনাও থাকছেন গুরুত্বপূর্ণ ভূমিকায়। এমন তারকাবহুল ও উচ্চবাজেটের সিনেমা যে মুক্তির আগেই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে, তা বলাই বাহুল্য।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ