ফ্রান্সের প্রেসিডেন্টকে স্ত্রীর চড়? ভাইরাল ভিডিও নিয়ে বিতর্ক

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ২৬ ২১:৩৩:৪৬
ফ্রান্সের প্রেসিডেন্টকে স্ত্রীর চড়? ভাইরাল ভিডিও নিয়ে বিতর্ক

ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ এবং তাঁর স্ত্রী ব্রিজিত মাখোঁকে নিয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্রভাবে ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায়—ব্রিজিত মাখোঁ প্রেসিডেন্টের দুই গালে হাত তুলেছেন, যা অনেকের কাছে চড় বলেই মনে হয়েছে। এই দৃশ্য ধারণ করা হয় দক্ষিণ-পূর্ব এশিয়া সফরের শুরুতে, ভিয়েতনামের হ্যানয়ের নই বাই আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজের দরজা খোলার মুহূর্তে।

ক্লিপটিতে দেখা যায়, প্রেসিডেন্ট মাখোঁ দরজায় দাঁড়িয়ে আছেন, হঠাৎ পাশ থেকে তাঁর স্ত্রী ব্রিজিত এসে দুটি হাত প্রেসিডেন্টের মুখের দিকে তুলেন। দৃশ্যটি এতটাই আকস্মিক ছিল যে, প্রথম দর্শনে অনেকেই ধরে নিয়েছেন এটি একটি চপেটাঘাত। এরপর মাখোঁ কিছুটা হতভম্ব হয়ে গেলেও দ্রুত নিজেকে সামলে নিয়ে বাইরে দাঁড়িয়ে থাকা সাংবাদিকদের অভিবাদন জানান।

উড়োজাহাজ থেকে নামার সময় মাখোঁ স্ত্রীকে সাহায্যের জন্য হাত বাড়িয়ে দেন, তবে ব্রিজিত সেই হাত না ধরে নিজেই রেলিং ধরে নামেন, যা পুরো ঘটনাটিকে আরও রহস্যময় করে তোলে।

আজ সোমবার এলিসি প্রাসাদ থেকে দেওয়া এক বিবৃতিতে এই ঘটনা সম্পূর্ণভাবে নাকচ করে দেওয়া হয়। প্রেসিডেন্টের কার্যালয় থেকে বলা হয়েছে, ভিডিওতে যেটি দেখা গেছে তা ভুল ব্যাখ্যার ফল এবং এটি ‘একটি ঘনিষ্ঠ ব্যক্তিগত মুহূর্ত’ ছাড়া কিছুই নয়।

একজন ফরাসি কর্মকর্তা বলেন, “এই দম্পতির মধ্যে তখন হালকা কথা-কাটাকাটি হচ্ছিল। এতে কোনো ধরনের হিংসা বা অপ্রীতিকর আচরণ ছিল না।”

এলিসি প্রাসাদের একটি সূত্র সিএনএনকে আরও বলেন, “তাঁরা দুজন সফরের আগে আরাম করে সময় কাটাচ্ছিলেন এবং ঠাট্টামশকরা করছিলেন। এটা কোনো গুরুতর বিষয় নয়। বরং অনলাইনে যারা ষড়যন্ত্র তত্ত্ব ছড়াতে চায়, তারা এই নিরীহ ঘটনাটিকে বিকৃত করে বিতর্ক তৈরির চেষ্টা করছে।”

ঘটনাটির পেছনে রাশিয়ার অপপ্রচারের আশঙ্কাও উড়িয়ে দেওয়া হয়নি। ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার হামলার পর থেকে এমানুয়েল মাখোঁ ইউরোপীয় ইউনিয়নের অন্যতম সমন্বয়ক হিসেবে রাশিয়ার বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছেন। সেই ধারাবাহিকতায় বিভিন্ন সময়ে তাঁকে নিয়ে সামাজিক মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে।

সম্প্রতি এমন আরেকটি ভিডিও ভাইরাল হয় যেখানে দাবি করা হয়, মাখোঁ কোকেনের একটি প্যাকেট পকেটে ঢোকাচ্ছেন। যদিও এলিসি প্রাসাদ সেই ভিডিওটিকে ভুয়া বলে দাবি করে জানায়, প্যাকেটটি কোকেন নয়, বরং একটি সাধারণ টিস্যু।

এইসব ঘটনার মাঝে প্রেসিডেন্ট মাখোঁর ভিয়েতনাম সফর এবং ইউরোপীয় কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে, তবে ব্যক্তিগত জীবনের এসব অনাকাঙ্ক্ষিত ভিডিও ও গুজব তাঁর ভাবমূর্তিকে নানা দিক থেকে চ্যালেঞ্জের মুখে ফেলছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্যযুদ্ধ: বৈশ্বিক অর্থনীতি এবং ভবিষ্যৎ প্রতিযোগিতা

চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্যযুদ্ধ: বৈশ্বিক অর্থনীতি এবং ভবিষ্যৎ প্রতিযোগিতা

বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তন আসছে, এবং এই পরিবর্তনটির মূল কেন্দ্রবিন্দু হিসেবে দাঁড়িয়ে আছে চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান বাণিজ্যযুদ্ধ।... বিস্তারিত