সরকারি কর্মচারীদের আন্দোলন একদিনের জন্য স্থগিত

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ২৭ ১৭:৩৬:২৪
সরকারি কর্মচারীদের আন্দোলন একদিনের জন্য স্থগিত

সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ বাতিলের দাবিতে চলমান আন্দোলন বুধবারের জন্য স্থগিত করেছে সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। মঙ্গলবার ভূমি মন্ত্রণালয়ে একাধিক সচিবের সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।

আন্দোলনকারীদের নেতা নুরুল ইসলাম জানান, তারা কোনো সংশোধন চান না, বরং পুরো আইনটি বাতিলের দাবি জানিয়েছেন। সরকারের সিদ্ধান্তের জন্য একদিন সময় দিয়ে বুধবারের কর্মসূচি স্থগিত রাখা হয়েছে।

অন্য এক নেতা বাদিউল কবীর বলেন, সরকার যদি আইন বাতিল না করে, তবে পরবর্তীতে কঠোর কর্মসূচির দিকে যাবে আন্দোলনকারীরা।

ভূমি সচিব এ এস এম সালেহ আহমেদ জানিয়েছেন, আন্দোলনকারীরা আইনটির ধারা '৩৭ক' নিয়ে উদ্বিগ্ন এবং এটি অপব্যবহারের আশঙ্কা করছেন। তাদের দাবি কেবিনেট সচিবকে জানানো হবে। বুধবার সকালের মধ্যে বিষয়টি সরকারের উচ্চ পর্যায়ে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

এর আগে সকালে কেবিনেট সচিব জরুরি বৈঠক করেন এবং আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার সিদ্ধান্ত হয়। দুপুর ২টায় ভূমি, গৃহায়ন, পরিসংখ্যান, স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া সচিবরা আন্দোলনকারীদের সঙ্গে প্রায় দুই ঘণ্টা বৈঠক করেন।

বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদ অধ্যাদেশ আকারে আইন সংশোধনের প্রস্তাবে সম্মতি দেয়। এরপর রাষ্ট্রপতির অনুমোদনের মাধ্যমে রোববার তা জারি করা হয়।নতুন ধারা ‘৩৭ক’ অনুযায়ী, শৃঙ্খলা ভঙ্গ, কর্মবিরতি, উসকানি, অন্য কর্মচারীদের কাজে বাধা দেওয়া ইত্যাদি অপরাধ হিসেবে বিবেচিত হবে এবং অভিযুক্তদের চাকরিচ্যুত, পদাবনতি কিংবা বরখাস্ত করার ক্ষমতা থাকবে নিয়োগকারী কর্তৃপক্ষের হাতে।

তারা এটিকে "নিবর্তনমূলক কালো আইন" বলে আখ্যা দিয়ে বাতিলের দাবিতে সচিবালয়ের ভেতরে ও বাইরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।মঙ্গলবার সচিবালয়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। গণমাধ্যমকর্মীদের প্রবেশেও বিধিনিষেধ আরোপ করা হয়।

এদিকে ‘ফ্যাসিবাদ উৎখাতযাত্রা’ নামক কর্মসূচির অংশ হিসেবে জুলাই মঞ্চ সচিবালয়ের উল্টো দিকের ফুটপাথে অবস্থান নিয়েছে।তারা ৪৪ জন উচ্চপদস্থ আমলার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে ছবি ও নাম প্রকাশ করে অপসারণের দাবি জানিয়েছে।

বুধবার সচিবদের আলোচনার পর সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। আন্দোলনকারীরা জানিয়েছেন, সরকারের প্রতিক্রিয়ার ভিত্তিতে তারা পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্যযুদ্ধ: বৈশ্বিক অর্থনীতি এবং ভবিষ্যৎ প্রতিযোগিতা

চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্যযুদ্ধ: বৈশ্বিক অর্থনীতি এবং ভবিষ্যৎ প্রতিযোগিতা

বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তন আসছে, এবং এই পরিবর্তনটির মূল কেন্দ্রবিন্দু হিসেবে দাঁড়িয়ে আছে চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান বাণিজ্যযুদ্ধ।... বিস্তারিত