ধর্ম-বর্ণের বিভাজন ভেঙে ভালোবাসার গল্প: চোখে জল এনেছে ‘ধড়ক ২’

বিনোদন ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ০৪ ১২:০১:১৬
ধর্ম-বর্ণের বিভাজন ভেঙে ভালোবাসার গল্প: চোখে জল এনেছে ‘ধড়ক ২’
ছবিঃ সংগৃহীত

বহুল প্রতীক্ষিত সিনেমা ধড়ক ২ মুক্তির পর বলিউডে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে জাতপাত ও শ্রেণিগত বৈষম্যের সাহসী উপস্থাপন। চলচ্চিত্র সমালোচকদের ভূয়সী প্রশংসার পাশাপাশি, এবার এই সিনেমার পক্ষেই সোচ্চার হলেন বলিউডের প্রখ্যাত নির্মাতা অনুরাগ কাশ্যপ। ইনস্টাগ্রামে দেওয়া একটি দীর্ঘ পোস্টে তিনি ছবিটির পরিচালিকা শাজিয়া ইকবাল ও প্রযোজক করণ জোহরকে অভিনন্দন জানিয়ে বলেন—এটাই সেই মূলধারার সিনেমা, যা একসময় নির্মাণ করতেন রাজ কাপুর, বিমল রায়, গুরু দত্তদের মতো কিংবদন্তিরা।

ধর্মা প্রোডাকশনস প্রযোজিত ও শাজিয়া ইকবাল পরিচালিত ধড়ক ২—তামিল ভাষার সমালোচকপ্রশংসিত ছবি পরিয়েরুম পেরুমাল–এর হিন্দি রিমেক। ছবিতে প্রধান ভূমিকায় অভিনয় করেছেন সিদ্ধান্ত চতুর্বেদী ও ত্রিপ্তি দিমরি। গল্পের কেন্দ্রে রয়েছে নিলেশ নামের এক দলিত আইনবিদ্যার ছাত্র এবং তার উচ্চবর্ণের সহপাঠিনী বিধির মধ্যকার সম্পর্ক, যা ধীরে ধীরে সংঘর্ষে রূপ নেয় বিধির পরিবারের জাতপাত ভিত্তিক ঘৃণার কারণে।

অনুরাগ কাশ্যপ তাঁর পোস্টে লেখেন, “এই ছবিটি সেই কথোপকথনকে সামনে নিয়ে আসে, যা আমরা প্রতিদিন এড়িয়ে চলি। এটাই হওয়া উচিত মূলধারার চলচ্চিত্রের কাজ—যা একসময় করতেন রাজ কাপুর, বিমল রায়, কেএ আব্বাস, ব্রি চোপড়া, যশ চোপড়ারা। এখন সেই প্রাসঙ্গিক সামাজিক ছবি চলে গেছে ‘আর্ট হাউজ’ সিনেমার গণ্ডিতে, যা আগে ছিল মূলধারার চর্চার কেন্দ্র।”

তিনি আরও বলেন, দক্ষিণ ভারতের সিনেমা এখনও সাহসিকতার সঙ্গে সমাজের বাস্তবতা তুলে ধরে। ঠিক তেমনভাবেই ধড়ক ২ মূল ছবির আবেগ ও বক্তব্য ধরে রেখেই নির্মিত হয়েছে। “ছবিটি আমার হৃদয়ে আঘাত করেছে। আমার দীর্ঘদিনের চালক নারায়ণ জি ছবিটি দেখে কেঁদে ফেলেছেন এবং এখনও থেমে থেমে আলোচনা করে চলেছেন। এটি নিঃসন্দেহে একটি সাহসী ও শক্তিশালী চলচ্চিত্র।”

অনুরাগ কাশ্যপ ছবির পিছনের দল—প্রশান্ত, অনিমেষ, সান্যুক্তা, সোমেন মিশ্র—এবং পরিচালক শাজিয়াকে সরাসরি অভিনন্দন জানান, এই প্রজন্মের মূলধারায় এমন একটি ছবি উপহার দেওয়ার জন্য।

-শারমিন সুলতানা, নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ