ঢাকার সাত সরকারি কলেজে শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ

শিক্ষা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ০৪ ১২:৩০:০২
ঢাকার সাত সরকারি কলেজে শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ
ছবি: সংগৃহীত

ঢাকা মহানগরীর সরকারি সাত কলেজকে কেন্দ্র করে গঠনের প্রস্তাবিত ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’-এর শিক্ষা ব্যবস্থায় আনা হচ্ছে যুগোপযোগী পরিবর্তন। হাইব্রিড ও আন্তঃবিভাগীয় (ইন্টারডিসিপ্লিনারি) পাঠক্রমের মডেলে পরিচালিত হবে নতুন এ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম। এতে ৪০ শতাংশ ক্লাস অনুষ্ঠিত হবে অনলাইনে এবং বাকি ৬০ শতাংশ সশরীরে ক্যাম্পাসে।

সোমবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মো. মজিবর রহমান, যিনি সচিবের রুটিন দায়িত্ব পালন করছেন, এই তথ্য জানান। তিনি বলেন, “ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম হবে সম্পূর্ণ নতুন কাঠামোতে গঠিত, যেখানে ভার্চুয়াল ও অফলাইন উভয় মাধ্যমের মাধ্যমে শিক্ষাদান করা হবে।”

তিনি আরও বলেন, “সব ধরনের পরীক্ষা হবে সশরীরে এবং একাডেমিক স্বচ্ছতা নিশ্চিত করতে শারীরিক উপস্থিতির ওপর জোর দেওয়া হবে। তবে ক্লাস পরিচালনায় প্রযুক্তিনির্ভরতা বাড়ানো হবে, যাতে শিক্ষার্থীরা সময় ও জ্ঞান উভয় দিক থেকেই উপকৃত হতে পারেন।”

বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম কাঠামো সম্পর্কে তিনি জানান, এখানে প্রতিটি শিক্ষার্থী প্রথম চারটি সেমিস্টারে ‘নন-মেজর’ কোর্সসমূহ অধ্যয়ন করবে। এতে মূলত বহুমুখী দক্ষতা অর্জনের সুযোগ থাকবে এবং ভিন্ন বিষয়ের প্রাথমিক ধারণা তৈরি হবে। এরপর পরবর্তী চারটি সেমিস্টারে শিক্ষার্থীরা নির্দিষ্ট ‘মেজর’ ডিসিপ্লিন অনুযায়ী পড়াশোনা করবেন।

তবে শিক্ষার্থীরা তাদের মেজর পরিবর্তনের সুযোগ পাবেন পঞ্চম সেমিস্টার থেকে, যদি নির্দিষ্ট শর্ত পূরণ করেন। এই পরিবর্তনের সুযোগ শুধুমাত্র বিষয়ের (ডিসিপ্লিনের) মধ্যে সীমাবদ্ধ থাকবে; ক্যাম্পাস পরিবর্তন করার সুযোগ থাকবে না।

-রফিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ