ক্ষুধার জ্বালায় রাতভর হাঁটা, চোখে গুলি খেয়ে ফিরল ফিলিস্তিনি কিশোর

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ০৪ ১৪:৫১:৫৮
ক্ষুধার জ্বালায় রাতভর হাঁটা, চোখে গুলি খেয়ে ফিরল ফিলিস্তিনি কিশোর
ছবি: সংগৃহীত

ত্রাণের খোঁজে গিয়ে গুলিবিদ্ধ ফিলিস্তিনি কিশোর, বাঁ চোখ হারানোর শঙ্কা ফিলিস্তিনের গাজা উপত্যকায় খাদ্যের সন্ধানে গিয়ে ইসরায়েলি বাহিনীর গুলিতে আহত হয়েছে ১৫ বছর বয়সী কিশোর আবদুল রহমান আবু জাজার। রোববার ভোররাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নিয়ন্ত্রণাধীন একটি ত্রাণ বিতরণ কেন্দ্রে পৌঁছানোর পরই এই কিশোরকে লক্ষ্য করে গুলি ছোড়ে সেনারা। গুলি লাগে তার বাঁ চোখে। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। খবর আল জাজিরার।

হাসপাতালের বিছানায় শুয়ে থাকা জাজার জানায়, রাত দুইটার দিকে প্রথমবারের মতো সে খাদ্যের সন্ধানে গাজা নগরীর আল-মুনতাজাহ পার্কের পাশে অবস্থিত ওই ত্রাণকেন্দ্রে যায়। নিজের এবং ভাইবোনদের খাওয়ার কিছু ছিল না বলেই এই ঝুঁকি নিয়েছিল সে। ত্রাণকেন্দ্রে পৌঁছাতে তার প্রায় পাঁচ ঘণ্টা সময় লেগে যায়। কিন্তু সেখানেই শুরু হয় গুলিবর্ষণ।

জাজার জানায়, গুলির শুরুতে সে আরও তিনজনের সঙ্গে ছিল। চারজনই গুলিবিদ্ধ হয়। জ্ঞান হারানোর আগে তার চোখে গুলি লাগে। জ্ঞান ফিরে জাজার প্রথমেই আশপাশের লোকজনকে জিজ্ঞেস করে, সে কোথায় রয়েছে। তখন তাকে জানানো হয় যে, সে গুলিবিদ্ধ হয়েছে এবং হাসপাতালে রয়েছে।

চিকিৎসকরা জানিয়েছে, তার চোখে অস্ত্রোপচার করা হয়েছে। জাজার নিজেও জানায়, “আশা করছি, আমার দৃষ্টিশক্তি ফিরে আসবে।”

এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রোববার তারা ১১৯টি মরদেহ উদ্ধার করেছে, যার মধ্যে ১৫টি ধ্বংসস্তূপ থেকে পাওয়া গেছে। ওই ২৪ ঘণ্টায় আহত হয়েছেন ৮৬৬ জনের বেশি।

একটি হাসপাতাল আল জাজিরাকে জানায়, রোববার ইসরায়েলি সেনারা প্রায় ৯২ জনকে গুলি করে হত্যা করেছে। এদের মধ্যে ৫৬ জনই ছিলেন খাদ্যের খোঁজে ত্রাণকেন্দ্রে যাওয়া মানুষ।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ