জুলাই সনদে স্বাক্ষর নিয়ে যা বললেন সালাহউদ্দিন আহমেদ

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ০৪ ১২:৪৪:৫৩
জুলাই সনদে স্বাক্ষর নিয়ে যা বললেন সালাহউদ্দিন আহমেদ
ছবিঃ সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন, বিএনপি যেকোনো সময় “জুলাই সনদে” স্বাক্ষর করতে প্রস্তুত রয়েছে। তিনি জানান, এই সনদের আলোকে গঠিত ছয়টি সংস্কার কমিশনের আলোচনায় ১৯টি মৌলিক বিষয়ের ওপর আলোচনা হয়েছে। এর মধ্যে ১২টি বিষয়ে সর্বসম্মত মত এসেছে, যদিও বাকি ৭টি বিষয়ে বিএনপি ‘নোট অব ডিসেন্ট’ বা ভিন্নমত দিয়েছে।

সোমবার সকালে দলীয় সূত্রের সঙ্গে আলাপকালে সালাহউদ্দিন আহমেদ এসব তথ্য জানান। তিনি বলেন, “সংস্কার কমিশনগুলোর কার্যক্রম অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। ১৯টি গুরুত্বপূর্ণ নীতিগত বিষয়ে আলোচনা হয়েছে, যার মধ্যে ১২টি বিষয়ে আমরা সর্বসম্মত হয়েছি। আর যেসব বিষয়ে ভিন্নমত রয়েছে, সেগুলোর মধ্যে অধিকাংশই কারিগরি বা রূপরেখাগত পর্যায়ে। মূলনীতির জায়গায় বিএনপির অবস্থান স্পষ্ট, এবং আমরা গঠনমূলক আলোচনার মধ্য দিয়েই ঐক্যমত্যে পৌঁছাতে চাই।”

এর আগে একাধিকবার সালাহউদ্দিন আহমেদ “জুলাই সনদ বাস্তবায়নের প্রতি দলের অঙ্গীকার ও দায়বদ্ধতার” কথা বলেছেন। তিনি আশা প্রকাশ করেন, খুব দ্রুত সময়ের মধ্যেই সংশ্লিষ্ট দল ও পক্ষগুলোর মধ্যে আনুষ্ঠানিক চুক্তি বা স্বাক্ষর সম্পন্ন হবে।

তিনি আরও বলেন, “এই সনদ শুধুমাত্র রাজনৈতিক সমঝোতার দলিল নয়, এটি একটি জাতীয় ভবিষ্যৎ রূপরেখা, যেখানে রাজনৈতিক সংস্কার, ন্যায়বিচার, নির্বাচনী স্বচ্ছতা এবং প্রশাসনিক জবাবদিহিতার প্রশ্নে যুগান্তকারী দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়েছে। বিএনপি এই রূপরেখায় নিজেদের প্রতিশ্রুতি দৃঢ়ভাবে পুনর্ব্যক্ত করছে।”

-রফিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ