বিএনপি ক্ষমতায় এলে উন্নয়ন আর গণতন্ত্র সমান্তরালে চলবে—তারেক

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ০৪ ২১:২৫:০৩
বিএনপি ক্ষমতায় এলে উন্নয়ন আর গণতন্ত্র সমান্তরালে চলবে—তারেক
ছবি: সংগৃহীত

পরিবর্তনের আহ্বান তারেকের: “উন্নয়ন, কর্মসংস্থান ও গণতন্ত্র হবে বিএনপির রাজনীতির মূল ভিত্তি”

দেশের মানুষ পরিবর্তন চায়, শুধুমাত্র প্রতিশ্রুতি নয়— এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, “উন্নয়ননির্ভর রাজনীতি, কর্মসংস্থান সৃষ্টি এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা হবে বিএনপির মূল লক্ষ্য। এ পরিকল্পনা বাস্তবায়নে প্রয়োজন জনগণের সমর্থন, কারণ জনগণই বিএনপির রাজনৈতিক ক্ষমতার উৎস।”

সোমবার (৪ আগস্ট) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে আয়োজিত ‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি’ উপলক্ষে “ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও আমার না বলা কথা” শীর্ষক এক আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।

তারেক রহমান জানান, পরিবেশ সুরক্ষার অংশ হিসেবে আগামী পাঁচ বছরে ২৫ থেকে ৩০ কোটি গাছ লাগানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তিনি বলেন, “এই গাছ শুধু পরিবেশ নয়, প্রাকৃতিক দুর্যোগ থেকেও দেশকে রক্ষা করবে।”

তিনি আরও বলেন, “বিগত ১৭ বছর ধরে মানুষ কথা বলার অধিকার ও রাজনৈতিক স্বাধীনতার জন্য সংগ্রাম করছে। শহীদ পরিবারগুলো আজকের এই মঞ্চে আমাদের সেই ইতিহাস স্মরণ করিয়ে দিচ্ছে।” তিনি প্রতিটি শহীদ এবং নির্যাতিত ব্যক্তির প্রতি সম্মান জানান এবং বলেন, “তাদের ত্যাগের প্রতি শ্রদ্ধা জানাতে হলে আমাদের সেই প্রত্যাশা বাস্তবায়নের পথে এগোতে হবে, যেসব প্রত্যাশা নিয়ে তারা রাজপথে নেমেছিলেন।”

আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, “জনগণ এখন বাস্তবায়ন দেখতে চায়। প্রতিটি নাগরিক যেন তার যোগ্যতা অনুযায়ী সুযোগ পায় এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে, সেটিই আমাদের লক্ষ্য।” তিনি জানান, বিএনপির বিভিন্ন টিম বর্তমানে প্রতিটি খাত নিয়ে বিশদভাবে কাজ করছে।

স্বাস্থ্যসেবায় যুব নারীদের সম্পৃক্ত করার পরিকল্পনার কথাও জানান তিনি। তারেক রহমান বলেন, “হেলথ কেয়ার কর্মী নিয়োগের ৮০ শতাংশই যুব নারী থেকে নেওয়া হবে, যাতে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন এবং প্রাথমিক স্বাস্থ্যসেবায় উন্নয়ন সম্ভব হয়।”

পুনরায় ‘শহীদ জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি’ চালুর ঘোষণা দিয়ে তিনি বলেন, “সরকার গঠনের সুযোগ পেলে দেশের প্রতিটি অঞ্চলে আবারও খাল খননের উদ্যোগ নেওয়া হবে, যা পরিবেশ ও কৃষি উভয়ের জন্যই উপকারী।”

যুবদল নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, “জনগণের আস্থা অর্জন করতে পারলে তবেই আপনি নেতা। প্রশাসনের সহায়তায় নেতৃত্ব সম্ভব হলেও টিকে থাকতে হলে দরকার জনগণের সহায়তা।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, বরকত উল্লাহ বুলু, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিসহ দলটির কেন্দ্রীয় ও যুবদল নেতারা।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ