এনসিপির মঞ্চে আগুন, ফখরুল বললেন ‘গণতন্ত্রের ওপর আঘাত’

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ১৬ ১৬:৩১:৪২
এনসিপির মঞ্চে আগুন, ফখরুল বললেন ‘গণতন্ত্রের ওপর আঘাত’

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পূর্বঘোষিত কর্মসূচিতে সহিংস হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (১৬ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, এই হামলা শুধু একটি রাজনৈতিক দলের ওপর নয়, বরং গণতন্ত্রের ওপরই সরাসরি আঘাত।

বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, গোপালগঞ্জে এনসিপির শান্তিপূর্ণ কর্মসূচিতে বর্বরোচিত হামলা, ককটেল বিস্ফোরণ, সরকারি কর্মকর্তাদের গাড়িতে অগ্নিসংযোগ এবং পুলিশের সদস্যদের ওপর হামলার ঘটনায় আমরা অত্যন্ত উদ্বিগ্ন। তিনি মনে করেন, এ ধরনের সহিংসতা বর্তমান রাজনৈতিক বাস্তবতায় নতুন করে অস্থিরতা সৃষ্টির ইঙ্গিত দেয় এবং এটি পরিকল্পিতভাবে দেশের শান্তি নষ্টের একটি অপচেষ্টা।

মির্জা ফখরুল বলেন, শাসকগোষ্ঠীর কিছু মদদপুষ্ট এখন নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে এবং তারা অন্তর্বর্তী সরকারের পেছনে দোষ চাপিয়ে জনগণের চোখে ধোঁকা দিতে চাইছে।

বিএনপি মহাসচিব বলেন, এই মুহূর্তে দেশের মানুষের সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে—সব রাজনৈতিক বিভেদ ভুলে গিয়ে দেশ ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ হওয়া। তিনি হুঁশিয়ার করেন, যদি আবারও ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে ওঠে, তবে স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে।

বিবৃতির শেষাংশে মির্জা ফখরুল সরকারকে উদ্দেশ করে বলেন, যারা এই হামলার সঙ্গে জড়িত তাদের অবিলম্বে চিহ্নিত করে গ্রেপ্তার করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে তিনি গোপালগঞ্জে হামলায় আহত পুলিশ সদস্যদের দ্রুত ভালো হওয়ার কামনা করেছে।”

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ