অর্পিতা খানের জন্মদিনে ভাইজানের নতুন ঝলক

বিনোদন ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ০৪ ১৩:২৪:০৬
অর্পিতা খানের জন্মদিনে ভাইজানের নতুন ঝলক
ছবি: সংগৃহীত

বলিউডের সুপরিচিত অভিনেতা সালমান খান পরিবারের এক আনন্দঘন মুহূর্তে নতুন রূপে উপস্থিত হয়েছিলেন। সম্প্রতি তার ছোট বোন অর্পিতা খান একটি জাঁকজমকপূর্ণ জন্মদিন পার্টির আয়োজন করেছিলেন, যেখানে সালমানসহ খান পরিবারের সদস্যরা ও বলিউডের অন্যান্য গুণী তারকারা অংশগ্রহণ করেন।

রোববার রাতে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্পিতার ভাই সোহেল খান, আরবাজ খান ও তার গর্ভবতী স্ত্রী শুরা খান। এছাড়া উপস্থিত ছিলেন বলিউডের বিশিষ্ট অভিনেত্রী সোনাক্ষী সিনহা, জাহির খান, ববি দেওল ও তার স্ত্রী তানিয়া, সোনালী বেন্দ্রে, জিশান সিদ্দিকী, জেনেলিয়া দত্ত, সানি লিওন প্রমুখ। এই পার্টি ছিল খান পরিবারের ঘনিষ্ঠ বন্ধুবান্ধব এবং সেলিব্রেটিদের মিলনক্ষেত্র।

বিশেষভাবে নজর কেড়েছে সালমান খানের নতুন লুক। কালো টি-শার্ট ও কার্গো প্যান্ট পরিধান করা ভাইজানের এই চেহারা ছিল বেশ স্টাইলিশ ও আধুনিক। তাঁর সাথে যুক্ত ছিল একটি ফ্যাশনেবল বেল্ট ও বুট, আর চুলের স্টাইলও বদলানো ছিল যা তার ফিটনেস এবং নিজেকে সাজানোর প্রতি মনোযোগকে প্রতিফলিত করে। সমসাময়িক ফিটনেস রুটিনের প্রতিফলন তার এই নতুন লুকে স্পষ্ট।

অন্যদিকে, জেনেলিয়া দত্তও তার উপস্থিতিতে পার্টির পরিবেশে নতুন উজ্জ্বলতা যোগ করেন। যদিও রিতেশ দেশমুখ তার সঙ্গে দেখা না গেলেও পার্টির জমজমাট পরিবেশে তার অনুপস্থিতি তেমন একটা টের পাননি কেউ।

পার্টিতে উপস্থিত প্রত্যেকে অর্পিতার জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে পাপারাজ্জিদের সামনে পোজ দেন। ববি দেওল ও তানিয়া, সোনাক্ষী সিনহা, জাহির ইকবালসহ সবাই এই বিশেষ মুহূর্তের অংশীদার হন। এই ছবিগুলো পরে সালমান খানের ফ্যান ক্লাবের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক শেয়ার হয়, যা দর্শকদের মধ্যে উৎসাহ ও উচ্ছ্বাসের জন্ম দেয়।

সামগ্রিকভাবে, অর্পিতা খানের জন্মদিনের এই আয়োজন ছিল এক আনন্দঘন ও উজ্জ্বল পারিবারিক মিলনমেলা, যেখানে খানের পরিবারের সদস্য ও বলিউডের তারকাদের মিলন জমজমাট ভাবে উদযাপিত হলো।

-রফিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ