বাংলাদেশিদের জন্য সীমিত ভারত ভ্রমণ সুবিধা, ফি বাড়লো দ্বিগুণ

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ০৪ ১৮:২৬:৪৮
বাংলাদেশিদের জন্য সীমিত ভারত ভ্রমণ সুবিধা, ফি বাড়লো দ্বিগুণ
ছবি: সংগৃহীত

বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা প্রক্রিয়াকরণ ফি বাড়ল দ্বিগুণ, কার্যকর ১০ আগস্ট থেকে

বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ভিসার প্রক্রিয়াকরণ ফি প্রায় দ্বিগুণ করা হয়েছে। আগামী ১০ আগস্ট থেকে এই নতুন ফি কার্যকর হবে বলে জানিয়েছে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক)।

আইভ্যাকের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলোতে (IVAC) জমা দেওয়া প্রতিটি ভিসা আবেদনের জন্য এখন থেকে ১,৫০০ টাকা (সব ধরনের চার্জসহ) ফি দিতে হবে। আগে এই ফি ছিল ৮২৪ টাকা।

এই সিদ্ধান্তের পেছনে যুক্তি হিসেবে আইভ্যাক জানিয়েছে, গত কয়েক বছরে উপকরণ ও পরিচালন ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ফলে ভিসা আবেদন প্রক্রিয়া পরিচালনা ও সেবার মান বজায় রাখতে এই ফি বাড়ানো হয়েছে। প্রতিষ্ঠানটি আরও জানায়, ২০১৮ সালের পর এবারই প্রথম এই ফি পরিবর্তন করা হলো।

তবে ভারত সরকার বাংলাদেশি নাগরিকদের জন্য মূল ভিসা ফি নিচ্ছে না। অর্থাৎ, ভিসাটি এখনো নিঃশুল্ক থাকছে, শুধুমাত্র সার্ভিস চার্জ হিসেবে আইভ্যাক এই ফি আদায় করছে।

বর্তমানে বাংলাদেশিদের জন্য ভারতীয় সাধারণ ভিসা কার্যক্রম স্থগিত রয়েছে। কেবল জরুরি চিকিৎসাসেবা, শিক্ষার্থীদের জন্য এবং তৃতীয় দেশে যাওয়ার প্রয়োজন রয়েছে এমন কর্মীদের জন্য সীমিতসংখ্যক অ্যাপয়েন্টমেন্ট স্লট খোলা রয়েছে।

তবে এ ধরনের বিশেষ ভ্রমণের জন্য আবেদনকারীদের নিজ নিজ গন্তব্য দেশের দূতাবাস থেকে পূর্বনির্ধারিত অ্যাপয়েন্টমেন্ট থাকতে হবে। বর্তমানে এই সেবাগুলো ঢাকার পাশাপাশি চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনার আইভ্যাক কেন্দ্রগুলোতে সীমিতভাবে চালু রয়েছে।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ