রাসুলের (সা.) হাসির পেছনের রহস্য: জান্নাতপ্রাপ্ত সেই শেষ মানুষটি

ধর্ম ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ০৪ ১২:৩৯:২৯
রাসুলের (সা.) হাসির পেছনের রহস্য: জান্নাতপ্রাপ্ত সেই শেষ মানুষটি
ছবিঃ সংগৃহীত

ইসলাম ধর্মে জান্নাত এবং জাহান্নাম বিষয়ক শিক্ষাগুলো গভীর আধ্যাত্মিক ও নৈতিক গুরুত্ব বহন করে। বিশেষ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসসমূহে আল্লাহর করুণা, রহমত ও বিচারবিধির সূক্ষ্ম ও গভীর দিকসমূহ স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। এসব বর্ণনার মধ্যে অন্যতম একটি হলো “শেষ জাহান্নামী” এবং “সর্বশেষ জান্নাতে প্রবেশকারী” ব্যক্তির সংক্রান্ত বর্ণনা, যা আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) থেকে বর্ণিত পবিত্র কুদসী হাদিসে পাওয়া যায়।

রাসুলুল্লাহ (সা.) বর্ণনা করেন, এক ব্যক্তি যিনি সর্বশেষ জাহান্নাম থেকে মুক্তি পাবেন, সে একসময় জাহান্নামের গভীর থেকে হামাগুড়ি দিয়ে উঠে আসবেন। এই ব্যক্তিকে আল্লাহ তায়ালা জান্নাতে প্রবেশের আদেশ দেবেন। সে জান্নাতে প্রবেশ করবে এবং সেখানে জান্নাতকে সম্পূর্ণ ও পরিপূর্ণ অনুভব করবে।

কিন্তু এরপরও সে ফিরে এসে আবার আল্লাহর নিকট জান্নাতের সেই দৃশ্যের বর্ণনা দেবে এবং জানাবে যে, সে জান্নাত পূর্ণ পেয়েছে। তখন আল্লাহ তায়ালা তাকে পুনরায় জান্নাতে প্রবেশের অনুমতি দেবেন এবং পুনরায় জান্নাতের পূর্ণতা ধারণ করতে বলবেন। এই ঘটনাটি কয়েকবার পুনরাবৃত্তি হবে। সর্বশেষ আল্লাহ তায়ালা তাকে জান্নাতের এমন এক অংশের স্বাদ দেবেন, যার আয়তন দুনিয়ার সমান অথবা তার দশগুণ বিশাল।

এই অপার মহিমা দেখে সে অবাক হয়ে বলবে, “হে আমার রব! আপনি কি আমার সঙ্গে মজা করছেন, নাকি আমাকে নিয়ে হাসছেন? অথচ আপনি রাজাধিরাজ।” এমন প্রশ্নের মধ্যে রয়েছে মানুষের চরম বিস্ময় ও আনন্দের অনুভূতি, যা মানুষের সীমাবদ্ধ বোধগম্যতার বাইরে।

রাসুল (সা.) নিজেও এই বর্ণনা শোনার সময় হাসলেন, তার হাসি এতটা প্রাণবন্ত ছিল যে, তার মাড়ির দাঁতগুলো প্রকাশ পেল। এরপর এ বলা হয়, “এ হচ্ছে মর্যাদার বিবেচনায় সবচেয়ে নিম্ন জান্নাত।”

আরেক হাদিসে বলা হয়েছে, সর্বশেষ জান্নাতে প্রবেশকারী যখন আল্লাহর কাছে যাবতীয় আকাঙ্খা ও প্রার্থনা উপস্থাপন করবেন, আল্লাহ তায়ালা তাকে অনবরত দান করে যাবেন যতক্ষণ না তার আর কোনো চাওয়ার অবকাশ থাকবে না। পরিশেষে আল্লাহ তায়ালা তাকে স্মরণ করিয়ে দিবেন যে, তার জন্য আরও অনেক কিছু রয়েছে এবং তা দশগুণ বৃদ্ধি সহ তাকে প্রদান করা হবে।

এই বর্ণনা মানব জীবনের চাওয়া-প্রার্থনার সীমা ও আল্লাহর অফুরন্ত দানের অসীম ক্ষমতার এক অসাধারণ প্রকাশ। এখানে স্পষ্ট যে, জান্নাতের আনন্দ ও পরিতৃপ্তি মানুষের সর্বোচ্চ আকাঙ্খাকে ছাড়িয়ে যায়।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ