হজে বাংলাদেশের ৬৫ হাজারের বেশি যাত্রী সৌদি আরবে পৌঁছেছেন

চলতি বছরের হজ কার্যক্রমে অংশ নিতে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৬৫ হাজার ৯৪৩ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। মঙ্গলবার (২৭ মে) দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত এই তথ্য নিশ্চিত করেছে হজ হেল্প ডেস্ক, যা এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন, হজ অফিস ঢাকা ও সৌদি আরব থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রকাশ করা হয়েছে।
হজযাত্রীদের পরিবহনে এ পর্যন্ত ১৭১টি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করেছে ৮৯টি, সৌদি এয়ারলাইন্স ৬১টি এবং ফ্লাইনাস ২১টি ফ্লাইট। সরকারি ব্যবস্থাপনায় এখন পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন ৪ হাজার ৫৮৩ জন, আর বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৬১ হাজার ৩৬০ জন হজযাত্রী।
এ বছর হজ পালনের জন্য মোট ৮৬ হাজার ৯৪৩টি ভিসা ইস্যু করা হয়েছে। সরকারি ব্যবস্থাপনায় হজে যাচ্ছেন ৫ হাজার ২০০ জন, আর বাকি ৮১ হাজার ৯০০ জন যাবেন বেসরকারি ব্যবস্থাপনায়।
হজযাত্রার শুরু হয় গত ২৯ এপ্রিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ডেডিকেটেড ফ্লাইটের মাধ্যমে, যেখানে ৩৯৮ জন হজযাত্রী সৌদি আরব গমন করেন। হজ ফ্লাইট চলবে ৩১ মে পর্যন্ত। ফিরতি ফ্লাইট শুরু হবে ১০ জুন এবং শেষ হবে ১০ জুলাই।
এদিকে, সৌদি আরবে হজ করতে গিয়ে এখন পর্যন্ত মারা গেছেন ১১ জন হজযাত্রী, যাদের মধ্যে ১০ জন পুরুষ ও একজন নারী। তারা হলেন:
- হাফেজ উদ্দিন (৭৩), বকশীগঞ্জ, জামালপুর
- খলিলুর রহমান, রাজবাড়ী
- মো. ফরিদুজ্জামান, কিশোরগঞ্জ
- আল হামিদা বানু, পঞ্চগড়
- মো. শাহজাহান কবীর, মোহাম্মদপুর, ঢাকা
- ফয়েজ উদ্দীন (৭২), নীলফামারী
- অহিদুর রহমান (৭২), সন্দ্বীপ, চট্টগ্রাম
- জয়নাল হোসেন (৬০), গাজীপুর সদর
- আব্দুল হান্নান মোল্লা (৬৩), মতলব, চাঁদপুর
- সাহেব উদ্দীন (৬৯), পীরগঞ্জ, রংপুর
- বশির হোসেন (৭৪), কচুয়া, চাঁদপুর
এছাড়া সৌদি আরবে চিকিৎসা নিয়েছেন মোট ১১৮ জন হজযাত্রী, যাদের মধ্যে বর্তমানে ৩৬ জন সৌদি সরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন অনুষ্ঠিত হতে পারে পবিত্র হজ। এ বছর হজে অংশ নিচ্ছে বাংলাদেশের ৭০টি অনুমোদিত হজ এজেন্সি।
সাজ্জাদ, নিজস্ব প্রতিবেদক
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে গেম্বলারদের দৌরাত্ম্য: আস্থা ফেরাতে চাই কঠোর শাস্তি ও কাঠামোগত সংস্কার
- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ঈদের দীর্ঘ ছুটি, চালু থাকবে জরুরি সেবা
- বাংলাদেশে সেনা-সরকার উত্তেজনা ও ‘কু’ এর গুঞ্জন: নেপথ্যে কি?
- নতুন রাজনৈতিক সমীকরণে কারা টিকে থাকবে, কারা হারিয়ে যাবে?
- সেনাপ্রধানের বক্তব্য, জুলকারনাইন তাতে যা বললেন!
- নাহিদের স্পষ্ট বার্তা: এনসিপিতে নেই দুই উপদেষ্টা আসিফ ও মাহফুজ
- তারকা পরিচিতি: রক্ষাকবচ না কি সমাজবিমুখ অব্যাহতি?
- বিএনপির সালাউদ্দিনকে নিয়ে কি লিখলেন প্রেস সচিব শফিকুল?
- বাংলাদেশে আন্তর্বর্তী সরকারের পদক্ষেপে মৌলিক অধিকার হুমকিতে
- সড়ক দুর্ঘটনায় সেনা কর্মকর্তা নিহত
- মুহাম্মদ ইউনূস প্রশাসনের ভবিষ্যৎ কেন অনিশ্চিত
- ডিসেম্বরে নির্বাচন চান সেনাপ্রধান
- "ড. মুহাম্মদ ইউনূসের প্রতি সব রাজনৈতিক দল অকুণ্ঠ সমর্থন জানিয়েছে"
- তিন মাসে ১.১৮ লাখ কোটি টাকার মূলধন ঘাটতি, দেউলিয়াত্বের পথে ২০ ব্যাংক
- স্টারলিংক চালু, সরকারের দ্রুত সিদ্ধান্তের নেপথ্যে কি?