নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ব্যান্ড দিয়ে শুরু ৩৬ জুলাই অনুষ্ঠান

২০২৫ আগস্ট ০৪ ২১:৪৯:৪১
নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ব্যান্ড দিয়ে শুরু ৩৬ জুলাই অনুষ্ঠান

নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ব্যান্ড দিয়ে অনুষ্ঠান শুরুর অভিযোগ, সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড়

৩৬ জুলাই উদযাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতার ব্যান্ড ‘টংয়ের গান’-এর পরিবেশনা দিয়ে শুরু করার অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে।

জানা গেছে, আগামীকাল (মঙ্গলবার) সকাল ১১টায় শুরু হতে যাচ্ছে ৩৬ জুলাই উদযাপন অনুষ্ঠান। এই আয়োজনে অংশ নিচ্ছে রংপুরভিত্তিক ব্যান্ডদল ‘টংয়ের গান’। অভিযোগ উঠেছে, ব্যান্ডটির প্রতিষ্ঠাতা সদস্য হচ্ছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নিষিদ্ধ ঘোষিত উপ-ধর্মবিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান আবির। অভিযোগ রয়েছে, তিনিই ব্যান্ডটির প্রধান গায়ক।

এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে। সাংবাদিক অন্তু মুজাহিদ ফেসবুকে লিখেছেন, “নিষিদ্ধ ছাত্রলীগ নেতার গান দিয়ে ৩৬ জুলাই উদযাপন শুরু হবে! এর চেয়ে বড় পরিহাস আর কী হতে পারে?” তিনি অনুষ্ঠানটির সঙ্গে সংশ্লিষ্ট শফিকুল আলম, মাহফুজ আলম এবং উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর কাছে প্রশ্ন রাখেন।

অন্তু মুজাহিদ আরও লেখেন, “এই আয়োজনের সূচনা হবে ‘টংয়ের গান’-এর পরিবেশনার মধ্য দিয়ে। জানতে চাই, এই ব্যান্ড কি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অংশ? যদি তাই হয়, তাহলে এর প্রতি আমার ঘৃণা ও প্রতিবাদ জানাই। এই ব্যান্ডের মূল গায়ক মাহমুদুল হাসান আবির, যিনি ছাত্রলীগের নিষিদ্ধ নেতাদের একজন।”

তিনি উপদেষ্টা আসিফ মাহমুদের উদ্দেশে প্রশ্ন তোলেন, “এই নির্বাচন আপনি কীভাবে করলেন? সচেতনভাবে, না ভুলবশত ভিন্ন সংগঠন ভেবে?”

এই ঘটনা ঘিরে অনুষ্ঠান আয়োজকদের ভূমিকা এবং নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। এখন পর্যন্ত আয়োজকদের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ