স্পোর্টস ডেস্ক

নতুন কোচের নেতৃত্বে হামজাদের নতুন অধ্যায় শুরু

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ১৬ ১৫:৪৮:৪৭
নতুন কোচের নেতৃত্বে হামজাদের নতুন অধ্যায় শুরু

দীর্ঘদিন ধরে সমস্যায় জর্জরিত লেস্টার সিটি এবার নতুন এক অধ্যায়ের শুরু করতে যাচ্ছে। ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে আবারও ছিটকে পড়ার আঘাত সামলে তারা চ্যাম্পিয়নশিপ থেকে ফিরে আসার প্রস্তুতি নিচ্ছে। ক্লাবের এ সংকটময় সময়ে দারুণ প্রত্যাশার সঙ্গে দলে যোগ দিয়েছেন স্প্যানিশ কোচ মার্তি সিফুয়েন্তেস, যিনি সাবেক কুইন্স পার্ক রেঞ্জার্সের কোচ হিসেবে পরিচিত। রুদ ফন নিস্টলরয়ের বিদায়ের পর লেস্টার তার উপর ভরসা রাখছে দীর্ঘমেয়াদি উন্নতির জন্য। তিন বছরের চুক্তিতে তিনি এখন থেকে ডাগআউটে দায়িত্ব পালন করবেন।

লেস্টারের চেয়ারম্যান আয়াওয়াত শ্রীভাদ্ধানাপ্রভা ক্লাবের ভবিষ্যতের জন্য আধুনিক কোচিং দর্শন এবং স্থির নেতৃত্বের গুরুত্ব তুলে ধরেন। তবে গত দুই বছরে ছয়জন কোচ বদলের পর সিফুয়েন্তেসের হাতে কতোটা সময় ও সুযোগ আসবে, সেটি সময়ই বলবে। একইসঙ্গে দলে অনেক খেলোয়াড়ের ভবিষ্যৎ অনিশ্চিত অবস্থায় রয়েছে। এর মধ্যে বাংলাদেশি বংশোদ্ভূত মিডফিল্ডার হামজা চৌধুরীর অবস্থান বিশেষভাবে নজর কাড়ছে। গত মৌসুমের দ্বিতীয়ার্ধে শেফিল্ড ইউনাইটেডে ধারায় খেলেও ২৯ জুন তিনি লেস্টারে ফিরে এসেছেন। তবে তার স্থায়ী অংশগ্রহণ নিয়ে সংশয় থাকায় আলোচনায় রয়েছে গ্রিক ক্লাব অলিম্পিয়াকোসের আগ্রহ।

লেস্টারের বর্তমান বাস্তবতা বেশ কঠিন। মাত্র দুই বছরের মধ্যে দুইবার প্রিমিয়ার লিগ থেকে অবনমন তাদের সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। অভিজ্ঞ মিডফিল্ডার থাকা সত্ত্বেও দলকে ভারসাম্যপূর্ণ, শক্তিশালী ও স্থিতিশীল করে গড়ে তোলার জন্য নতুন কৌশল ও নেতৃত্ব প্রয়োজন। সিফুয়েন্তেস যদি এই চ্যালেঞ্জ মোকাবেলা করে দলের পুনরুত্থান ঘটাতে পারেন, তাহলে প্রিমিয়ার লিগে ফেরার আশা আবার জেগে উঠবে। আর সেই যাত্রায় হামজা চৌধুরীর মতো খেলোয়াড়দের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে — যদি তিনি লেস্টারে থেকে যান।

নতুন কোচের অধীনে লেস্টারের শাখা-পার্শ্বে এখন উত্তেজনা তুঙ্গে। ফুটবলপ্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষায় আছেন, লেস্টার কবে এবং কিভাবে আবার নিজের পুরোনো গৌরব ফিরিয়ে আনবে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ