পল্লী বিদ্যুতের চোরাই তারের কারবারে সক্রিয় ছিলেন নিহত সোহাগ

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ১৬ ১৫:০৬:২৯
পল্লী বিদ্যুতের চোরাই তারের কারবারে সক্রিয় ছিলেন নিহত সোহাগ

ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে পাথর নিক্ষেপ করে হত্যা করা হয় ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে। পেছনের কারণ খুঁজতে গিয়ে উঠে এসেছে চোরাই তারের ব্যবসা ও দীর্ঘদিনের ব্যবসায়িক দ্বন্দ্বের চিত্র। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ক্রাইম অ্যান্ড অপারেশন শাখার অতিরিক্ত কমিশনার মো. নজরুল ইসলাম বুধবার এক সংবাদ সম্মেলনে জানান, নিহত লাল চাঁদ পল্লী বিদ্যুতের চোরাই অ্যালুমিনিয়াম তারের ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। তার এই অবৈধ কার্যক্রম চলে আসছিল দীর্ঘ ১৭ বছর ধরে, যা পরিচালিত হতো হাজী সেলিমের ভাতিজা পিল্লু কমিশনারের ছত্রছায়ায়।

ডিএমপির মতে, এই হত্যাকাণ্ডের মূল কারণ ছিল পুরোনো ব্যবসায়িক দ্বন্দ্ব। আগে যারা চোরাই তারের ব্যবসায় নিয়োজিত ছিলেন, রাজনৈতিক পটপরিবর্তনের পর তাদের জায়গা দখল করে নেয় আরেকটি গ্রুপ। এতে দুই পক্ষের মধ্যে তীব্র বিরোধ ও শত্রুতা গড়ে ওঠে। নজরুল ইসলাম বলেন, দুপক্ষই পরস্পরকে আগে থেকেই চিনত এবং একে অপরের কার্যক্রম সম্পর্কে ভালোভাবেই অবগত ছিল।

এদিকে, ডিএমপির কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানান, ঘটনার দিন পুলিশ ৯৯৯ নম্বরের মাধ্যমে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। সেখানে গিয়ে পুলিশ দেখে, অভিযুক্ত ব্যক্তিরা মব বা গণরোষের পরিস্থিতি তৈরি করছেন এবং ‘চাঁদাবাজদের জায়গা নাই, ব্যবসায়ীদের ভয় নাই’—এমন স্লোগান দিচ্ছেন। পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় এবং ঘটনাস্থল থেকেই মহিন ও পাশের এলাকা থেকে রবিন নামের দুইজনকে গ্রেপ্তার করা হয়।

পরবর্তীতে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে আরও সাতজনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে পাথর নিক্ষেপকারীরাও রয়েছে। এই পর্যন্ত মোট ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের তদন্তে উঠে আসছে এ হত্যাকাণ্ডের নানা দিক, তবে এখনো কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ডিএমপি কমিশনার বলেন, রাজনৈতিক পরিচয় থাকা স্বাভাবিক হলেও, এই হত্যার সঙ্গে রাজনৈতিক সম্পর্কের কোনো প্রমাণ মেলেনি।

নিহত লাল চাঁদ ও তার সহযোগীদের কর্মকাণ্ড এবং দীর্ঘদিন ধরে চলে আসা অনিয়মের জগৎ এবার আইনের আওতায় আসছে বলেই মনে করছে পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, যারা নিজেদের প্রভাব খাটিয়ে অবৈধ ব্যবসা চালিয়ে আসছিল, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ