প্রাক-মৌসুমে শিরোপা জয় ইউনাইটেডের, নেতৃত্বে ঝলক দেখালেন ব্রুনো ফার্নান্দেস

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ০৪ ১২:২৫:১৮
প্রাক-মৌসুমে শিরোপা জয় ইউনাইটেডের, নেতৃত্বে ঝলক দেখালেন ব্রুনো ফার্নান্দেস
ছবিঃ সংগৃহীত

প্রাক-মৌসুম প্রস্তুতি টুর্নামেন্ট ‘প্রিমিয়ার লিগ সামার সিরিজ’-এ অপরাজিত থেকেই শিরোপা জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেড। রবিবার (৪ আগস্ট) যুক্তরাষ্ট্রের আটলান্টায় এভারটনের বিপক্ষে ২-২ গোলে ড্র করেই পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে চ্যাম্পিয়ন হয় রেড ডেভিলসরা। এই ম্যাচে এক গোল করে এবং আরেকটি গোল করিয়ে দলের অন্যতম নায়ক হয়ে ওঠেন অধিনায়ক ব্রুনো ফার্নান্দেস।

সিরিজের তিন ম্যাচে ইউনাইটেড জয় পেয়েছে ওয়েস্ট হ্যামের বিপক্ষে ২-১ এবং বোর্নমাউথের বিপক্ষে ৪-১ গোলে। ফলে সাত পয়েন্ট নিয়ে শিরোপা নিশ্চিত হয় তাদের।

ম্যাচ শেষে স্কাই স্পোর্টসকে ব্রুনো বলেন, “দল ধীরে ধীরে উন্নতি করছে। আমাদের প্রথম একাদশে জায়গা পাওয়ার জন্য আরও প্রতিযোগিতা প্রয়োজন ছিল। কোচ ও ক্লাব সেই দিকেই কাজ করছে। আশা করছি, দলে আরও এক-দুজন মানসম্পন্ন খেলোয়াড় যোগ দেবে।”

গত মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে হতাশাজনক পারফরম্যান্সে ইউনাইটেড ১৫তম স্থানে থেকে লিগ শেষ করে, যা ছিল ১৯৭৩-৭৪ মৌসুমের পর তাদের সবচেয়ে বাজে অবস্থান। ব্রুনো বলেন, “এটা শুধুই ফুটবলারদের নয়, সমর্থকদের জন্যও কষ্টের। তারা অতিরিক্ত টাকা খরচ করে মাঠে আসে, আমাদের উচিত মাঠে তাদের সেই ভালোবাসার প্রতিদান দেওয়া।”

ম্যাচের ১৯তম মিনিটে এভারটনের জেমস তারকোউস্কি যখন আমাদ দিয়ালোকে ফাউল করেন, তখন পেনাল্টি থেকে গোল করে ইউনাইটেডকে এগিয়ে দেন ব্রুনো ফার্নান্দেস। ৪০তম মিনিটে সেনেগালের ইদ্রিসা গানা গেয়ের পাস থেকে ফরাসি বংশোদ্ভূত সেনেগালিজ ফরোয়ার্ড ইলিমান এনদিয়ে গোল করে এভারটনকে সমতায় ফেরান।

৬৯তম মিনিটে বদলি খেলোয়াড় ম্যাসন মাউন্ট, যিনি মাত্র ১০ মিনিট আগেই মাঠে নামেন, ব্রুনোর পাস থেকে অসাধারণ এক কার্লিং শটে বল জড়ান জর্ডান পিকফোর্ডের জালে। কিন্তু ৭৫তম মিনিটে দিয়ালোর পাস ইউনাইটেডের খেলোয়াড় আয়ডেন হেভেনের পায়ে লেগে আত্মঘাতী গোলে পরিণত হলে সমতায় ফেরে এভারটন।

এদিকে, দিনের আরেক ম্যাচে এল হাদজি মালিক দিয়ুফের জাদুকরী পাসে দুই গোল করে বোর্নমাউথকে ২-০ গোলে হারায় ওয়েস্ট হ্যাম। সদ্য ক্লাবে যোগ দেওয়া সেনেগালিজ লেফটব্যাক দিয়ুফই তৈরি করেন উভয় গোলের সুযোগ—প্রথমে ২৪তম মিনিটে জার্মান ফরোয়ার্ড নিকলাস ফুলক্রুগ এবং পরে ৬৭তম মিনিটে ইংলিশ তারকা জাররড বোনের গোলে।

বোন বলেন, “দিয়ুফের মান দেখে মনে হয় সে অনেক আগে থেকেই আমাদের দলে খেলছে। সে একজন নম্র মানুষ এবং দারুণ ফুটবলার। আমরা উন্মুখ হয়ে আছি তার কাছ থেকে আরও কিছু দেখার জন্য।”

-আলমগীর হোসেন, নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ