এনসিপি নিয়ে টিআইবির বিস্ফোরক মন্তব্য

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ০৪ ১২:৫২:৫৭
এনসিপি নিয়ে টিআইবির বিস্ফোরক মন্তব্য
ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে উদ্ভূত রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’ (এনসিপি) বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি তাৎপর্যপূর্ণ সংযোজন হলেও দলটির বিকাশধারা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটির মতে, জনগণের কাছে জবাবদিহিমূলক, সুশাসন-ভিত্তিক, দুর্নীতিমুক্ত একটি বিকল্প রাজনৈতিক শক্তি হিসেবে এনসিপির বিকশিত হওয়ার প্রত্যাশা থাকলেও দলটি অনেক ক্ষেত্রেই প্রশ্নবিদ্ধ আচরণ ও অনৈতিক পথে এগোচ্ছে।

সোমবার (৪ আগস্ট) রাজধানীর মাইডাস সেন্টারে টিআইবির সম্মেলন কক্ষে আয়োজিত “নতুন বাংলাদেশ: কর্তৃত্ববাদী সরকার পতন-পরবর্তী এক বছরের ওপর পর্যবেক্ষণ” শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এসব কথা জানানো হয়। অনুষ্ঠানে টিআইবির গবেষণা ফেলো মো. জুলকারনাইন বলেন, এনসিপির আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতার অভাব, দলীয়করণ, দখলবাজি, চাঁদাবাজি ও অনিয়মের সংস্কৃতি প্রতিষ্ঠিত হচ্ছে। এসব কারণে দলটি আত্মঘাতী রাজনৈতিক চর্চার পথে ধাবিত হচ্ছে, যা গণতন্ত্র ও জবাবদিহিমূলক রাজনীতির পরিপন্থী।

তিনি আরও বলেন, নির্বাচন, সংস্কার ও মানবতাবিরোধী অপরাধের বিচার এই তিনটি ইস্যুকে রাজনৈতিক দলগুলো একে অপরের মুখোমুখি করে দাঁড় করিয়েছে। এর ফলে রাজনৈতিক অচলাবস্থার আশঙ্কা তৈরি হয়েছে। এছাড়া আন্দোলন থেকে রাজনৈতিক দলে রূপান্তরের প্রক্রিয়ায় এনসিপির অভ্যন্তরীণ বিভাজন ও মতাদর্শিক দ্বন্দ্ব দলটিকে আরও অস্থিতিশীল করে তুলছে।

অনুষ্ঠানে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, নতুন রাজনৈতিক দলগুলোর উত্থান গণতান্ত্রিক বিকাশে ইতিবাচক হলেও আদর্শ ও নৈতিক অবস্থান না থাকলে তা জনআস্থা অর্জনে ব্যর্থ হবে। এনসিপির উচিত হবে দলীয় কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করা, অনিয়ম বন্ধ করা এবং সত্যিকার অর্থে একটি জনগণের দল হিসেবে গড়ে ওঠা।

-রাফসান

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ