‘আমার মেয়ে বিজনেস এলিমেন্ট না’: পরীমণির স্পষ্ট বার্তা

বিনোদন ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ০৪ ১৯:৪৯:৪৯
‘আমার মেয়ে বিজনেস এলিমেন্ট না’: পরীমণির স্পষ্ট বার্তা

পরীমণির স্পষ্ট বার্তা: ‘আমার মেয়ে আমারই, কথায় কথায় দত্তক বলা বন্ধ করুন’

আবারও নিজের সন্তানদের ঘিরে সামাজিক মাধ্যমে চলা সমালোচনার বিরুদ্ধে প্রতিবাদ জানালেন জনপ্রিয় অভিনেত্রী পরীমণি। সম্প্রতি ‘দত্তক’ প্রসঙ্গ ঘিরে নানা কটাক্ষ ও ট্রোলের জবাবে ফেসবুকে একটি দীর্ঘ পোস্টে নিজের অবস্থান পরিস্কার করেছেন তিনি।

পোস্টে পরীমণি লেখেন, “মেয়েটা আমার। কথায় কথায় দত্তক দত্তক বলে এদের কী মজা লাগে, আমি বুঝি না।” শোবিজ তারকা হলেও ব্যক্তিগত জীবন যে একেবারে সাধারণ মানুষের মতোই—সেটি মনে করিয়ে দিয়েছেন তিনি। তার ভাষায়, “ঘরে আমি চুলে তেল মেখে রান্না করি, বাচ্চাদের খাওয়াই। শরীর খারাপ না থাকলে বা শুটিংয়ে না থাকলে তাদের সব কাজ আমিই করি।”

নিজের সন্তানকে নিয়ে সমালোচনার মুখোমুখি হয়ে পরীমণির ক্ষোভ, “কিছু অবাঞ্ছিত মানুষ আমার মেয়েকে নিয়ে খুব চিন্তিত। রীতিমতো পোস্ট করছে, আমাকে ট্যাগ করছে, বলছে ‘আপনার দত্তক মেয়েকে দেখি না আর’। ভাই, মেয়েটা আমার মেয়ে। কথায় কথায় দত্তক দত্তক বলে এদের কি আনন্দ আমি বুঝি না।”

তিনি অভিযোগ করেন, তার মেয়ের ছবি বা ভিডিও সোশ্যাল মিডিয়ায় দেখলেই কিছু মানুষ ‘দত্তক’ শব্দটি ব্যবহার করে কনটেন্ট বানাতে ব্যস্ত হয়ে পড়ে। পরীমণির হুঁশিয়ারি, “আমার মেয়ে কোনো বিজনেস এলিমেন্ট না, এটা ভালোভাবে বুঝে নেন। আমার ইচ্ছে হলে ছবি দেবো, না হলে দেবো না। এই সিম্পল কথাটা মাথায় ঢুকিয়ে ফেলুন।”

সবশেষে রসিকভাবে তিনি লিখেছেন, “আমি আমার বাচ্চাদের খালে ফালায়ে দিছি হিহিহি... খুশি? হ্যাপি ফ্রেন্ডশিপ ডে।”

বর্তমানে কাজ নিয়ে আলোচনায় না থাকলেও, পরীমণির এই পোস্ট আবারও তার ব্যক্তিগত জীবন এবং সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত নজরদারির বিষয়টি আলোচনায় এনেছে।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ