ধর্ম-বর্ণের বিভাজন ভেঙে ভালোবাসার গল্প: চোখে জল এনেছে ‘ধড়ক ২’

বিনোদন ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ০৪ ১২:০১:১৬
ধর্ম-বর্ণের বিভাজন ভেঙে ভালোবাসার গল্প: চোখে জল এনেছে ‘ধড়ক ২’
ছবিঃ সংগৃহীত

বহুল প্রতীক্ষিত সিনেমা ধড়ক ২ মুক্তির পর বলিউডে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে জাতপাত ও শ্রেণিগত বৈষম্যের সাহসী উপস্থাপন। চলচ্চিত্র সমালোচকদের ভূয়সী প্রশংসার পাশাপাশি, এবার এই সিনেমার পক্ষেই সোচ্চার হলেন বলিউডের প্রখ্যাত নির্মাতা অনুরাগ কাশ্যপ। ইনস্টাগ্রামে দেওয়া একটি দীর্ঘ পোস্টে তিনি ছবিটির পরিচালিকা শাজিয়া ইকবাল ও প্রযোজক করণ জোহরকে অভিনন্দন জানিয়ে বলেন—এটাই সেই মূলধারার সিনেমা, যা একসময় নির্মাণ করতেন রাজ কাপুর, বিমল রায়, গুরু দত্তদের মতো কিংবদন্তিরা।

ধর্মা প্রোডাকশনস প্রযোজিত ও শাজিয়া ইকবাল পরিচালিত ধড়ক ২—তামিল ভাষার সমালোচকপ্রশংসিত ছবি পরিয়েরুম পেরুমাল–এর হিন্দি রিমেক। ছবিতে প্রধান ভূমিকায় অভিনয় করেছেন সিদ্ধান্ত চতুর্বেদী ও ত্রিপ্তি দিমরি। গল্পের কেন্দ্রে রয়েছে নিলেশ নামের এক দলিত আইনবিদ্যার ছাত্র এবং তার উচ্চবর্ণের সহপাঠিনী বিধির মধ্যকার সম্পর্ক, যা ধীরে ধীরে সংঘর্ষে রূপ নেয় বিধির পরিবারের জাতপাত ভিত্তিক ঘৃণার কারণে।

অনুরাগ কাশ্যপ তাঁর পোস্টে লেখেন, “এই ছবিটি সেই কথোপকথনকে সামনে নিয়ে আসে, যা আমরা প্রতিদিন এড়িয়ে চলি। এটাই হওয়া উচিত মূলধারার চলচ্চিত্রের কাজ—যা একসময় করতেন রাজ কাপুর, বিমল রায়, কেএ আব্বাস, ব্রি চোপড়া, যশ চোপড়ারা। এখন সেই প্রাসঙ্গিক সামাজিক ছবি চলে গেছে ‘আর্ট হাউজ’ সিনেমার গণ্ডিতে, যা আগে ছিল মূলধারার চর্চার কেন্দ্র।”

তিনি আরও বলেন, দক্ষিণ ভারতের সিনেমা এখনও সাহসিকতার সঙ্গে সমাজের বাস্তবতা তুলে ধরে। ঠিক তেমনভাবেই ধড়ক ২ মূল ছবির আবেগ ও বক্তব্য ধরে রেখেই নির্মিত হয়েছে। “ছবিটি আমার হৃদয়ে আঘাত করেছে। আমার দীর্ঘদিনের চালক নারায়ণ জি ছবিটি দেখে কেঁদে ফেলেছেন এবং এখনও থেমে থেমে আলোচনা করে চলেছেন। এটি নিঃসন্দেহে একটি সাহসী ও শক্তিশালী চলচ্চিত্র।”

অনুরাগ কাশ্যপ ছবির পিছনের দল—প্রশান্ত, অনিমেষ, সান্যুক্তা, সোমেন মিশ্র—এবং পরিচালক শাজিয়াকে সরাসরি অভিনন্দন জানান, এই প্রজন্মের মূলধারায় এমন একটি ছবি উপহার দেওয়ার জন্য।

-শারমিন সুলতানা, নিজস্ব প্রতিবেদক


বক্স অফিসে রণবীরের তাণ্ডব: আয়ের অংক শুনলে চমকে যাবেন

বিনোদন ডেস্ক . সত্য নিউজ
২০২৫ ডিসেম্বর ১৮ ২১:০৮:০০
বক্স অফিসে রণবীরের তাণ্ডব: আয়ের অংক শুনলে চমকে যাবেন
ছবি : সংগৃহীত

ক্যারিয়ারের মন্দার অন্ধকার কাটিয়ে অবশেষে বক্স অফিসে রাজকীয় প্রত্যাবর্তন ঘটেছে বলিউড তারকা রণবীর সিংয়ের। আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর’ সিনেমাটি মুক্তির মাত্র স্বল্প সময়ের মধ্যেই একের পর এক রেকর্ড ভেঙে এখন হাজার কোটির ক্লাবে প্রবেশের অপেক্ষায় রয়েছে। আইনি জটিলতা ও নানামুখী বিতর্ককে পাশ কাটিয়ে গত ৫ ডিসেম্বর মুক্তি পাওয়া এই ছবিটি মাত্র ১৩ দিনের মধ্যেই বিশ্বব্যাপী প্রায় ৬৭৪ কোটি ৫০ লাখ টাকার ব্যবসা করে তাক লাগিয়ে দিয়েছে। এর মধ্য দিয়ে রণবীর সিং ও অক্ষয় খান্না অভিনীত সিনেমাটি বলিউডের জন্য এক নতুন গর্বের অধ্যায় রচনা করতে যাচ্ছে।

বক্স অফিস পরিসংখ্যান অনুযায়ী, ছবিটি ইতিমধ্যেই এসএস রাজামৌলি পরিচালিত মেগাবাজেটের সিনেমা ‘বাহুবলী: দ্য বিগিনিং’-এর লাইফটাইম বা আজীবন আয়ের রেকর্ড ভেঙে দিয়েছে। যেখানে ‘বাহুবলী’ ভারতের বাজারে ৪২১ কোটি এবং বিশ্বব্যাপী ৬৫০ কোটি টাকার ব্যবসা করেছিল, সেখানে ‘ধুরন্ধর’ মাত্র দুই সপ্তাহেই সেই মাইলফলক অতিক্রম করেছে। স্যাকনিল্কের রিপোর্ট বলছে, প্রথম সারির ভারতীয় সিনেমার তালিকায় রণবীর কাপুর অভিনীত ‘অ্যানিম্যাল’-এর পরেই দ্বিতীয় স্থানে উঠে এসেছে ‘ধুরন্ধর’। এখন প্রশ্ন উঠছে, ছবিটি কি ‘অ্যানিম্যাল’-এর ৯১৫ কোটি টাকার রেকর্ড ভেঙে ২০২৫ সালের সেরা ব্যবসা সফল ছবি হিসেবে ইতিহাস গড়তে পারবে?

অক্ষয় খান্না ও রণবীর সিং অভিনীত এই ছবিটি ভারতীয় বাজারেও দুর্দান্ত দাপট দেখাচ্ছে। প্রথম সপ্তাহে ২০৭ কোটি ২৫ লাখ টাকার ব্যবসার পর দ্বিতীয় সপ্তাহে আরও ২৩০ কোটি টাকা যোগ করেছে ছবিটি। সব মিলিয়ে ভারতে ছবিটির বর্তমান আয় দাঁড়িয়েছে প্রায় ৪৩৮ কোটি টাকায়। আল্লু অর্জুনের ‘পুষ্পা’, শাহরুখ খানের ‘ডাঙ্কি’ কিংবা হৃতিক রোশনের ‘ওয়ার’-এর মতো ছবিগুলোকে পেছনে ফেলে ‘ধুরন্ধর’ প্রমাণ করেছে যে দক্ষিণী সিনেমার দাপটের মাঝেও বলিউড এখনো শক্ত জবাব দিতে প্রস্তুত। বক্স অফিস বিশ্লেষকদের মতে, আয়ের এই গতি বজায় থাকলে খুব শিগগিরই ছবিটি হাজার কোটি টাকার অভিজাত ক্লাবে নাম লেখাবে।


পুষ্পা টুর রেকর্ড ভাঙল রণবীরের ধুরন্ধর

বিনোদন ডেস্ক . সত্য নিউজ
২০২৫ ডিসেম্বর ১৫ ১১:০৫:৫৪
পুষ্পা টুর রেকর্ড ভাঙল রণবীরের ধুরন্ধর
ছবি : সংগৃহীত

বলিউড অভিনেতা রণবীর সিং অভিনীত সিনেমা 'ধুরন্ধর' ভারতের বক্স অফিসে নতুন ইতিহাস গড়েছে। মুক্তির দ্বিতীয় রবিবারে আয়ের দিক থেকে এটি দক্ষিণ ভারতীয় সুপারস্টার আল্লু অর্জুনের ব্লকবাস্টার ছবি 'পুষ্পা টু' এর দ্বিতীয় সপ্তাহের রেকর্ড ভেঙে দিয়েছে। নিচে ধুরন্ধর সিনেমার সাফল্যের বিস্তারিত চিত্র তুলে ধরা হলো।

বক্স অফিসের পরিসংখ্যান বলছে পুষ্পা টু মুক্তির দ্বিতীয় রবিবারে ৫৪ কোটি রুপির ব্যবসা করেছিল। ঠিক সেখানেই আদিত্য ধর পরিচালিত ধুরন্ধর একই দিনে আয় করেছে ৫৮ কোটি রুপি। এর মধ্য দিয়ে দ্বিতীয় সপ্তাহের রোববারের সংগ্রহে আল্লু অর্জুনকে পেছনে ফেলে নতুন রেকর্ড গড়ল রণবীর সিংয়ের এই ছবি।

দর্শকের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকা এই সিনেমাটি মুক্তির মাত্র ১০ দিনেই ভারতে বিশাল অঙ্কের ব্যবসা করেছে।

মোট আয় - ৩৫১ কোটি ৬১ লাখ রুপি।

দ্বিতীয় সপ্তাহান্তের আয় - প্রায় ১১১ কোটি রুপি।

রণবীর সিং ছাড়াও এই সিনেমায় অভিনয় করেছেন বলিউডের একঝাঁক জনপ্রিয় তারকা। তাদের মধ্যে রয়েছেন সঞ্জয় দত্ত, অর্জুন রামপাল, অক্ষয় খান্না এবং আর মাধবন। বিশ্লেষকদের মতে শক্তিশালী কাস্টিং এবং গল্পের কারণেই দর্শক হলে ফিরছেন।

পুষ্পা টু মুক্তির পর সালমান খান ও আমির খানের মতো বড় সুপারস্টারদের সিনেমা মুক্তি পেলেও বক্স অফিসে সেভাবে টিকতে পারেনি। কিন্তু ধুরন্ধর সেই খরা কাটিয়ে দর্শকের আগ্রহ ধরে রাখতে সক্ষম হয়েছে।

বাণিজ্য বিশ্লেষকরা মনে করছেন সিনেমাটির সামনে বড় সুযোগ রয়েছে।

সামনে বড় কোনো নতুন সিনেমা মুক্তি নেই।

বড়দিন ও নববর্ষের ছুটির পুরো সুবিধা পাবে এই ছবি।

খুব দ্রুতই এটি ৫০০ কোটি রুপির ক্লাবে প্রবেশ করতে পারে বলে ধারণা করা হচ্ছে।


থ্রি ইডিয়টস ২ আসছে তবে কি ফিরছেন আগের তারকারা

বিনোদন ডেস্ক . সত্য নিউজ
২০২৫ ডিসেম্বর ০৯ ১২:১৬:৫৪
থ্রি ইডিয়টস ২ আসছে তবে কি ফিরছেন আগের তারকারা
ছবি: সংগৃহীত

বলিউডের কিংবদন্তি নির্মাতা রাজকুমার হিরানির অত্যন্ত জনপ্রিয় সিনেমা ‘থ্রি ইডিয়টস’ ভারতীয় চলচ্চিত্র ইতিহাসে এক বিশেষ জায়গা দখল করে আছে। ২০০৯ সালে মুক্তির পর সিনেমাটি শুধু ব্যবসায়িক সাফল্যই পায়নি, বরং প্রজন্মের পর প্রজন্মের দর্শকের মনে স্থায়ী আসন গড়ে নেয়। আমির খান, কারিনা কাপুর, আর মাধবন ও শারমন জোশির অসাধারণ অভিনয় মিলিয়ে ছবিটি হয়ে ওঠে এক অনবদ্য ক্লাসিক।

দীর্ঘদিন ধরে ছবিটির সিক্যুয়েল নিয়ে যেসব গুঞ্জন ছিল, সেগুলো এবার সত্যি হতে চলেছে। ভারতের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বহু প্রতীক্ষিত সিক্যুয়েল তৈরির প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

পিংকভিলার প্রতিবেদন অনুসারে, পরিচালক রাজকুমার হিরানি ইতোমধ্যে ‘থ্রি ইডিয়টস ২’-এর চিত্রনাট্য চূড়ান্ত করেছেন। পরিকল্পনা অনুযায়ী, ২০২৬ সালের দ্বিতীয়ার্ধেই শুরু হবে শুটিংয়ের মূল পর্যায়। আরও বড় খবর হলো আগের ছবির চার প্রধান অভিনেতা আমির খান, কারিনা কাপুর খান, আর মাধবন এবং শারমন জোশি এবারও ফিরছেন তাঁদের পুরনো চরিত্রে।

প্রতিবেদনে বলা হয়েছে, নির্মাতা ও অভিনয়শিল্পীরা নতুন স্ক্রিপ্ট নিয়ে অত্যন্ত আশাবাদী। তাঁদের বিশ্বাস, প্রথম সিনেমায় যে আবেগ, হাস্যরস, বন্ধুত্ব ও জীবনের বার্তা দর্শকের হৃদয় ছুঁয়েছিল, তা নতুন গল্পেও বজায় রয়েছে। বরং সময়ের ব্যবধানে চরিত্রগুলোর জীবনের রূপান্তর আরও গভীরতা এনে দেবে কাহিনিতে।

নতুন সিক্যুয়েলের শুরু হবে প্রথম চলচ্চিত্র যেখানে শেষ হয়েছিল, ঠিক সেখান থেকেই। প্রায় দেড় যুগ পরে র‌্যাঞ্চো, ফারহান ও রাজুর জীবন কীভাবে বদলে গেছে, তারা কোন পথে এগিয়েছে এই নিয়েই গড়ে উঠবে নতুন গল্পের মূল সুর।

প্রতিবেদনে আরও জানানো হয়, আমির খান ও রাজকুমার হিরানি তাদের পরিকল্পিত দাদাসাহেব ফালকে বায়োপিক কাজ আপাতত স্থগিত রেখেছেন, কারণ তাঁরা এখনো সিনেমাটির চিত্রনাট্যে সম্পূর্ণ সন্তুষ্ট নন।

‘থ্রি ইডিয়টস’ প্রথম পর্বটি ছিল প্রকৌশল শিক্ষার কঠিন বাস্তবতা, বন্ধুতা ও জীবনের সত্য অনুসন্ধানের এক হৃদয়স্পর্শী যাত্রা। ভারতসহ পুরো বিশ্বে ছবিটি বিপুল সাড়া ফেলে এবং তিনটি জাতীয় পুরস্কারসহ বহু সম্মান অর্জন করে। দর্শকদের আবেগ ও প্রত্যাশা বিবেচনায়, সিক্যুয়েলকে ঘিরে ইতিমধ্যেই ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে সিনেমাপ্রেমীদের মধ্যে।

-শরিফুল


ক্যারিয়ারের সর্বোচ্চ ওপেনিংয়ে ধুরন্ধর নিয়ে রণবীর সিংয়ের নতুন রেকর্ড

বিনোদন ডেস্ক . সত্য নিউজ
২০২৫ ডিসেম্বর ০৬ ১১:৪৫:১২
ক্যারিয়ারের সর্বোচ্চ ওপেনিংয়ে ধুরন্ধর নিয়ে রণবীর সিংয়ের নতুন রেকর্ড
ছবি : সংগৃহীত

এমন সাফল্য আগে দেখেননি রণবীর সিং। গতকাল শুক্রবার মুক্তি পেয়েই তাঁর নতুন সিনেমা ধুরন্ধর বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছে। প্রথম দিনেই আয় হয়েছে ২৭ কোটি রুপি যা রণবীর সিংয়ের ক্যারিয়ারের সর্বোচ্চ ওপেনিং হিসেবে রেকর্ড গড়েছে।

বিশেষজ্ঞদের ধারণা ছিল সিনেমাটি প্রথম দিনে ১৫ থেকে ১৮ কোটি রুপি আয় করতে পারে। কিন্তু ধুরন্ধর সেই প্রত্যাশা ছাড়িয়ে গেছে অনেক দূর। এমনকি সাম্প্রতিক আলোচিত বলিউড সিনেমা সাইয়ারার প্রথম দিনের আয় ২১ দশমিক ৫০ কোটি রুপিকেও পেছনে ফেলেছে এটি। রণবীরের আগের কয়েকটি হিট সিনেমার নতুন রেকর্ডও ভেঙে দিয়েছে ধুরন্ধর। তাঁর অন্যতম জনপ্রিয় সিনেমা পদ্মাবত প্রথম দিন আয় করেছিল ২৪ কোটি রুপি এবং সিম্বা আয় করেছিল ২০ দশমিক ৭২ কোটি রুপি।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির তথ্য অনুযায়ী মুক্তির দিনে সারা ভারতে সিনেমাটির অকুপেন্সি ছিল ৩৩ দশমিক ৮১ শতাংশ। দেশজুড়ে ৪ হাজারেরও বেশি শো বুক করা হয়েছিল এবং সন্ধ্যার পর শোগুলোতে দর্শক উপস্থিতি বেড়ে ৫৫ শতাংশেরও বেশি হয় যা সিনেমাটির ব্যাপক গ্রহণযোগ্যতার প্রমাণ দেয়।

আদিত্য ধর পরিচালিত রচিত ও সহ প্রযোজিত এই সিনেমায় রণবীর সিং ছাড়াও আছেন সঞ্জয় দত্ত অক্ষয় খান্না আর মাধবন এবং অর্জুন রামপাল। এছাড়া রহস্যময়ী নারী চরিত্রে সারা অর্জুন দর্শকদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি করেছেন। সিনেমাটি নির্মিত হয়েছে জিও স্টুডিওস এবং বি৬২ স্টুডিওস এর ব্যানারে। তারকাবহুল কাস্টিং এবং অ্যাকশন থ্রিলার ঘরানার গল্পের কারণেই ছবিটি দর্শকদের মাঝে এমন সাড়া জাগিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।


দশ বছর পর বড় পর্দায় ইমরান খান

বিনোদন ডেস্ক . সত্য নিউজ
২০২৫ ডিসেম্বর ০৩ ১৬:১৫:৩৭
দশ বছর পর বড় পর্দায় ইমরান খান
ছবি: সংগৃহীত

বলিউডে এক দশক পর বড় চমক নিয়ে ফিরছেন ইমরান খান। আমির খান প্রোডাকশনসের নতুন ছবি ‘হ্যাপি প্যাটেল খতরনাক জাসুস’—ঘোষণা হতেই আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে ছবিটি। এই ছবির মাধ্যমে প্রথমবারের মতো পরিচালনায় নাম লিখিয়েছেন কমেডিয়ান এবং অভিনেতা বীর দাস। ছবিতে মূল চরিত্রে অভিনয় করছেন তিনি নিজেই, সঙ্গে রয়েছেন মোনা সিং। তবে সবচেয়ে বড় আকর্ষণ নিঃসন্দেহে ইমরান খানের প্রত্যাবর্তন।

২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত কাট্টি বাট্টির পর ইমরান খান দীর্ঘ বিরতিতে চলে যান। এরপর ২০১৮ সালে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র মিশন মার্স: কিপ ওয়াকিং ইন্ডিয়া পরিচালনার মাধ্যমে ক্যামেরার পেছনে কাজ করলেও অভিনয়ে আর ফেরেননি। তাই ঘোষণা ভিডিওতে ইমরানকে দেখা মাত্রই সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।

ঘোষণা ভিডিওটিও ছিল বেশ অভিনব। দেখা যায়, আমির খান এবং বীর দাস একটি "গুরুত্বপূর্ণ" চলচ্চিত্র আলোচনা করছেন। আমির খান অভিযোগ তুলছেন যে হ্যাপি প্যাটেল ছবিতে অ্যাকশন, রোম্যান্স কিংবা ডান্স—কিছুই নেই। তাই ছবিটির ব্যর্থতার আশঙ্কা প্রকাশ করেন তিনি। তবে ঠিক সেই মুহূর্তেই প্রেক্ষাগৃহ থেকে বের হওয়া দর্শকরা ছবিটির নানা দিকের প্রশংসা করতে থাকে—অ্যাকশন, রোম্যান্স আর আইটেম গান সবই নাকি দারুণ লেগেছে তাদের।

ভিডিওর শেষভাগে বীর দাস, মোনা সিং এবং ইমরান খানকে তাদের চরিত্রে পরিচয় করিয়ে দেওয়া হয় এবং ঘোষণা করা হয় মুক্তির তারিখ—১৬ জানুয়ারি ২০২৬।

ইমরান খানের ভক্তদের জন্য এটি নিঃসন্দেহে বড় খবর। জানে তু... ইয়া জানে না, আই হেট লাভ স্টোরিজ, ব্রেক কে বাদ—এসব ছবির মাধ্যমে রোমান্টিক কমেডি ঘরানায় তিনি একসময় বলিউডে তরুণদের অন্যতম প্রিয় মুখ ছিলেন। ২০১৫ সালের পর তাঁর দীর্ঘ নীরবতা নিয়ে নানা গুঞ্জন চললেও এবার জানা যাচ্ছে, হ্যাপি প্যাটেল খতরনাক জাসুস-এ বিশেষ উপস্থিতির পাশাপাশি ইমরান আবার পূর্ণাঙ্গভাবে সিনেমায় ফিরছেন।

-রাফসান


বিচ্ছেদ হলেই ঐশ্বরিয়াকে বিয়ে করতে চান পাকিস্তানি মুফতি

বিনোদন ডেস্ক . সত্য নিউজ
২০২৫ নভেম্বর ২৯ ২০:৩৮:০৮
বিচ্ছেদ হলেই ঐশ্বরিয়াকে বিয়ে করতে চান পাকিস্তানি মুফতি
ছবিঃ সংগৃহীত

বিশ্বজুড়ে অগণিত ভক্তের হৃদয়ে জায়গা করে নেওয়া বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনকে নিয়ে এবার অদ্ভুত ও বিতর্কিত ইচ্ছা প্রকাশ করেছেন পাকিস্তানের আলোচিত ধর্মীয় ব্যক্তিত্ব মুফতি আব্দুল কাভি। তিনি জানিয়েছেন অভিষেক বচ্চনের সঙ্গে বিবাহবিচ্ছেদ হলে তিনি ঐশ্বরিয়াকে বিয়ে করতে চান। সম্প্রতি একটি পডকাস্টে অংশ নিয়ে তিনি এই বিস্ফোরক মন্তব্য করেন যা মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় সৃষ্টি করেছে।

মুফতি আব্দুল কাভি দাবি করেন যে তিনি অভিষেক ও ঐশ্বরিয়ার দাম্পত্য জীবনের চলমান সমস্যা সম্পর্কে অবগত আছেন। পডকাস্টে তিনি বলেন তাদের দুজনের বিবাহবিচ্ছেদ হয়ে গেলেই ঐশ্বরিয়া নিজেই তাঁকে বিয়ের প্রস্তাব পাঠাবেন বলে তিনি বিশ্বাস করেন। তবে তিনি এও বলেন যে তিনি কখনোই চান না তাদের বিচ্ছেদ হোক কিন্তু যদি সত্যিই তাদের মধ্যে এমন কিছু ঘটে তাহলে নিশ্চয়ই ঐশ্বরিয়া তাঁর সঙ্গে যোগাযোগ করবেন।

অনুষ্ঠানের সঞ্চালক যখন তাঁকে প্রশ্ন করেন যে একজন অমুসলিম নারীকে তিনি কীভাবে বিয়ে করবেন তখন মুফতি নিজের পরিকল্পনার কথা জানান। তিনি বলেন ঐশ্বরিয়াকে ইসলাম ধর্মে দীক্ষিত করে তাঁর নাম পরিবর্তন করে আয়েশা রাখা হবে এবং তারপরই তিনি তাঁকে বিয়ে করবেন। তিনি মন্তব্য করেন যে ঐশ্বরিয়ার মতো একজন সুন্দরী নিজের নাম হিসেবে আয়েশা রাই লিখবেন এটা দেখে তাঁর সত্যিই মজা লাগবে।

উল্লেখ্য পাকিস্তানের এই মৌলভি এর আগেও নানা সময়ে বিতর্কিত মন্তব্য করে চর্চায় উঠে এসেছেন। ঐশ্বরিয়াকে নিয়ে এমন মন্তব্য করার আগে তিনি ভারতীয় আরেক অভিনেত্রী রাখি সাওয়ান্তকে নিয়েও বিস্ফোরক দাবি করেছিলেন। সে সময় তিনি বলেছিলেন তাঁর উপদেশ মেনেই নাকি রাখি ধর্ম পরিবর্তন করে নিজের নাম ফাতিমা রেখেছেন এবং তখন তিনি রাখিকেও বিয়ের ইচ্ছা প্রকাশ করেছিলেন। এবার ঐশ্বরিয়াকে নিয়ে তাঁর এমন মন্তব্যে নেটিজেনদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

সূত্র : বলিউড লাইফ


স্ট্রেঞ্জার থিংস এর ক্রেজ সামলাতে হিমশিম খেল নেটফ্লিক্স

বিনোদন ডেস্ক . সত্য নিউজ
২০২৫ নভেম্বর ২৭ ১৮:৫৭:০৩
স্ট্রেঞ্জার থিংস এর ক্রেজ সামলাতে হিমশিম খেল নেটফ্লিক্স
ছবিঃ সংগৃহীত

জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয় সিরিজ স্ট্রেঞ্জার থিংস এর ফাইনাল সিজনের প্রথম ভলিউম মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গেই প্ল্যাটফর্মটি সাময়িকভাবে অচল হয়ে পড়ার ঘটনা ঘটেছে। অতিরিক্ত দর্শকের চাপে বিশ্বব্যাপী বহু ব্যবহারকারী অ্যাপ ও ওয়েবসাইটে ভিডিও চালাতে ব্যর্থ হন যা নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে।

ডাউনডিটেক্টরের তথ্যে জানা যায় নেটফ্লিক্স ডাউন হওয়া নিয়ে প্রায় ১০ হাজারের বেশি রিপোর্ট জমা হয়েছে। তাদের হিসাবে ৫১ শতাংশ ব্যবহারকারী ভিডিও লোড করতে পারেননি এবং ৪৯ শতাংশ ব্যবহারকারী সার্ভার সংযোগ সমস্যার অভিযোগ করেছেন। হঠাৎ করে স্ট্রিমিং সেবা ব্যাহত হওয়ায় সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন অনেক দর্শক।

তবে প্রযুক্তিগত এই বিভ্রাটকে নেটফ্লিক্সের জন্য এক অর্থে ইতিবাচক হিসেবেই দেখছেন বিশ্লেষকরা কারণ সিরিজটি ঘিরে দর্শকের বিপুল আগ্রহই প্ল্যাটফর্মকে ডাউন করে দেয়। ডাফার ব্রাদার্সের নির্মাণ করা স্ট্রেঞ্জার থিংস শুরুর পর থেকেই ব্যাপক উচ্ছ্বাস তৈরি করেছে দর্শকদের মধ্যে এবং সময়ের সঙ্গে সঙ্গে সিরিজটির জনপ্রিয়তা কেবল বেড়েই চলেছে।


তিশার গালে ৯ আর ফারিয়ার হাতে ১০০০ আসলে এই সংখ্যাগুলোর মানে কী

বিনোদন ডেস্ক . সত্য নিউজ
২০২৫ নভেম্বর ২৭ ১২:৫৭:২৩
তিশার গালে ৯ আর ফারিয়ার হাতে ১০০০ আসলে এই সংখ্যাগুলোর মানে কী
ছবিঃ সংগৃহীত

দেশের জনপ্রিয় নারী তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্টে হঠাৎ করেই দেখা যাচ্ছে বিভিন্ন সংখ্যা যা নিয়ে নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। ফেসবুক খুললেই চোখে পড়ছে সংখ্যা লেখা তাঁদের অদ্ভুত সব ছবি। হাতে গালে কিংবা শরীরের বিভিন্ন অংশে কেউ লিখেছেন ৯ কারও হাতে ২৪ কেউবা লিখছেন ১০০০ বা ৯৯ প্লাস। অনেকেই প্রথমে ভেবেছিলেন এটি হয়তো নতুন কোনো নাটক বা সিনেমার প্রচারণা কিন্তু এই সংখ্যার নেপথ্যে লুকিয়ে আছে এক নির্মম বাস্তবতা যার প্রতিবাদেই একত্রিত হয়েছেন তারকারা।

ডিজিটাল সহিংসতা ও সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সচেতনতা ছড়াতে মাই নাম্বার মাই রুলস নামে নতুন এক আন্দোলনে একযোগে যুক্ত হয়েছেন অভিনেত্রী মডেল ও সংগীতশিল্পীসহ দেশীয় বিনোদন অঙ্গনের অসংখ্য পরিচিত মুখ। তাঁরা প্রতিদিন অনলাইনে কতবার হয়রানি বা নোংরা মন্তব্যের শিকার হন সেই সংখ্যাই প্রকাশ করছেন নিজেদের ছবির সঙ্গে। এই অভিযানের সূচনা করেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। ২৫ নভেম্বর নিজের ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেন তিনি যেখানে দেখা যায় তাঁর গালে বড় করে লেখা ৯। ক্যাপশনে তিনি জানান প্রতিদিন কমপক্ষে ৯টি সাইবার হয়রানির শিকার হন তিনি। তিনি লেখেন মানুষ হয়তো কেবল একটি সংখ্যা দেখছে কিন্তু এর পেছনে রয়েছে আমার প্রতিদিনের সংগ্রাম ভয় অপমান এবং সে সবকিছু কাটিয়ে ওঠার গল্প।

তিশার পর একে একে এই প্রতিবাদে যোগ দেন আরও অনেকে। অভিনেত্রী রুনা খান প্রকাশ করেন ২৪ শবনম ফারিয়া জানান ১০০০ প্রার্থনা ফারদিন দীঘি ৩ মৌসুমী হামিদ ৭২ এবং সংগীতশিল্পী সাজিয়া সুলতানা পুতুল ও আশনা হাবিব ভাবনা পোস্ট করেন ৯ এবং ৯৯ প্লাস। সংখ্যাগুলো ভয়াবহ হলেও এগুলো বাস্তবতারই প্রতিচ্ছবি। নারীরা প্রতিদিন অনলাইনে কী ভয়াবহ অপমান কটূক্তি ও মানসিক নির্যাতনের মধ্যে থাকেন সেটিই সামনে আনছেন তাঁরা।

রুনা খান তাঁর হাতের তালুতে ২৪ লিখে সোশ্যাল মিডিয়ায় হয়রানি নিয়ে বলেন তারকা তো বটেই সাধারণ নারীও প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় অগণিত হয়রানির শিকার হন। তিনি আক্ষেপ করে বলেন গত দশ বছরে সোশ্যাল মিডিয়া মানুষের হাতে যত দ্রুত পৌঁছেছে তার ব্যবহারবিধি শেখেনি অনেকেই। অন্যদিকে গালে ৯৯ প্লাস লিখে ভাবনা ক্যাপশনে নারীদের উৎসাহিত করতে লিখেছেন তোমার নম্বরের গল্প বলো এবং আরও জোরে আওয়াজ তোলো। তিনি আরও জানান বিশেষ করে গত ৫ আগস্টের পর নারীদের অনলাইন পরিবেশ আরও অনিরাপদ হয়ে উঠেছে।

জানা গেছে আন্তর্জাতিকভাবেও চলমান ডিজিটাল সহিংসতা বিরোধী প্রচারণার অংশ হিসেবে এই মাই নাম্বার মাই রুলস আন্দোলন বাংলাদেশে ১৬ দিনব্যাপী চলবে। তারকারা চাইছেন নিজেদের অভিজ্ঞতা সংখ্যা দিয়ে প্রকাশ করে সমাজের ভেতরকার এই সমস্যাকে আরও বড় করে তুলতে। সবার উদ্দেশে তাঁদের আহ্বান একটাই যে চুপ না থেকে সংখ্যাই হোক প্রতিবাদের ভাষা।


শান্তিতে ঘুমান ধরমজি বলে বলিউড কিং খান জানালেন শেষ শ্রদ্ধা

বিনোদন ডেস্ক . সত্য নিউজ
২০২৫ নভেম্বর ২৫ ১৫:৫২:২৪
শান্তিতে ঘুমান ধরমজি বলে বলিউড কিং খান জানালেন শেষ শ্রদ্ধা
ছবিঃ সংগৃহীত

বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুতে শোকে ভাসছে বলিউড তথা পুরো ভারতীয় সিনেমাপ্রেমীরা। সোমবার সকালে নিজ বাড়িতেই শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। তাঁর এই চলে যাওয়ায় ভারতীয় চলচ্চিত্রের এক সোনালি অধ্যায়ের পরিসমাপ্তি ঘটল।

অভিনেতার বিদায়ে শোক প্রকাশ করেছেন অমিতাভ বচ্চন থেকে শুরু করে শাহরুখ খান পর্যন্ত সবাই। বিশেষ করে ধর্মেন্দ্রকে নিয়ে আবেগঘন এক পোস্টে কিং খান লিখেছেন শান্তিতে ঘুমান ধরমজি। তিনি উল্লেখ করেন আপনি আমার কাছে বাবার মতো ছিলেন। শাহরুখ কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন আপনি যেভাবে আমাকে আশীর্বাদ ও ভালোবাসা দিয়েছেন তার জন্য ধন্যবাদ।

বলিউড বাদশাহ তাঁর শোকবার্তায় আরও বলেন শুধু পরিবারের জন্য নয় বরং সারা বিশ্বের সিনেমা ও চলচ্চিত্রপ্রেমীদের জন্য এটা একটা অপূরণীয় ক্ষতি। তিনি বিশ্বাস করেন ধর্মেন্দ্র অমর এবং তাঁর আত্মা তাঁর চলচ্চিত্র এবং সুন্দর পরিবারের মাধ্যমে চিরকাল বেঁচে থাকবে। সবশেষে তিনি বলেন আপনাকে সব সময় ভালোবাসব।

পাঞ্জাবের সাহনেওয়াল থেকে এসে মুম্বাইয়ের গ্ল্যামার দুনিয়ায় নিজের জায়গা করে নেওয়া ধর্মেন্দ্র ছিলেন এক জীবন্ত কিংবদন্তি। পদ্মভূষণ সম্মানে ভূষিত এই অভিনেতা তাঁর দীর্ঘ ক্যারিয়ারে উপহার দিয়েছেন একের পর এক হিট সিনেমা। অ্যাকশন থেকে কমেডি সব চরিত্রেই সাবলীল ছিলেন বলিউডের এই জনপ্রিয় হি ম্যান।

পাঠকের মতামত:

ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গড়তে হলে রাষ্ট্রকে অবশ্যই তার সামাজিক ও নৈতিক দায়বদ্ধতা পুনরুদ্ধার করতে হবে

ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গড়তে হলে রাষ্ট্রকে অবশ্যই তার সামাজিক ও নৈতিক দায়বদ্ধতা পুনরুদ্ধার করতে হবে

রাষ্ট্রের ধারণাটি একসময় কেবল প্রশাসনিক ক্ষমতা, আইনের শাসন এবং নিরাপত্তা প্রদানের সঙ্গে সম্পর্কিত ছিল। কিন্তু আধুনিক বিশ্বে রাষ্ট্রের ভূমিকা এখন... বিস্তারিত