ঝিনাইদহে আওয়ামী লীগ নেতার গোডাউনে মজুত ৮৩১ বস্তা সার জব্দ

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ০৪ ২০:১৮:৫৭
ঝিনাইদহে আওয়ামী লীগ নেতার গোডাউনে মজুত ৮৩১ বস্তা সার জব্দ
ছবি: সংগৃহীত

শৈলকূপায় ৮৩১ বস্তা সার মজুদের অভিযোগে জরিমানা, জড়িত স্থানীয় আওয়ামী লীগ নেতার ভাই

ঝিনাইদহের শৈলকূপায় এক ব্যবসায়ীর গুদাম থেকে ৮৩১ বস্তা অবৈধভাবে মজুতকৃত সার উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ওই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

সোমবার (৪ আগস্ট) দুপুর আড়াইটার দিকে উপজেলার ভাটই বাজারে ‘শুভ এন্টারপ্রাইজ’ নামক একটি প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করেন শৈলকূপা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি) সিরাজুস সালেহীন। অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুজ্জামানও উপস্থিত ছিলেন।

কৃষি কর্মকর্তা আরিফুজ্জামান জানান, কৃত্রিমভাবে সারের সংকট সৃষ্টি করে দাম বাড়ানো এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে সার মজুত করা হয়েছিল—এমন অভিযোগে এ অভিযান চালানো হয়। অভিযান চলাকালে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে সারের মজুত নেই বলে দাবি করা হয়। কিন্তু পরবর্তীতে গুদাম তল্লাশি করে ৮৩১ বস্তা সার উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত সারগুলোর মধ্যে ৫৪১ বস্তা ডিএপি ও ২৯০ বস্তা এমওপি ছিল। এর বাজারমূল্য আনুমানিক সাড়ে ৮ লাখ টাকারও বেশি। গুদামের মালিক আইয়ুব আলী জোয়ার্দ্দার উপজেলার দুধসর ইউনিয়নের একজন সার ডিলার এবং স্থানীয়ভাবে আওয়ামী লীগ নেতার ভাই হিসেবে পরিচিত। তিনি সাবেক সংসদ সদস্য নায়েব আলী জোয়ার্দ্দারের ভাই। জানা গেছে, ২০২৪ সালের নির্বাচনে অংশ নিতে নায়েব আলী জোয়ার্দ্দার নিজের বিএডিসি ডিলারশিপ আইয়ুব আলীর নামে হস্তান্তর করেন। যদিও স্থানীয় কৃষকদের দাবি, ‘শুভ এন্টারপ্রাইজ’ মূলত নায়েব আলী জোয়ার্দ্দারই নিয়ন্ত্রণ করেন।

এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। প্রশাসন জানিয়েছে, কৃত্রিম সংকট তৈরির যে কোনো প্রচেষ্টা কঠোরভাবে দমন করা হবে।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ