উপদেষ্টা আসিফকে গণতান্ত্রিক রাজনীতি প্র্যাকটিসের আহ্বান জানালেন নাছির

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ০৪ ১৭:০৬:৩৫
উপদেষ্টা আসিফকে গণতান্ত্রিক রাজনীতি প্র্যাকটিসের আহ্বান জানালেন নাছির
ছবি : কালের কণ্ঠ

ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে ছাত্রদল নেতা নাজিম উদ্দিন মাহমুদের সঙ্গে সাক্ষাৎ শেষে সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি অভিযোগ করেন, বিগত সাড়ে ১৭ বছর যারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনে সক্রিয় ছিলেন, তাদের এখন গায়ের জোরে কারাগারে পাঠানো হচ্ছে। এ ঘটনায় তিনি তীব্র নিন্দা জানান।

সোমবার (৪ আগস্ট) সকালে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নাছির উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপুসহ ছাত্রদলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

নাছির বলেন, মুরাদনগরের উপদেষ্টা আসিফ মাহমুদ সরাসরি একটি রাজনৈতিক দলে সম্পৃক্ত থেকেও তা অস্বীকার করছেন। এমন পরিস্থিতিতে তাকে গণতান্ত্রিক রাজনীতিতে ফিরে আসার আহ্বান জানান তিনি। একইসঙ্গে বলেন, "আমরা ড. ইউনূসের প্রতি অনুরোধ জানাচ্ছি—যদি আপনি তাকে উপদেষ্টা পরিষদে রাখেন, তাহলে সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হবে। কারণ আসিফ মাহমুদ মুরাদনগরে রাজনৈতিক বিভাজন তৈরি করছেন।"

উল্লেখ্য, গত ২৭ জুন কুমিল্লার মুরাদনগর থানায় পুলিশের করা একটি মামলায় জামিন না মঞ্জুর হওয়ায় বিএনপি ও অঙ্গসংগঠনের ১৩ নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়। মামলার অভিযোগে বলা হয়, গত ২৫ মার্চ থানায় হামলা এবং ছাত্র সমন্বয়ক ওবায়দুল সিদ্দিকীর ওপর হামলার ঘটনায় দুটি পৃথক মামলা দায়ের করা হয়, যাতে মোট ৩২ জনের নাম উল্লেখসহ ৭০-৮০ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করা হয়।

এই মামলায় গ্রেপ্তার হওয়া ৬ বিএনপি নেতাকর্মী পরে জামিনে মুক্তি পান, আর বাকিরা হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে কুমিল্লা দায়রা জজ আদালতে হাজির হলে তাদের জামিন নামঞ্জুর করেন ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আবেদা খাতুন।

এদিকে, ৩১ জুলাই কারাগারে থাকা অবস্থায় নাজিম উদ্দিনের মা মারা গেলে তিনি প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নেন। নাজিম উদ্দিন বর্তমানে দৈনিক নয়া দিগন্ত পত্রিকার মুরাদনগর উপজেলা প্রতিনিধি হিসেবেও কর্মরত আছেন।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ