সভা শেষে ফেরার পথে হামলার মুখে এনসিপি নেতারা

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ১৬ ১৫:৪০:০৬
সভা শেষে ফেরার পথে হামলার মুখে এনসিপি নেতারা

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আয়োজিত সভা শেষে ফেরার পথে দলটির গাড়িবহরের ওপর হামলার ঘটনা ঘটেছে। শহরের লঞ্চঘাট এলাকার গোপালগঞ্জ সরকারি কলেজের সামনে এ হামলায় মুহূর্তেই উত্তপ্ত হয়ে ওঠে পরিবেশ। বুধবার (১৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে সংঘটিত এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সহিংসতা নিয়ন্ত্রণে পুলিশ বাহিনীর পাশাপাশি মোতায়েন করা হয়েছে সেনাসদস্যদেরও।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, এনসিপি নেতারা দুপুর ২টার পর গোপালগঞ্জ পৌরপার্কের উন্মুক্ত মঞ্চে ‘জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে একটি জনসভা আয়োজন করেন। কিন্তু সভা শুরুর আগেই, দুপুর ১টা ৩৫ মিনিটের দিকে সমাবেশস্থলে প্রথমবারের মতো হামলার ঘটনা ঘটে। এরপরও আয়োজকেরা সমাবেশ চালিয়ে যান। সভা শেষে দলটির নেতারা টেকেরহাট হয়ে মাদারীপুরে ফেরার পথে লঞ্চঘাট এলাকায় ফের হামলার শিকার হন। এ সময় বহরের গাড়িগুলোর ওপর লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ এবং হামলা চালানো হয়।

হামলার মুখে এনসিপির শীর্ষ নেতারা এলাকা থেকে সরে গিয়ে আশ্রয় নেন গোপালগঞ্জ সার্কিট হাউজে। শেষ খবর পাওয়া পর্যন্ত হামলাকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া চলছিল বলে জানা গেছে।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে বলেন, তারা গোপালগঞ্জে কোনো উত্তেজনা ছড়াতে আসেননি, বরং দেশের মানুষকে নতুন এক রাজনৈতিক আদর্শের বার্তা দিতেই তাদের আগমন। তাঁর ভাষায়, “আজ যদি আমাদের বাধা না দেওয়া হতো, তাহলে এই মাঠ লোকে লোকারণ্য হয়ে উঠত। আমরা এসেছি শান্তি ও উন্নয়নের ডাক নিয়ে। আমাদের লক্ষ্য গোপালগঞ্জের নাম বদলানো নয়, বরং গোপালগঞ্জবাসীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা।”

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ