শহীদের স্মরণে ৮৬৪টি ফলক স্থাপন করছে অন্তর্বর্তী সরকার

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ১৬ ১৭:১৩:০৯
শহীদের স্মরণে ৮৬৪টি ফলক স্থাপন করছে অন্তর্বর্তী সরকার

জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে দেশের বিভিন্ন এলাকায় স্থায়ীভাবে স্মৃতিচিহ্ন নির্মাণের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকারের দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়। এ কর্মসূচির আওতায় দেশের ৮৬৪টি স্থানে ফলক স্থাপন করা হবে, যেখানে ওইসব শহীদরা তাঁদের জীবনের শেষ মুহূর্ত কাটিয়েছেন। এই ফলকগুলো শুধু শহীদদের স্মরণেই নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি শিক্ষণীয় দৃষ্টান্ত হিসেবেও কাজ করবে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা ফারুক-ই-আজম (বীর প্রতীক)।

বুধবার (১৬ জুলাই) চট্টগ্রাম নগরের বহদ্দারহাট মোড়ে ‘স্ট্রিট মেমোরি স্ট্যাম্প’ নির্মাণকাজের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, “আমরা চাই শহীদদের হত্যা নিয়ে যেন কোনো বিভ্রান্তি বা দ্বিধা না থাকে। তাই তথ্য-প্রমাণ যাচাই-বাছাই করে স্বচ্ছ প্রক্রিয়ায় বিচার কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। তাড়াহুড়ো করে কোনো ‘ক্যাঙ্গারু কোর্ট’-এর মতো বিচার নয়, বরং আমরা চাই বিচার হোক দৃঢ়, সত্যভিত্তিক ও সর্বজনগ্রাহ্য।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন, চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম, জেলা প্রশাসক ফরিদা খানম এবং স্থানীয় সরকার শাখার উপপরিচালক মো. নোমান হোসেন।

চট্টগ্রামের বহদ্দারহাট ও মুরাদপুর এলাকা ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনের সময় ছিল অন্যতম সংঘাতের কেন্দ্রবিন্দু। সে সময় আন্দোলনের পক্ষে অবস্থান নেওয়া শিক্ষার্থীদের ওপর ভয়াবহ হামলার ঘটনা ঘটে, যার ফলে এই দুই এলাকায় প্রাণ হারান অন্তত আটজন শিক্ষার্থী। তাঁদের মধ্যে ওয়াসিম, শান্ত, ফারুক, তানভীর ও সাইমনের নাম আজ চট্টগ্রামের মানুষের হৃদয়ে গেঁথে আছে শহীদের মর্যাদায়।

চট্টগ্রামের জেলা হিসেবে সেই আন্দোলনে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছিল, মোট শহীদের সংখ্যা ছিল ১৫। তাদের অধিকাংশই শিক্ষার্থী ছিলেন। এই বাস্তবতা স্মরণে রেখে শহীদদের সম্মান জানাতে এবং সেই আন্দোলনের চেতনাকে বাঁচিয়ে রাখতে স্থানীয়ভাবে ফলক স্থাপন ও স্মৃতিচিহ্ন নির্মাণ এক ঐতিহাসিক পদক্ষেপ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এই কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে শুধু শহীদদের স্মরণ নয়, বরং গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসকে ধরে রাখার চেষ্টাও চালানো হচ্ছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ