‘আর কোনো ছাড় নয়’, গোপালগঞ্জ হামলার পর নুরের আলটিমেটাম

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ১৬ ১৭:০৩:০৯
‘আর কোনো ছাড় নয়’, গোপালগঞ্জ হামলার পর নুরের আলটিমেটাম

গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িবহরে হামলার ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেছেন, দেশে যারা সহিংসতা ও দমন-পীড়ন চালাচ্ছে, তাদের আর ছাড় দেওয়া হবে না। জনগণের নিরাপত্তা এবং গণতান্ত্রিক আন্দোলনকে বাঁচাতে এমন অপশক্তিকে প্রতিহত করতেই হবে।

বুধবার (১৬ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে নুর এ মন্তব্য করেন। সেখানে তিনি লিখেছেন, “সারা দেশের সন্ত্রাসী চক্র এখন গোপালগঞ্জে ঘাঁটি গেড়েছে। আজকের হামলার ঘটনা প্রমাণ করে, গত ১১ মাসেও তারা বিন্দুমাত্র অনুশোচনার বোধ জাগাতে পারেনি। বরং প্রতিশোধপরায়ণ মনোভাব ও হিংস্র আচরণ আরও বেড়েছে।”

তিনি আরও বলেন, “জাতীয় নাগরিক পার্টির কর্মসূচির ওপর যেভাবে হামলা চালানো হয়েছে, তা শুধু একটি দলের ওপর নয়, গোটা দেশের গণতান্ত্রিক অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর হামলা। তাই এখন সময় এসেছে এমন ফ্যাসিস্ট মনোভাবের বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়ার।”

নুর স্পষ্ট করে দিয়েছেন, “প্রশাসন যদি আগামী ২৪ ঘণ্টার মধ্যে গোপালগঞ্জ থেকে সন্ত্রাসীদের সরাতে দৃশ্যমান কোনো ব্যবস্থা না নেয়, তাহলে গণ অধিকার পরিষদ ‘ঢাকা থেকে গোপালগঞ্জ মার্চ’ কর্মসূচি ঘোষণা করবে।” তিনি গোপালগঞ্জের সাধারণ মানুষদের প্রতিও আহ্বান জানান, “আপনারা সাহস করে ফ্যাসিবাদের বিরুদ্ধে আওয়াজ তুলুন, গোটা বাংলাদেশ আপনাদের পাশে থাকবে।”

নুরের এই বক্তব্যের পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দেশের রাজনৈতিক পরিস্থিতি এমনিতেই টানটান উত্তেজনার মধ্যে রয়েছে। এর মধ্যেই এমন মন্তব্য পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলতে পারে।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ