শেখ হাসিনার ফেরত চাওয়া নিয়ে ভারত কী বলল, জানালেন উপদেষ্টা

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ০৪ ২২:০০:০৫
শেখ হাসিনার ফেরত চাওয়া নিয়ে ভারত কী বলল, জানালেন উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। ছবি : সংগৃহীত

শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে চিঠি, সাড়া মেলেনি: পররাষ্ট্র উপদেষ্টা

ভারতের কাছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছে বাংলাদেশ সরকার। তবে এ বিষয়ে এখনো কোনো ইতিবাচক সাড়া মেলেনি বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

সোমবার (৪ আগস্ট) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫’ উপলক্ষে আয়োজিত এক সেমিনারে এ কথা জানান তিনি।

উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, “বিচারের জন্য শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে অনুরোধ জানানো হয়েছে। তবে দিল্লি থেকে কোনো ইতিবাচক উত্তর আসেনি। বাংলাদেশ এখনো অপেক্ষা করছে।”

তিনি আরও জানান, শেখ হাসিনার বিরুদ্ধে বিচার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। “কেউ আসুক আর না আসুক, বিচার তো থেমে থাকবে না,” বলেন তিনি।

আন্তর্জাতিক সহযোগিতা নেওয়া হবে কি না— এমন প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, “সরকার প্রয়োজন মনে করলে সহযোগিতা নিতে পারে। তবে এই মুহূর্তে এমন প্রয়োজন দেখা যাচ্ছে না।”

ভারতের ‘পুশ ইন’ নীতি নিয়ে তিনি বলেন, এটি প্রচলিত নিয়মের ব্যত্যয়। ভারত থেকে কেউ অবৈধভাবে এ দেশে পাঠানো হলে বাংলাদেশ তার নাগরিকত্ব নিশ্চিত করে ফেরত নিতে প্রস্তুত। কিন্তু তালিকাভুক্ত না করে সরাসরি সীমান্তে পাঠিয়ে দেওয়া ‘পুশ ইন’ প্রক্রিয়াকে বাংলাদেশ সরকার গ্রহণযোগ্য মনে করছে না।

তিনি বলেন, “ভারতের কাছ থেকে আমরা তালিকা পেলে যাচাই করে নাগরিকদের ফেরত নিয়েছি। সে প্রক্রিয়াতেই পাঠানো উচিত। কিন্তু এখনো ‘পুশ ইন’ করা হচ্ছে, যা দুঃখজনক। এ নিয়ে আমরা বারবার প্রতিবাদ জানাচ্ছি।”

এ পরিস্থিতিতে বাংলাদেশের অবস্থান কী— জানতে চাইলে উপদেষ্টা বলেন, “আমরা তো যুদ্ধ করব না। তাই বাকি যে পথ থাকে, তা হলো কূটনৈতিক আলোচনা। সেটাই আমরা চালিয়ে যাচ্ছি। এখনো সফলতা আসেনি, তবে আমরা আশাবাদী।”

এ সময় মালয়েশিয়ায় ড. ইউনূসের আসন্ন সফর ও সম্ভাব্য শ্রম চুক্তি নিয়েও মন্তব্য করেন তিনি। বলেন, “চুক্তি হবে কি না, তা নিশ্চিত বলা যাচ্ছে না। তবে এতে কিছু অস্বস্তিকর বিষয় দূর হওয়ার সম্ভাবনা রয়েছে।”

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ