ওভাল টেস্টে রুদ্ধশ্বাস পরিস্থিতি ভাঙা কাঁধ নিয়েও মাঠে ওকস

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ০৪ ১৬:৫৬:০১
ওভাল টেস্টে রুদ্ধশ্বাস পরিস্থিতি ভাঙা কাঁধ নিয়েও মাঠে ওকস

ওভাল টেস্টে নাটকীয় মোড়: ভাঙা কাঁধে ইংল্যান্ডকে বাঁচাতে নামলেন ওকস

শেষ দিনে মাত্র ৩৫ রান দরকার ছিল ইংল্যান্ডের। হাতে ছিল ৪ উইকেট। মনে হচ্ছিল, জয়টা ধরা ছোঁয়ার মধ্যেই। কিন্তু খেলার শুরুতেই ধাক্কা খায় স্বাগতিকরা—শুরুতে পরপর ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় দলটি।

এই চাপের মধ্যেই মাঠে নামতে হয় ইনজুরিপ্রবণ অলরাউন্ডার ক্রিস ওকসকে। বাঁ কাঁধে চোট নিয়েও শেষ ব্যাটার হিসেবে নেমে যান তিনি। তাঁর সঙ্গে ক্রিজে ছিলেন গাস আটকিনসন, যিনি তখন ৮ রানে অপরাজিত ছিলেন। জয়ের জন্য তখন ইংল্যান্ডের দরকার ছিল মাত্র ১৭ রান।

ওভাল টেস্টের প্রথম দিনেই সীমানার কাছে ডাইভ দিয়ে বল ঠেকাতে গিয়ে ওকস গুরুতরভাবে কাঁধে আঘাত পান। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) জানিয়েছিল, স্ক্যান রিপোর্ট অনুযায়ী তাঁর অবস্থা এমন যে তিনি আর এই ম্যাচে অংশ নিতে পারবেন না।

তবে দলের প্রয়োজনে সব কিছু ভুলে ব্যাটিং করতে রাজি হন তিনি। চতুর্থ দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে ইংল্যান্ডের অভিজ্ঞ ব্যাটার জো রুট বলেন, ‘ক্রিস ওকস আমাদের সঙ্গে আছে। যদি দরকার পড়ে, সেও ব্যাট করতে প্রস্তুত। এমনকি জীবনের ঝুঁকি নিয়েও।’

রুটের আশা ছিল ওকসকে ব্যাট করতে নামতে হবে না। কিন্তু ভারতীয় পেসাররা খেলার শুরুতেই ইংল্যান্ডের ইনিংস ধসিয়ে দেন। ফলে, ম্যাচ বাঁচাতে মাঠে নামেন ওকস—যার কাঁধ এখনও পুরোপুরি ঠিক হয়নি।

এখন পুরো দুনিয়ার নজর ওভাল টেস্টের শেষ ঘণ্টার দিকে। ইংল্যান্ড কি পারবে ভাঙা শরীর নিয়ে লড়াই করে ম্যাচ জিতে নিতে?

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ