মোংলা বন্দরে "এমভি সেঁজুতি" জাহাজে ডাকাতি

বাগেরহাটের মোংলা সমুদ্রবন্দরে বাংলাদেশের পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার (২৬ মে) ভোররাতে ঘটে যাওয়া এই ঘটনায় অস্ত্রধারী ১৪ সদস্যের একটি ডাকাত দল তিন ঘণ্টা ধরে তাণ্ডব চালিয়ে প্রায় ৫০ লাখ টাকার মালামাল লুট করে নেয়। এ সময় ডাকাতদের হামলায় আহত হয়েছেন অন্তত তিন নাবিক।
ডাকাতির শিকার ‘এমভি সেঁজুতি’ নামের এই বাণিজ্যিক জাহাজটি বাংলাদেশি প্রতিষ্ঠান পিএনএন শিপিং লাইন্সের মালিকানাধীন। জাহাজটি ভারত থেকে পাথরবোঝাই করে গত বছরের ২২ জুন মোংলা বন্দরে আসে। তবে পাথর খালাস শেষে যান্ত্রিক ত্রুটির কারণে এটি এক বছর ধরে বন্দর চ্যানেলের বেসক্রিক এলাকায় নোঙর করে রাখা হয়।
জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট আল সাফা শিপিং লাইন্স–এর খুলনার ম্যানেজার শরিফ জাহাদুল করিম অমিত জানান, “এর আগেও জাহাজটিতে দুবার ডাকাতি হয়েছে। প্রতিবারই আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়েও কোনো কার্যকর ব্যবস্থা পাইনি।”তিনি আরও বলেন, “সর্বশেষ সোমবার ভোরে ফিশিং ট্রলারে করে ১৪ জনের একটি দল দেশীয় অস্ত্রসহ জাহাজে হানা দেয়। নাবিকদের হাত-পা বেঁধে রেখে প্রায় তিন ঘণ্টা ধরে তারা লুটপাট চালায়। এমনকি জাহাজের যন্ত্রাংশ, ওয়্যার রোফ, ইঞ্জিনের বেয়ারিং, জ্বালানি তেল, ক্রুদের মোবাইল ও টাকাসহ সবকিছু নিয়ে যায়।”
তিন নাবিককে বেধড়ক মারধর করে আহত করা হয় বলে জানান তিনি। “আমরা ধারণা করছি প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে,” বলেন শরিফ জাহাদুল।
জাহাজটিতে চিফ অফিসারসহ মোট সাতজন ক্রু এবং স্টাফ ছিলেন। তাদের নিরাপত্তা প্রশ্নে উঠেছে জোরালোভাবে।
ডাকাতির বিষয়টি জানিয়ে মোংলা বন্দর কর্তৃপক্ষ, কোস্টগার্ড এবং অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থায় অভিযোগ করা হয়েছে।
এ বিষয়ে কোস্টগার্ডের সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফট্যানেন্ট কমান্ডার হারুন অর রশীদ জানান, “পশ্চিম জোনের গোয়েন্দা তৎপরতা চালু হয়েছে। ডাকাতদের গ্রেফতার ও লুণ্ঠিত মালপত্র উদ্ধারে অভিযান শুরু হয়েছে।”
মোংলা বন্দর কর্তৃপক্ষের মুখপাত্র মাকরুজ্জামান মুন্সী বলেন, “ঘটনাটি জানার পর আমরা খোঁজ নিচ্ছি। তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে গেম্বলারদের দৌরাত্ম্য: আস্থা ফেরাতে চাই কঠোর শাস্তি ও কাঠামোগত সংস্কার
- বাংলাদেশে সেনা-সরকার উত্তেজনা ও ‘কু’ এর গুঞ্জন: নেপথ্যে কি?
- নতুন রাজনৈতিক সমীকরণে কারা টিকে থাকবে, কারা হারিয়ে যাবে?
- জবি’র সাবেক অধ্যাপক আনোয়ার বেগম হত্যাচেষ্টা মামলায় সুত্রাপুরে আটক
- সেনাপ্রধানের বক্তব্য, জুলকারনাইন তাতে যা বললেন!
- তারকা পরিচিতি: রক্ষাকবচ না কি সমাজবিমুখ অব্যাহতি?
- নাহিদের স্পষ্ট বার্তা: এনসিপিতে নেই দুই উপদেষ্টা আসিফ ও মাহফুজ
- বিএনপির সালাউদ্দিনকে নিয়ে কি লিখলেন প্রেস সচিব শফিকুল?
- সড়ক দুর্ঘটনায় সেনা কর্মকর্তা নিহত
- বাংলাদেশে আন্তর্বর্তী সরকারের পদক্ষেপে মৌলিক অধিকার হুমকিতে
- মুহাম্মদ ইউনূস প্রশাসনের ভবিষ্যৎ কেন অনিশ্চিত
- ডিসেম্বরে নির্বাচন চান সেনাপ্রধান
- "ড. মুহাম্মদ ইউনূসের প্রতি সব রাজনৈতিক দল অকুণ্ঠ সমর্থন জানিয়েছে"
- জেনে নিন ঈদের ছুটিতে কোন কোন এলাকায় ব্যাংক খোলা থাকবে
- ভারত-পাকিস্তান সংঘাতের পর চীনের পুরস্কার