ভাঙারি ব্যবসায়ী হত্যাকাণ্ডে নতুন চাঞ্চল্যকর তথ্য

রাজধানীর পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের (মিটফোর্ড) সামনে ভাঙারি ব্যবসায়ী মো. সোহাগ ওরফে লাল চাঁদ (৩৯) হত্যাকাণ্ডের ঘটনায় আরও দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৩ জুলাই) সকালে ঢাকা ও আশপাশের এলাকা থেকে রাজিব ও সজিব নামের এই দুইজনকে গ্রেপ্তার করা হয়। তারা দুজনই মামলার এজহারভুক্ত আসামি। বিষয়টি নিশ্চিত করেছেন লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ জসীম উদ্দিন।
এ নিয়ে আলোচিত এই নির্মম হত্যাকাণ্ডে মোট ৭ জনকে গ্রেপ্তার করা হলো। এর আগে ৯ জুলাই সন্ধ্যায় মিটফোর্ড হাসপাতালের তিন নম্বর গেটের সামনের পাকা রাস্তায় একদল দুর্বৃত্ত মো. সোহাগকে কুপিয়ে ও পাথর নিক্ষেপ করে হত্যার পর লাশের ওপর দাঁড়িয়ে স্লোগান দিতে দেখা যায়। এই নির্মম দৃশ্য স্থানীয়দের আতঙ্কিত করে তোলে এবং সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
ঘটনার পরপরই কোতয়ালি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ১০ জুলাই নিহত সোহাগের বড় বোন কোতয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।
১১ জুলাই পুলিশ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মামলার মূল আসামি মাহমুদুল হাসান মহিন (৪১) ও তারেক রহমান রবিনকে (২২) গ্রেপ্তার করে। রবিনের কাছ থেকে একটি বিদেশি পিস্তলও উদ্ধার করা হয়। একই ঘটনায় র্যাব অভিযান চালিয়ে আলমগীর (২৮) ও মনির ওরফে ছোট মনির (২৫) নামে আরও দুজনকে গ্রেপ্তার করে।
এরপর ১২ জুলাই রাতে কোতয়ালি থানা পুলিশ মামলার আরও একজন এজহারভুক্ত আসামি মো. টিটন গাজী (৩২)–কে গ্রেপ্তার করে। সর্বশেষ রোববার সকালে গ্রেপ্তার হওয়া রাজিব ও সজিবসহ এ মামলায় মোট সাতজনকে আটক করা হলো।
পুলিশ জানায়, তদন্তের অগ্রগতি হচ্ছে এবং সিসিটিভি ফুটেজ ও ভুক্তভোগীর পারিবারিক ও পেশাগত তথ্য বিশ্লেষণ করে হত্যার পেছনের মূল মোটিভ নির্ধারণের চেষ্টা চলছে। এ হত্যাকাণ্ডের পেছনে পূর্ববিরোধ, ব্যবসায়িক দ্বন্দ্ব কিংবা সংঘবদ্ধ অপরাধচক্রের সংশ্লিষ্টতা রয়েছে কিনা—তা যাচাই করছে তদন্তকারীরা।
স্থানীয় বাসিন্দারা ও নিহতের পরিবারের সদস্যরা দ্রুত তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তারা বলেন, এমন ভয়াবহভাবে প্রকাশ্যে হত্যাকাণ্ড আইনশৃঙ্খলার চরম অবক্ষয়ের দৃষ্টান্ত। তারা চান, যেন প্রকৃত অপরাধীরা শিগগির গ্রেপ্তার হয় এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হয়।
মিটফোর্ডের মতো জনাকীর্ণ এলাকায় এমন নৃশংসতা শুধু পুরান ঢাকা নয়, পুরো রাজধানীর নিরাপত্তা পরিস্থিতি নিয়েই বড় প্রশ্ন তুলেছে। এই ঘটনার বিচার এবং এর পুনরাবৃত্তি রোধে রাষ্ট্রীয় উদ্যোগ আরও জোরালো ও দৃশ্যমান হওয়া জরুরি বলে মনে করেন সংশ্লিষ্ট মহল।
-ইসরাত, নিজস্ব প্রতিবেদক
মা-মেয়েকে অজ্ঞান করতে গিয়ে ধরা, নিজ জুসেই বেহুঁশ অজ্ঞান পার্টির সদস্য
খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী সীমান্ত এক্সপ্রেসে জুস খাইয়ে মা-মেয়েকে অজ্ঞান করে অলংকার লুটের চেষ্টার সময় এক ব্যক্তিকে আটক করেছেন সহযাত্রীরা। জুস পান করতে বাধ্য করার পর অজ্ঞান হয়ে পড়েন সেই ব্যক্তি। শনিবার (৩০ আগস্ট) ভোরে এই ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী ঠাকুরগাঁওয়ের করনাই এলাকার কৌশলা রাণী (৫০) ও তার মেয়ে বীথি রানী (২৮) এবং অজ্ঞান পার্টির সদস্য ফুল মিয়াকে উদ্ধার করেছে সৈয়দপুর রেলওয়ে পুলিশ।
যেভাবে ধরা পড়ল অজ্ঞান পার্টির সদস্য
জানা গেছে, কৌশলা রাণী তার মেয়ে বীথি রানীকে নিয়ে দিনাজপুরের বিরামপুর থেকে বাড়ি ফিরছিলেন। ট্রেনের ‘ঝ’ বগির ৭৮ ও ৭৯ নম্বর সিটে তারা বসেছিলেন। ৭৭ নম্বর সিটের যাত্রী ফুল মিয়া আলাপের একপর্যায়ে কৌশলা ও বীথিকে জুস পান করিয়ে অজ্ঞান করে কানের দুল ও নাকের ফুল খুলে নেওয়ার চেষ্টা করেন। এ সময় পাশের যাত্রী আব্দুর রহিম ঘটনাটি দেখে ফুল মিয়াকে আটক করেন।
অন্যান্য যাত্রীদের চাপের মুখে ফুল মিয়াকে তার নিজের তৈরি বোতলে থাকা অবশিষ্ট জুস পান করতে বাধ্য করা হয়। জুস পান করার পর তিনি নিজেও জ্ঞান হারিয়ে ফেলেন। ট্রেনটি সৈয়দপুর রেলওয়ে স্টেশনে পৌঁছালে রেলওয়ে পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে সৈয়দপুর রেলওয়ে হাসপাতালে ভর্তি করেন।
পুলিশের বক্তব্য
আটক হওয়া ফুল মিয়া রংপুরের মিঠাপুকুর উপজেলার আব্দুল্লাপুর এলাকার মো. আব্দুস সামাদের ছেলে। সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ-উন নবী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামি সুস্থ হলে তাকে নীলফামারী আদালতে পাঠানো হবে।
/আশিক
সবার সক্রিয় সমর্থন চাই: ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কাছে তারেক রহমানের আহ্বান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার যে রূপরেখা ঘোষণা করেছে, সেই নির্বাচনে তিনি সবার সক্রিয় সমর্থন ও সহযোগিতা চান। বিএনপি ঘোষিত সব পরিকল্পনা বাস্তবায়ন করে দল, মত, ধর্ম-বর্ণ, গোষ্ঠী নির্বিশেষে সবার জন্য একটি নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায়। শনিবার (৩০ আগস্ট) ময়মনসিংহ নগরীর তারেক স্মৃতি অডিটোরিয়ামে ‘ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জাতীয় প্রতিনিধি সমাবেশ-২০২৫’ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই মন্তব্য করেন।
তারেক রহমান বলেন, ক্ষুদ্র জাতিগোষ্ঠীর এই সমাবেশ যেন পাহাড় বা সমতলে বসবাসকারীদের উন্নয়ন ও সমৃদ্ধির দিকনির্দেশক হয়ে ওঠে। তিনি বলেন, “আপনাদের কাছে দেওয়া আমাদের প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের জন্য সমর্থন ও সহযোগিতা চাই।” তিনি গারো, হাজং, ক্ষত্রিয়, সাঁওতাল, মালো, খাসিয়া ও মনিপুরিসহ সমতলের সকল জাতিগোষ্ঠীর প্রতিনিধিদের ধন্যবাদ জানান।
তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে তার আমলে ময়মনসিংহ অঞ্চলের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর আলোচনার স্মৃতি তুলে ধরেন। তিনি স্মরণ করিয়ে দেন যে, ১৯৭৬-৭৭ সালে এসব ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সদস্যরা জিয়াউর রহমানের সঙ্গে একাধিকবার আলোচনার মাধ্যমে তাদের বিভিন্ন দাবি সফল করেছিলেন। সেই সময় জিয়াউর রহমান বিরিশিরি কালচারাল একাডেমি প্রতিষ্ঠা করেছিলেন এবং ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনও গঠন করেন। তিনি আরও জানান, ক্ষুদ্র জাতিগোষ্ঠীর শিক্ষার্থীদের জন্য ছাত্র হোস্টেল, উচ্চ শিক্ষার ব্যবস্থা এবং সরকারি চাকরিতে প্রবেশের সুযোগও জিয়াউর রহমান করে দিয়েছিলেন। তার মতে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর একটি নিবিড় সম্পর্ক গড়ে উঠেছিল।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, যারা বাংলাদেশের বৈধ নাগরিক, তাদের প্রথম ও প্রধান পরিচয় হলো ‘বাংলাদেশি’। তিনি বলেন, “বিএনপি বিশ্বাস করে বাংলাদেশ শুধু বাঙালির নয়, এটি ভিন্ন ভাষাভাষী ক্ষুদ্র নৃগোষ্ঠী ও বৈধভাবে বসবাসকারী সবার।” একটি ঐক্যবদ্ধ জাতি গঠনের কথা জানিয়ে তিনি বলেন, “সকলের অধিকার সমুন্নত রাখার পাশাপাশি ভাষা, সংস্কৃতি ও ধর্মকে সমুন্নত রাখতে জাতীয় সংসদ থেকে শুরু করে জাতীয় ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন কমিটিতে যোগ্য নেতাদের বিএনপিতে স্থান দেওয়া হবে।” এছাড়াও, শিক্ষা ও সংস্কৃতির জন্য বিভিন্ন ট্রাস্ট গঠন এবং নারী উদ্যোক্তাদের জন্য ব্যাংক লোনের ব্যবস্থাসহ নানা সুযোগ-সুবিধা দেওয়ার চিন্তাভাবনা রয়েছে বলেও জানান তিনি।
সরকারি চাকরিতে নিয়োগের বিষয়ে তারেক রহমান বলেন, “ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সদস্যদের জন্য প্রত্যয়নপত্রসহ বিভিন্ন কাগজপত্র সংগ্রহ করা অত্যন্ত জটিল। বিএনপি ক্ষমতায় গেলে সরকারি চাকরিতে প্রবেশের প্রক্রিয়া কীভাবে আরও সহজ করা যায়, সে ব্যাপারে চিন্তা ভাবনা করবে।”
তিনি বিএনপি ঘোষিত ৩১ দফার ১৬তম দফার কথা মনে করিয়ে দিয়ে বলেন, “দল, মত, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে পাহাড়ে ও সমতলে বসবাসকারী সকল জাতিগোষ্ঠীর সব নাগরিক ও ধর্মীয় অধিকার এবং সম্পদের নিরাপত্তা বিধানে সর্বোচ্চ প্রচেষ্টা গ্রহণ করা হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “ভয়াবহ ও দানবীয় শেখ হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। এখন প্রতিটি নাগরিকের সমান অধিকার নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব।” তিনি বলেন, “ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং জাতিগোষ্ঠীর কাউকে সংখ্যালঘু বা সংখ্যাগুরু বলা যাবে না। আমরা সবাই বাংলাদেশি। তারেক রহমানের দেওয়া ৩১ দফায় বাংলাদেশের সকল শ্রেণি-পেশা ও ধর্ম-বর্ণের মানুষের কথা বলা হয়েছে। আমরা সে লক্ষ্য বাস্তবায়নে কাজ করছি।”
এই সমাবেশটি বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের কেন্দ্রীয় সভাপতি মৃগেন হাগিদগের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শুরুর আগে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর একদল তরুণ শিল্পী মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৃত্য পরিবেশন করেন।
/আশিক
পাগলা মসজিদের দানবাক্স খুলতেই ৩২ বস্তা টাকা, এবার রেকর্ড ভাঙার আশা
কিশোরগঞ্জ শহরের ঐতিহাসিক পাগলা মসজিদের ১৩টি দানবাক্স চার মাস ১৮ দিন পর খোলা হয়েছে। এতে পাওয়া গেছে ৩২ বস্তা টাকা। মসজিদ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক ফৌজিয়া খান এবং পুলিশ সুপার মো. হাছান চৌধুরীর উপস্থিতিতে আজ শনিবার সকাল সাড়ে ৭টায় দানবাক্সগুলো খোলা হয়। এরপর টাকাভর্তি বস্তাগুলো মসজিদের দোতলায় নিয়ে গণনা শুরু হয়েছে।
এর আগে গত ১২ এপ্রিল ১১টি দানবাক্স থেকে ২৮ বস্তা টাকা গণনা করে রেকর্ড ৯ কোটি ১৭ লাখ ৮০ হাজার ৬৮৭ টাকা পাওয়া গিয়েছিল। তখন বেশ কিছু বিদেশি মুদ্রা, সোনা-রূপার অলঙ্কার এবং মনোবাসনা পূরণের আকুতি জানানো অসংখ্য চিরকুট পাওয়া গিয়েছিল। এবারও সেই একই ধরনের চিরকুট পাওয়া গেছে। মসজিদ কর্তৃপক্ষের আশা, এবার টাকার পরিমাণ আগের সব রেকর্ড ছাড়িয়ে যাবে।
অনলাইন ও অন্যান্য অনুদান
গত ৪ জুলাই থেকে ভক্তদের জন্য একটি ডোনেশন ওয়েবসাইটও চালু করা হয়েছে। জেলা প্রশাসক জানান, শুক্রবার পর্যন্ত সেই ওয়েবসাইটের মাধ্যমে ৫ লাখ ৩০ হাজার টাকা অনুদান পাওয়া গেছে। দানবাক্স ও ওয়েবসাইটের মাধ্যমে পাওয়া এসব টাকা রূপালী ব্যাংকে মসজিদের হিসাবে জমা রাখা হয়। জনগণের দাবির পরিপ্রেক্ষিতে অনুদানের জন্য একটি বাংলা ওয়েবসাইটও খোলা হবে।
টাকা গণনার কাজে দু’টি মাদ্রাসার ছাত্র-শিক্ষক এবং রূপালী ব্যাংকের স্টাফসহ মোট ৪১০ জন মানুষ অংশ নিয়েছেন। তারা টাকাগুলো মূল্যমান অনুযায়ী আলাদা করছেন এবং ব্যাংকের কাউন্টিং মেশিনে গণনা করে ১০০টির পৃথক বান্ডেল তৈরি করছেন।
জেলা প্রশাসক ফৌজিয়া খান জানান, প্রতি তিন মাস পরপর দানবাক্স খোলার নিয়ম থাকলেও এইচএসসি পরীক্ষাসহ নানা কারণে এবার চার মাস ১৮ দিন পর বাক্সগুলো খোলা হলো। তিনি আরও জানান, দানবাক্সের বাইরেও মানতকারীরা বিভিন্ন গবাদি পশু, হাঁস-মুরগি, কবুতর, দুধ এবং শাকসবজিও দান করেন। এগুলো প্রতিদিন বিকেলে উন্মুক্ত নিলামে বিক্রি করে মসজিদের ব্যাংক হিসাবে জমা রাখা হয়।
মসজিদের ভবিষ্যৎ পরিকল্পনা
জেলা প্রশাসক জানান, এখন পর্যন্ত মসজিদের ব্যাংক হিসাবে প্রায় ৯১ কোটি টাকা জমা আছে। পাগলা মসজিদের সাড়ে ৫ একর জায়গার পাশাপাশি আরও কিছু জায়গা কেনা হবে। এখানে একটি ১০ তলা মাল্টিপারপাস মসজিদ কমপ্লেক্স নির্মাণ করা হবে এবং এর ডিজাইন করার জন্য বুয়েটের একটি বিশেষজ্ঞ দলকে দায়িত্ব দেওয়া হয়েছে।
/আশিক
শিবচরে ৪ বাসের ভয়ংকর সংঘর্ষ, অচল হয়ে পড়েছে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে
মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে চারটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। এই দুর্ঘটনার ফলে ঢাকামুখী লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়। শনিবার (৩০ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে মাদারীপুরের শিবচরের পাঁচ্চর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, ফরিদপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পাঁচ্চর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারের ওপর উঠে যায়। এতে প্রথমে ৫ জন আহত হন।
এরপর গোল্ডেন লাইন পরিবহনকে পেছন থেকে আরও তিনটি যাত্রীবাহী বাস পর পর ধাক্কা দেয়। এতে আরও ২০ জন আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করে। চারটি বাসের সংঘর্ষের পর এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়।
শিবচর হাইওয়ে থানার সার্জেন্ট সবুজ মিঞা জানান, হাইওয়ে পুলিশের সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।
/আশিক
খুঁটির সঙ্গে বেঁধে বৃদ্ধকে পেটালেন বিএনপি নেতা
সাতক্ষীরার তালায় চুক্তি ভঙ্গ করে জমি বিক্রির অভিযোগ তুলে ভবেন্দ্র দাস (৫৯) নামে এক ব্যক্তিকে খুঁটির সঙ্গে বেঁধে মারধর করা হয়েছে। শুক্রবার (২৯ আগস্ট) সকালে উপজেলার খেশরা ইউনিয়নের বালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ভবেন্দ্র দাস এই ঘটনার জন্য খেশরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আহাদ গাজীর বিরুদ্ধে অভিযোগ করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রায় তিন মাস আগে তালার শ্রীমন্তকাটি গ্রামের ভবেন্দ্র দাস তার সাড়ে ৯ শতাংশ জমি ৬৮ হাজার টাকায় আব্দুল আহাদের কাছে বিক্রি করার জন্য চুক্তি করেছিলেন। জমির মূল্য বাবদ আহাদ তাকে কয়েক দফায় মোট ২৫ হাজার টাকা পরিশোধও করেছিলেন। কিন্তু নির্ধারিত সময়ে আহাদ বাকি টাকা দিতে না পারায় গত ৭ আগস্ট ভবেন্দ্র দাস ওই জমিটি দ্বিগুণ দামে বালিয়া গ্রামের হারুন নামে অন্য একজনের কাছে বিক্রি করে দেন।
জমি বিক্রির খবর জানতে পেরে শুক্রবার সকালে আহাদ ভবেন্দ্রকে তার বাড়িতে ডেকে পাঠান। ভবেন্দ্র দাস বলেন, সকাল ৭টার দিকে তিনি আহাদের বাড়িতে গেলে তাদের মধ্যে প্রথমে তর্কাতর্কি হয়। একপর্যায়ে আহাদ তাকে খুঁটির সঙ্গে পিছমোড়া করে বেঁধে মারধর করেন এবং সকাল ৭টা থেকে বেলা ১১টা পর্যন্ত তাকে বেঁধে রাখেন।
পরে ভবেন্দ্র দাসের ভাতিজা স্বপন দাস ঘটনাস্থলে গিয়ে ২৫ হাজার টাকার মধ্যে ১৭ হাজার টাকা পরিশোধ করেন এবং বাকি ৮ হাজার টাকা পরে পরিশোধ করার প্রতিশ্রুতি দিলে ভবেন্দ্রকে ছেড়ে দেওয়া হয়।
অভিযুক্ত ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আহাদ গাজী বলেন, “ভবেন্দ্র দাস আমার সঙ্গে চুক্তি করেও জমি লিখে দিতে টালবাহানা করছিলেন। পরে গোপনে অন্যের কাছে বিক্রি করে দেন। খবর পেয়ে তাকে ডাকা হয়। তবে ঘটনা জানাজানি হলে এলাকাবাসী তাকে রশি দিয়ে বেঁধে রাখে।” তিনি বলেন, “এ ঘটনায় আমিও ভুল করেছি। আমার অন্যায় হয়েছে।”
তালা থানার খেশরা পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মনজুরুল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
/আশিক
যানজট নিরসনে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল চালু হচ্ছে আজ
ঢাকার হাইকোর্ট মোড় থেকে বিমানবন্দর পর্যন্ত মোট ২২টি ইন্টারসেকশনের মধ্যে সাতটিতে আজ থেকে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা চালু করা হচ্ছে। এই সাতটি সিগন্যাল হলো শিক্ষা ভবন থেকে বিমানবন্দর পর্যন্ত। এই ব্যবস্থা আগামী দুই সপ্তাহের জন্য পরীক্ষামূলকভাবে চালু থাকবে।
গত বৃহস্পতিবার (২৮ আগস্ট) ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন সভাপতিত্ব করেন। এই স্বয়ংক্রিয় সিগন্যাল স্থাপন ও পাইলটিং কার্যক্রম পরিচালনার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
ডিটিসিএ জানিয়েছে, পাইলটিং কার্যক্রম চলাকালীন লিফলেট ও টেলিভিশন প্রচারের মাধ্যমে পথচারী ও চালকদের সচেতন করা হবে। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের অর্থায়নে এই সিগন্যালগুলো স্থাপন করা হচ্ছে এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর বাস্তবায়নে কাজ করছে।
উল্লেখ্য, ঢাকা শহরের যানজট নিরসনের জন্য ২২টি মোড়ে দেশীয় প্রযুক্তিতে তৈরি ট্রাফিক সিগন্যাল বাতি বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল গত বছরের অক্টোবরে। এর অংশ হিসেবে প্রথমে চারটি মোড়ে একটি পাইলট প্রকল্প শুরু করার কথা ছিল। কিন্তু ১০ মাস পরেও তা বাস্তবায়িত হয়নি। অবশেষে ডিটিসিএ সেই পাইলটিং কার্যক্রম শুরু করতে যাচ্ছে।
/আশিক
নুরের ওপর হামলার প্রতিবাদে ময়মনসিংহে জাতীয় পার্টির কার্যালয় ভাঙচুর
গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে দলটির নেতাকর্মীরা। এই বিক্ষোভ মিছিল থেকে ঈশ্বরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির কার্যালয় ভাঙচুর করা হয়েছে।
শুক্রবার (২৯ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে পৌর শহরে গণ অধিকার পরিষদের বিক্ষোভ মিছিল শেষে এই ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ওই রাতে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক জিয়াউর রহমানের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ঈশ্বরগঞ্জ সরকারি কলেজের সামনে থেকে শুরু হয়ে উপজেলা পরিষদ প্রদক্ষিণ করে এবং আবার কলেজের সামনে এসে শেষ হয়। মিছিল শেষে বিক্ষুব্ধ নেতাকর্মীরা উপজেলা জাতীয় পার্টির কার্যালয়ের সামনে থাকা সাইনবোর্ডটি ভাঙচুর করেন।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান বলেন, নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল করেছেন। জাতীয় পার্টির অফিসের সামনে থাকা সাইনবোর্ড ভাঙচুর করা হয়। এ বিষয়ে থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বিক্ষোভ মিছিল থেকে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা ঘোষণা দেন, অবিলম্বে দোষীদের আইনের আওতায় আনা না হলে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
মিছিলে ময়মনসিংহ জেলা গণ অধিকার পরিষদের দপ্তর সম্পাদক কাঞ্চন আহমেদ, ময়মনসিংহ মহানগর গণ অধিকার পরিষদের প্রস্তাবিত সাধারণ সম্পাদক মাহবুবুল আলম, জেলা যুব অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক আমির খান, ঈশ্বরগঞ্জ উপজেলা গণ অধিকার পরিষদের সভাপতি আল-আমিন, সাধারণ সম্পাদক আসাদুল্লাহসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
/আশিক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৪ প্রতিনিধির ছাত্রদলে যোগদান
বরগুনার আমতলীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চারজন প্রতিনিধি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন। বুধবার (২৭ আগস্ট) আমতলী উপজেলা বিএনপির কার্যালয়ে উপস্থিত হয়ে তারা ছাত্রদলের নেতাদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে দলটিতে যোগ দেন।
যোগদানকারী ছাত্র প্রতিনিধিরা হলেন—মো. নাসিম মাহমুদ, ইমামুল হাসান আশিক, মো. রেদোয়ান মৃধা এবং আব্দুল্লাহ আল নোমান। এই প্রসঙ্গে তারা বলেন, “আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে যোগদানের সিদ্ধান্ত নিয়েছি।”
এ সময় আমতলী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. হেলাল চৌকিদার, সদস্যসচিব মো. ইমরান খানসহ উপজেলা ও কলেজ শাখার ছাত্রদলের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। আমতলী উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মো. ইমরান খান বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একটি সুশৃঙ্খল, আদর্শভিত্তিক ও নীতিনিষ্ঠ ছাত্রসংগঠন। গণতন্ত্র, জাতীয়তা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ছাত্রদল সবসময় আপসহীন। দেশের ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তুলতে ছাত্রদল নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও করবে।”
/আশিক
বিকেলে ব্যাংকে ঢুকে লুকিয়ে ছিল যুবক, রাতে ডাকাতির চেষ্টার সময় আটক
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক শাখায় ডাকাতির চেষ্টার সময় সহিদুল হক (২৮) নামের এক যুবককে স্থানীয়দের সহায়তায় আটক করেছে পুলিশ। বুধবার (২৭ আগস্ট) রাতে উপজেলার ভজনপুর বাজারে এ ঘটনা ঘটে। স্থানীয়দের ধারণা, বিকেলে ওই যুবক ব্যাংকে ঢুকে লুকিয়ে ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাতে ব্যাংকের নাইটগার্ড রাতের খাবারের জন্য বাইরে গেলে হঠাৎ ব্যাংকের ভেতরে আলো ও শব্দ দেখতে পান। সন্দেহ হলে তিনি ব্যাংক ম্যানেজার ও স্থানীয়দের খবর দেন। পরে স্থানীয়দের সহায়তায় ব্যাংকের ভেতরে প্রবেশ করে সহিদুলকে আটক করা হয়। এ সময় তার কাছে থাকা একটি ব্যাগ থেকে ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়। একই সঙ্গে ব্যাংকের ভল্টে ডাকাতির চেষ্টার চিহ্ন দেখতে পাওয়া যায়।
ব্যাংকের প্রহরী আনিস বলেন, “রাতে হঠাৎ ব্যাংকের ভেতর আলো জ্বলতে ও কিছু একটা শব্দ আসতে দেখেছিলাম। আমি একা ভেতরে যেতে সাহস পাইনি। তাই ম্যানেজারসহ স্থানীয়দের ডেকে আনি। পরে সবাই মিলে ভেতরে গিয়ে ওই ডাকাতকে দেখতে পাই।”
স্থানীয় ইউপি সদস্য তবিবর রহমান বলেন, “আটক হওয়া যুবক সম্ভবত বিকেলে ব্যাংকে এসে লুকিয়ে ছিল এবং রাতে সবাই বের হওয়ার পর ডাকাতির চেষ্টা করে।”
তেঁতুলিয়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) আসাদ ডাকাতির চেষ্টার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং এ বিষয়ে তদন্তসহ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পাঠকের মতামত:
- ব্ল্যাকহেড্স দূর করার ঘরোয়া উপায়: মাত্র দুটি জিনিস লাগবে
- মা-মেয়েকে অজ্ঞান করতে গিয়ে ধরা, নিজ জুসেই বেহুঁশ অজ্ঞান পার্টির সদস্য
- শরিয়াহবিরোধী,আখ্যায় আফগানিস্তানে নারীদের বিউটি পার্লার বন্ধে কঠোর অবস্থান
- টি-টোয়েন্টিতে সাকিবের রেকর্ড ছুঁলেন লিটন, বাংলাদেশের সহজ জয়
- রংপুরে চাপা উত্তেজনা: জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদ মুখোমুখি
- নুরের পাশে জামায়াত: ঢাকা মেডিকেলে তাহেরের নেতৃত্বে প্রতিনিধিদল
- খালেদা জিয়া ও তারেক রহমান অংশ নেবেন ফেব্রুয়ারির নির্বাচনে
- শঙ্কামুক্ত নন: নুরকে আরও ৩৬ ঘণ্টা আইসিইউতে রাখার সিদ্ধান্ত চিকিৎসকদের
- ট্রাম্পের মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে, কী বলছে হোয়াইট হাউস?
- নেদারল্যান্ডসকে ১৩৬ রানে আটকে দিল টাইগাররা
- সবার সক্রিয় সমর্থন চাই: ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কাছে তারেক রহমানের আহ্বান
- কড়া বার্তা অন্তর্বর্তী সরকারের
- সংসদ ভবনে আগুন দিল বিক্ষোভকারীরা
- এক মঞ্চে মামুনুল-চরমোনাই পীর: নির্বাচন ও জুলাই সনদ নিয়ে কঠোর বার্তা
- অ্যাপলের নতুন চমক: আইফোন ১৭ সিরিজ আসছে, কী থাকছে নতুন ফোনে?
- পাগলা মসজিদের দানবাক্স খুলতেই ৩২ বস্তা টাকা, এবার রেকর্ড ভাঙার আশা
- ভারত আমাদের হাত বেঁধে, মুখ ঢেকে বন্দীদের মতো করে নিয়ে যায়—এরপর সমুদ্রে ফেলে দেয়
- শিবচরে ৪ বাসের ভয়ংকর সংঘর্ষ, অচল হয়ে পড়েছে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে
- খুঁটির সঙ্গে বেঁধে বৃদ্ধকে পেটালেন বিএনপি নেতা
- নাকের হাড় ভেঙেছে নুরের, অবস্থা স্থিতিশীল: ঢামেক পরিচালক
- স্বর্ণের দামে স্বস্তি নেই: ফের বাড়ল দাম, নতুন মূল্য কার্যকর আজ থেকে
- যানজট নিরসনে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল চালু হচ্ছে আজ
- ঐতিহাসিক রায়ে ট্রাম্পের বৈশ্বিক শুল্ক অবৈধ ঘোষণা
- নিজের আমলের ফল নিজেই ভোগ করবে মানুষ: হাদিসে কুদসীর শিক্ষা
- গ্ল্যামারাস রূপে হানিয়া আমির, নতুন লুকে মুগ্ধ ভক্তরা
- এশিয়া কাপের প্রস্তুতি: আজ নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
- কালো হাত ভেঙে দেওয়া হবে: নুরের ওপর হামলা নিয়ে সারজিস আলমের হুঁশিয়ারি
- নুরের ওপর হামলার প্রতিবাদে ময়মনসিংহে জাতীয় পার্টির কার্যালয় ভাঙচুর
- চিয়া বীজ কি সবার জন্য নিরাপদ? জেনে নিন কাদের জন্য এটি বিপজ্জনক
- জ্ঞান ফিরেছে নুরুল হক নুরের
- নুরের ওপর হামলা,ভারতের মদতে আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা: হাসনাত
- বিএনপির সঙ্গে বরফ না গলায় ছয় দল নিয়ে এগোচ্ছে জামায়াত
- নুরের ওপর হামলার আইনি তদন্তের আহ্বান তারেক রহমানের
- আর মানবিক মূল্যবোধ উপেক্ষা নয়: ইসরায়েলের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত তুরস্কের
- আইসিইউতে নুরুল হক নুরের অবস্থা আশঙ্কাজনক
- ই-কমার্স খাতে শৃঙ্খলা আনতে কঠোর আইন: অনলাইনে মিথ্যা তথ্য দিলেই কারাদণ্ড
- কাকরাইলে সংঘর্ষে রক্তাক্ত নুর, উত্তপ্ত রাজনীতি: এনসিপির বিক্ষোভ কর্মসূচির ঘোষণা
- দিল্লিতে হাসিনা–এস আলম গোপন বৈঠকে অর্থায়ন, প্রোপাগান্ডা ও অস্থিতিশীলতার কৌশল!
- "জাতীয় নাগরিক পার্টি আসলে ইউনূসের দল, জামায়াতই দেশ চালাচ্ছে"
- মসজিদে প্রবেশের আগে যে ছোট কাজটি আনতে পারে রহমত
- কেন প্রতিদিন লেখার চর্চা আপনাকে করে তুলতে পারে আলাদা? জানুন কিভাবে
- কেন আমরা সিদ্ধান্তহীনতায় ভুগি- মনোবিজ্ঞান বলছে ভিন্ন কথা
- শেয়ারবাজারের সাপ্তাহিক বিশ্লেষণ
- সবজির পর এবার অন্য যেসব খাতে আগুন
- আসন্ন নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনারের অভূতপূর্ব মন্তব্য
- নকলায় বিএনপি থেকে জামায়াতে যোগ ২৪ নেতা-কর্মীর
- নদী ভাঙন রোধে কী পরিকল্পনা জানালেন বিএনপির সম্ভাব্য প্রার্থী
- স্বাধীনতা দিবসে সব নাগরিককে নগদ অর্থ দেবে সরকার
- নিহত গাজা সাংবাদিকের চিঠি পড়ে কেঁদে ফেললেন জাতিসংঘে আলজেরিয়ার রাষ্ট্রদূত
- গাজা উপত্যকায় রাতভর তাণ্ডব
- ডিএসই প্রকাশ করল নতুন মার্জিন ঋণযোগ্য সিকিউরিটিজ তালিকা
- মাহাথির মোহাম্মদ ও মালয়েশিয়ার অর্থনৈতিক রূপান্তর: নীতি, সংস্কার ও উত্তরাধিকার
- "জাতীয় নাগরিক পার্টি আসলে ইউনূসের দল, জামায়াতই দেশ চালাচ্ছে"
- অমীমাংসিত ইস্যু সরকারের বিষয়, মুসলিম বিশ্বের ঐক্য শক্তিশালী করার আহ্বান জামায়াতের
- পাকিস্তানের সঙ্গে সম্পর্ক নতুনভাবে ভাবতে চায় এনসিপি, ৭১-এর অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান
- ২৭ আগস্ট ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ২৬ আগস্ট ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশ শেয়ার
- জ্ঞান ফিরেছে নুরুল হক নুরের
- ২৭ আগস্টের বন্ড মার্কেট আপডেট: কিছু বন্ডে দরপতন, বেশিরভাগই স্থবির
- মুক্তিযুদ্ধের নাম কি তবে ‘৭১ ডিল’: মেহের আফরোজ শাওন
- ২৬ আগস্ট শেয়ারবাজারে দরপতনের শীর্ষ ১০ শেয়ার
- জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া বিপ্লব অসম্পূর্ণ: ডা. তাহের
- ২৫ আগস্ট ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশ শেয়ার
- নাইজেরিয়ার বাজারে ডেরিকা: টমেটো পেস্ট থেকে মাপের এককে রূপান্তরের গল্প
- ২৪ আগস্ট ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশ শেয়ার