“জুলাই বিপ্লবে এক্সিট পয়েন্ট ছিল না আমাদের”: ফয়জুল করীম

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ০৪ ২১:৩২:৩২
“জুলাই বিপ্লবে এক্সিট পয়েন্ট ছিল না আমাদের”: ফয়জুল করীম
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। ছবি: যুগান্তর

গত রোববার (৩ আগস্ট) মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের হোটেল জি-টাওয়ারে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মালয়েশিয়া শাখার আয়োজনে ‘জুলাই শহীদদের স্মরণ ও আহতদের প্রতি সম্মান’ জানিয়ে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে এ কথা বলেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তৌফিকুর রহমান মাহফুজ এবং সঞ্চালনায় ছিলেন ওমর ফারুক সৈকত।

প্রধান অতিথির বক্তব্যে ফয়জুল করীম বলেন, “জুলাই আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজপথে ছিল। আমরা শেষ পর্যন্ত থাকব—এটাই ছিল আমাদের প্রতিজ্ঞা।”

তিনি অভিযোগ করেন, “গত বছরের ৩ ও ৪ আগস্ট যারা আওয়ামী লীগের সঙ্গে বৈঠক করেছে, আজ তারাই নিজেদের জুলাই বিপ্লবের কর্ণধার দাবি করছে। অথচ প্রকৃত নেতৃত্ব ছিল রাজপথে।”

প্রবাসীদের অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, “জুলাই বিপ্লবে প্রবাসীদের ভূমিকা ছিল খুবই গুরুত্বপূর্ণ। তারা রেমিট্যান্স পাঠানো বন্ধ করে সরকারের ওপর চাপ তৈরি করেছিল। এতে সরকার অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়ে এবং এই চাপ বিপ্লব সফল করতে সহায়ক হয়।”

তিনি শিক্ষার্থীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের কল্যাণে সচেতন ও সক্রিয় থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় শুরা সদস্য বশির ইবনে জাফর।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—ইসলামী আন্দোলন বাংলাদেশ মালয়েশিয়া শাখার সভাপতি হাফেজ মুফতি আমিরুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সভাপতি জিএম রুহুল আমিন, ইউনিভার্সিটি অফ মালায়ার প্রফেসর ড. মেহেদী মাসুদ, ইউনিভার্সিটি উতারা মালয়েশিয়ার গবেষক ড. গাজী আবু হোরায়রা, জাতীয় নাগরিক পার্টির মালয়েশিয়া প্রতিনিধি এনামুল হক, বাংলাদেশি ইয়ুথ অ্যালায়েন্স মালয়েশিয়ার নেতৃবৃন্দ এবং ইসলামী ছাত্র আন্দোলন মালয়েশিয়া শাখার অন্যান্য নেতারা।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ