কাগজপত্র সমস্যা থাকায় সন্তানকে বিমানবন্দরে ফেলে রেখে ভ্রমণে গেলেন বাবা-মা

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ০৪ ২০:০৯:১১
কাগজপত্র সমস্যা থাকায় সন্তানকে বিমানবন্দরে ফেলে রেখে ভ্রমণে গেলেন বাবা-মা
প্রতীকী ছবি।

স্পেনের একটি বিমানবন্দরে চাঞ্চল্যকর এক ঘটনা ঘটেছে—নিজের ছেলেকে টার্মিনালে ফেলে রেখে ছুটিতে বিদেশ ভ্রমণে রওনা দেন এক দম্পতি। ছেলের পাসপোর্টের মেয়াদ না থাকায় তাকে সঙ্গে না নিয়েই বিমানে উঠে পড়েন তারা।

ঘটনার বিস্তারিত উঠে এসেছে দ্য নিউ ইয়র্ক পোস্টে প্রকাশিত এক প্রতিবেদনে। জানা যায়, ওই দম্পতি তাদের ছেলেকে নিয়ে ছুটিতে যাচ্ছিলেন। বিমানবন্দরে পাসপোর্ট যাচাইয়ের সময় তারা বুঝতে পারেন ছেলের পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে। এরপর ছেলেকে টার্মিনালে রেখেই নিজেরা বিমানে উঠে যান।

তাদের আচরণে সন্দেহ হলে এক বিমানকর্মী জিজ্ঞাসাবাদ করেন। তখন দম্পতি দাবি করেন, একজন আত্মীয় ছেলেকে নিতে বিমানবন্দরে আসছেন। কিন্তু দীর্ঘ সময় পার হলেও কেউ ছেলেটিকে নিতে আসেননি।

পরিস্থিতি খারাপ দেখে নিরাপত্তাকর্মীরা ছেলেটিকে পুলিশের কাছে হস্তান্তর করেন। জিজ্ঞাসাবাদে শিশুটি জানায়, মা–বাবা তাকে ছুটি কাটাতে নিয়ে যাচ্ছিলেন। কিন্তু বিমানে তাকে না নিয়েই তারা চলে গেছেন।

পুলিশ তখন তদন্ত শুরু করে এবং জানতে পারে, কোন বিমানে উঠেছেন ওই দম্পতি এবং কোন সিটে তারা ছিলেন। বিমানটি ইতোমধ্যে আরেকটি গন্তব্যে অবতরণ করে। তবে তারা বিমানবন্দর ছাড়ার আগেই সেখানকার কর্তৃপক্ষ দম্পতির ব্যাগপত্র জব্দ করে এবং তাদের আটক করে। পরে তাদের আবার সেই বিমানবন্দরে ফিরিয়ে আনা হয়, যেখানে তারা ছেলেকে ফেলে রেখে গিয়েছিলেন।

এমন ঘটনা আগেও ঘটেছে। ২০১৮ সালে জার্মানিতে এক দম্পতি বিমানে ওঠার সময় ভুলে পাঁচ বছরের কন্যাকে টার্মিনালে রেখে চলে যান।

এই ধরনের ঘটনাগুলো শুধু অবিবেচকের মতো আচরণই নয়, শিশুদের নিরাপত্তার জন্যও বড় হুমকি—এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ