‘ড্রোন অপারেটর থেকে গোলন্দাজ’: সুদানে বিদেশি ভাড়াটেদের ছায়াযুদ্ধ

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ০৫ ১০:৪৭:৩৫
‘ড্রোন অপারেটর থেকে গোলন্দাজ’: সুদানে বিদেশি ভাড়াটেদের ছায়াযুদ্ধ
ছবিঃ এ এফ পি

সুদানের পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার সংযুক্ত আরব আমিরাত (UAE)-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছে—রাষ্ট্রীয় সেনাবাহিনীর বিরুদ্ধে লড়তে কলম্বিয়ার ভাড়াটে যোদ্ধাদের নিয়োগ দিয়েছে আবুধাবি, যারা বর্তমানে প্যারামিলিটারি গোষ্ঠী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (RSF)-এর পক্ষে লড়ছে।

২০২৩ সালের এপ্রিল থেকে শুরু হওয়া সেনাবাহিনী ও RSF-এর মধ্যকার ভয়াবহ গৃহযুদ্ধে এখন পর্যন্ত মারা গেছে হাজার হাজার মানুষ, গৃহহীন হয়েছে কোটি’র কাছাকাছি এবং সৃষ্টি হয়েছে বিশ্বের সবচেয়ে বড় খাদ্য সংকট ও বাস্তুচ্যুতির সঙ্কট। এই রক্তক্ষয়ী সংঘর্ষে বিদেশি শক্তির জড়িত থাকার অভিযোগ বারবার উঠে এসেছে, যার কেন্দ্রে রয়েছে সংযুক্ত আরব আমিরাত।

সুদানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, “কলম্বিয়া ও কিছু প্রতিবেশী দেশ থেকে আসা ভাড়াটে যোদ্ধাদের নিয়োগ এবং অর্থায়নের পেছনে আমিরাত রয়েছে—এ সংক্রান্ত সকল প্রমাণ ও নথি আমাদের হাতে রয়েছে।”

যদিও আমিরাত বারবার RSF-কে অস্ত্র বা অর্থ সরবরাহের অভিযোগ অস্বীকার করে এসেছে, তবে জাতিসংঘ, কূটনীতিক, মার্কিন রাজনীতিবিদ ও আন্তর্জাতিক সংস্থাগুলোর রিপোর্টে এসব অভিযোগের সত্যতাই উঠে এসেছে।

কলম্বিয়ার এই ভাড়াটে যোদ্ধারা প্রথম নজরে আসে ২০২৩ সালের শেষভাগে দারফুর অঞ্চলে। জাতিসংঘের বিশেষজ্ঞরা তাদের উপস্থিতি নিশ্চিত করেছেন। সম্প্রতি এল-ফাশের শহরে সেনাবাহিনীর সঙ্গে সংযুক্ত "Joint Forces" নামের একটি জোট জানিয়েছে, সেখানে RSF-এর পক্ষে প্রায় ৮০ জনের বেশি কলম্বিয়ান যোদ্ধা যুদ্ধ করছে।

এই যোদ্ধাদের কেউ ড্রোন পরিচালনা, কেউ আর্টিলারি সমন্বয়ের কাজে নিযুক্ত। এল-ফাশের শহর, যা এখনো সেনাবাহিনীর নিয়ন্ত্রণে থাকা দারফুরের শেষ রাজ্য রাজধানী, সেটিকে ঘিরে RSF এক বছরের বেশি সময় ধরে অবরোধ করে রেখেছে।

সুদান সরকার জানিয়েছে, এই যুদ্ধ এখন আর শুধুমাত্র অভ্যন্তরীণ নয়—এটি একটি আন্তঃসীমান্ত সন্ত্রাসবিরোধী প্রক্সি যুদ্ধ, যার প্রমাণ তারা জাতিসংঘ নিরাপত্তা পরিষদেও জমা দিয়েছে।

এ বছরের শুরুর দিকে জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা পর্যবেক্ষণকারী একটি প্রতিবেদনে কলম্বিয়ান ভাড়াটে যোদ্ধাদের উপস্থিতিকে "বিশ্বস্ত ও বিশ্বাসযোগ্য" হিসেবে অভিহিত করা হয়। এমনকি গত ডিসেম্বরেও সুদান দাবি করে, কলম্বিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় স্বীকার করেছে যে, "তাদের কিছু নাগরিক অনিচ্ছাকৃতভাবে এই যুদ্ধে জড়িয়ে পড়েছেন।"

উল্লেখযোগ্য যে, একসময়ের গৃহযুদ্ধ-ক্লিষ্ট কলম্বিয়ার অবসরপ্রাপ্ত সেনারা সম্প্রতি ইউক্রেন, হাইতি, আফগানিস্তানসহ বিভিন্ন যুদ্ধে দেখা গেছে। এমনকি অতীতেও সংযুক্ত আরব আমিরাত এদের ইয়েমেনে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধ বা তেল পাইপলাইন পাহারায় নিয়োগ দিয়েছে।

-সুত্রঃ এ এফ পি

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ