জাতির উদ্দেশে মঙ্গলবার ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন ইউনূস

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ০৪ ১৬:৪৪:২৬
জাতির উদ্দেশে মঙ্গলবার ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন ইউনূস

অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে চূড়ান্ত করা হয়েছে বহু প্রতীক্ষিত ‘জুলাই ঘোষণাপত্র’। আগামীকাল, ৫ আগস্ট (মঙ্গলবার) বিকেল সোয়া ৫টায় জাতির উদ্দেশে এই ঘোষণাপত্র পাঠ করবেন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

তথ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে সোমবার (৪ আগস্ট) বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়, ঘোষণাপত্রের খসড়া ইতোমধ্যে চূড়ান্ত করেছে অন্তর্বর্তী সরকার, যা আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করবেন প্রধান উপদেষ্টা।

‘জুলাই ঘোষণাপত্র’কে ঘিরে নানা জল্পনা-কল্পনার অবসান ঘটবে বলে মনে করা হচ্ছে। এটি হতে পারে জাতীয় রাজনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা, বিশেষত চলমান পরিস্থিতিতে। তবে ঘোষণাপত্রে কী ধরনের বার্তা থাকবে বা এর মূল বিষয়বস্তু কী—তা এখনও প্রকাশ করা হয়নি।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ