জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা নিয়ে আত্মবিশ্বাসী সরকার: জাহাঙ্গীর আলম

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ০৪ ১৬:৪৮:৫৭
জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা নিয়ে আত্মবিশ্বাসী সরকার: জাহাঙ্গীর আলম
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের দৃঢ় প্রস্তুতির কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, “নির্বাচন যেদিন হবে, সেদিন যেন দেশের আইনশৃঙ্খলা ভালো থাকে, সে জন্য আমরা সব ধরনের প্রস্তুতি নিয়েছি। এই আইনশৃঙ্খলা বাহিনী দিয়েই নির্বাচন ভালোভাবে হবে, ইনশাআল্লাহ।”

সোমবার (৫ আগস্ট) সকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে এসব কথা বলেন তিনি।

৫ আগস্ট ঘিরে জনমনে আতঙ্ক প্রসঙ্গে জাহাঙ্গীর আলম বলেন, “৩ আগস্ট নিয়েও মানুষের মাঝে আতঙ্ক ছিল, কিন্তু কিছুই হয়নি। তেমনি ৫ আগস্ট নিয়েও আতঙ্কের কোনো কারণ নেই। ইনশাআল্লাহ সব কর্মসূচি সুষ্ঠুভাবে হবে। আমরা সবাইকে আহ্বান করছি যেন সহনশীলতা বজায় থাকে।”

তিনি সাংবাদিকদের বলেন, আপনারা মাঠে গেলে দেখবেন সব জায়গায় পরিস্থিতি শান্ত ও নিয়ন্ত্রিত থাকবে।

সরকারের বিশেষ অভিযান নিয়েও কথা বলেন উপদেষ্টা। তিনি বলেন, “নির্বাচনের আগ পর্যন্ত দেশব্যাপী বিশেষ অভিযান চলবে। অনেক অবৈধ অস্ত্র জব্দ করা হয়েছে, তবে সব উদ্ধার করা যায়নি। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।”

তিনি আরও বলেন, “একদিকে বড় ইভেন্ট হলে অন্যদিকে ছোট অপরাধ বাড়তে পারে। কারণ আমাদের বাহিনীর সংখ্যা সীমিত, তাই সব জায়গায় একসঙ্গে নজর দেওয়া কঠিন।”

সম্প্রতি মোহাম্মদপুরে চার কিশোরের অস্ত্রসহ গ্রেফতার হওয়ার ঘটনা উল্লেখ করে তিনি বলেন, “একজন বলেছে—ও আমাকে ল্যাং মেরেছে, তাই চাপাতি নিয়ে মেরেছি। আগে এমন ছিল না। এখন পরিবার ও সমাজকেই সচেতন হতে হবে।”

মব ভায়োলেন্স নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, “আগের তুলনায় মব ভায়োলেন্স কমেছে। ধীরে ধীরে আরও কমে যাবে। এ ক্ষেত্রে আমরা কোনো ছাড় দিচ্ছি না।”

নির্বাচনে কোনো নির্দিষ্ট দলকে বেশি নিরাপত্তা দেওয়া হচ্ছে—এমন অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, “আমরা সবাইকে সমান সুরক্ষা দিচ্ছি। তবে কেউ যদি বেশি ঝুঁকিতে থাকে, তাকে অতিরিক্ত নিরাপত্তা দেওয়া হয়। যে ঝুঁকিতে থাকে না, তার অতিরিক্ত নিরাপত্তার দরকার হয় না।”

ভালনারেবলতা নির্ধারণ কিভাবে করা হয়—এমন প্রশ্নে তিনি বলেন, “আমাদের বিভিন্ন গোয়েন্দা সংস্থা আছে, তারাও তথ্য দেয়। আপনারাও আমাদের তথ্য দেন।”

নির্বাচন কবে হবে এবং কে অংশ নেবে সেটা নির্বাচন কমিশনের বিষয় বলে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “আমাদের কাজ হলো নির্বাচন চলাকালীন নিরাপত্তা নিশ্চিত করা। সেই প্রস্তুতির অংশ হিসেবেই আমরা প্রশিক্ষণ কার্যক্রম চালাচ্ছি।”

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ