রিজিকে বরকত কমে যাওয়ার কারণ ও করণীয়: কোরআন-হাদিসের আলোকে সতর্কতা

ধর্ম ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ০৪ ১৮:০৫:৫৮
রিজিকে বরকত কমে যাওয়ার কারণ ও করণীয়: কোরআন-হাদিসের আলোকে সতর্কতা

রিজিক বা জীবিকার সংস্থান আল্লাহর পক্ষ থেকে এক গুরুত্বপূর্ণ নিয়ামত। হালাল রিজিক শুধু জীবন ধারণের মাধ্যম নয়, বরং ইবাদত কবুলেরও অন্যতম শর্ত। আমাদের দেশের বহু মানুষ পরিশ্রম করে হালাল রিজিক উপার্জন করেন। তবে অনেক সময় দেখা যায়, পরিশ্রম সত্ত্বেও আয়-রোজগারে বরকত থাকে না, রিজিক কমে যেতে থাকে। এর পেছনে রয়েছে কিছু কারণ, যেগুলো সম্পর্কে কোরআন ও হাদিসে স্পষ্টভাবে সতর্ক করা হয়েছে।

আল্লাহতায়ালা কোরআনে বলেন—

“তোমার রব যাকে ইচ্ছা রিজিক দেন প্রশস্তভাবে, আবার যাকে ইচ্ছা দেন সীমিত করে। কিন্তু অনেক মানুষই এটা বুঝে না।” (সুরা সাবা: ৩৬)

চলুন জেনে নিই— রিজিকে বরকত কমে যাওয়ার প্রধান কারণগুলো কী এবং কীভাবে তা থেকে বাঁচা যায়:

১. হারাম উপার্জন

কোরআন ও হাদিস অনুযায়ী, রিজিক কমে যাওয়ার অন্যতম কারণ হারাম পথে উপার্জন করা। আল্লাহ বলেন—“হে মানবজাতি, তোমরা পৃথিবী থেকে হালাল ও পবিত্র বস্তু ভক্ষণ কর।” (সুরা বাকারা: ১৬৮)

নবীজি (সা.) বলেছেন—“যে ব্যক্তি হালাল ও বৈধ উপায়ে সম্পদ অর্জন করে, তাকে বরকত দান করা হয়।” (মুসলিম: ১০৫২)

২. পাপ কাজে লিপ্ত থাকা

অবিরত পাপাচার রিজিক কমিয়ে দেয়।হাদিসে এসেছে—“সৎকর্ম আয়ু বাড়াতে পারে এবং দোয়া তাকদির পরিবর্তন করতে পারে। আর পাপের কারণে মানুষ প্রাপ্য রিজিক থেকে বঞ্চিত হয়।” (ইবনে মাজাহ: ৪০২২)

৩. সুদের কারবারে জড়িয়ে পড়া

সুদের লেনদেন ব্যবসার বরকত ধ্বংস করে দেয়।আল্লাহ বলেন—“আল্লাহ সুদকে ধ্বংস করেন এবং দানকে বর্ধিত করেন।” (সুরা বাকারা: ২৭৬)

৪. প্রতারণা ও মিথ্যা কসম

প্রতারণা বা মিথ্যা কসম ব্যবসার বরকত নষ্ট করে।রাসুল (সা.) বলেন—“মিথ্যা কসমে পণ্য বিক্রি হয়, কিন্তু বরকত নষ্ট হয়ে যায়।” (মুসলিম: ১৬০৭)

৫. অকৃতজ্ঞতা

প্রাপ্ত নিয়ামতের কৃতজ্ঞতা না জানালে রিজিক কমে যেতে পারে।আল্লাহ বলেন—“আর যদি অকৃতজ্ঞ হও, তবে মনে রেখো, আমার শাস্তি বড়ই কঠোর।” (সুরা ইবরাহিম: ৭)

রিজিকে বরকত পাওয়ার জন্য হালাল উপার্জনের পাশাপাশি আল্লাহর দেওয়া নেয়ামতের কৃতজ্ঞতা জানানো, পাপ ও প্রতারণা থেকে বিরত থাকা এবং সুদ ও হারামের পথ পরিহার করা জরুরি। তাহলেই জীবনে শান্তি, বরকত ও সফলতা আসতে পারে।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ