ঢাবি ভিসির নম্বর হ্যাক, হোয়াটসঅ্যাপে টাকা দাবি!

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানের দাপ্তরিক মোবাইল নম্বর সাইবার হ্যাকিংয়ের শিকার হয়েছে। হ্যাকাররা উপাচার্যের পরিচয় ব্যবহার করে হোয়াটসঅ্যাপ চ্যাটে একাধিক ব্যক্তির কাছে ১৫ হাজার টাকা করে বিকাশে পাঠানোর অনুরোধ জানিয়েছে। বিষয়টি প্রশাসনের নজরে আসার পর দ্রুত ডিবি (গোয়েন্দা পুলিশ) কর্মকর্তাদের সহায়তায় নম্বরটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. সাইফুদ্দিন আহমেদ জানান, হ্যাকিংয়ের বিষয়ে অবগত হওয়ার সঙ্গে সঙ্গে তারা দ্রুত ব্যবস্থা নেন। তিনি বলেন, “উপাচার্য স্যারের দাপ্তরিক ফোন নম্বরটি হ্যাক হয়েছে। সেখান থেকে বিভিন্ন পরিচিত নাম্বারে টাকা চেয়ে বার্তা পাঠানো হয়। আমরা ইতিমধ্যে ডিবি পুলিশকে বিষয়টি জানিয়ে নম্বরটি বন্ধ করে দিয়েছি। তবে উপাচার্যের ব্যক্তিগত নম্বর নিরাপদ রয়েছে।”
সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি জানাজানি হওয়ার পর বিশ্ববিদ্যালয়জুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়ে। সাংবাদিকতা বিভাগের এক শিক্ষার্থী সাকিব হাসান তার ফেসবুক পোস্টে লেখেন, “ভিসি স্যারের হোয়াটসঅ্যাপ নম্বর থেকে আমার কাছে ১৫ হাজার টাকা চাওয়া হয়েছে। সাধারণত আমি আমার নিউজগুলো উনাকে এই নম্বরেই পাঠাই। ধারণা করছি নম্বরটি হ্যাক হয়েছে।”
অন্যদিকে, একটি জাতীয় গণমাধ্যমের সাংবাদিকও জানিয়েছেন, তার কাছেও উপাচার্যের নম্বর থেকে ১৫ হাজার টাকা পাঠানোর অনুরোধ আসে। বার্তায় লেখা ছিল, “বিকাশে ১৫ হাজার টাকা হবে? আর্জেন্ট লাগবে, এখন পাঠানো যাবে?”
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, বর্তমানে ঘটনাটি নিয়ে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় ডিজিটাল ফরেনসিক সহায়তা চাওয়া হয়েছে। সাইবার নিরাপত্তা জোরদার ও ভবিষ্যতে এমন পরিস্থিতি প্রতিরোধে আরও সতর্ক হওয়ার আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্টরা।
বিশেষজ্ঞরা বলছেন, রাষ্ট্রীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা ব্যক্তিদের মোবাইল নম্বর, সামাজিক যোগাযোগমাধ্যম ও দাপ্তরিক অ্যাকাউন্টে দ্বিস্তর নিরাপত্তা (two-factor authentication) নিশ্চিত করা অত্যন্ত জরুরি। সামাজিক মাধ্যমে প্রতারণার এমন প্রবণতা ক্রমেই বাড়ছে, যা শুধু ব্যক্তিগত নয়, প্রাতিষ্ঠানিক নিরাপত্তাকেও হুমকির মুখে ফেলছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সংশ্লিষ্ট সবাইকে উপাচার্যের নম্বর থেকে প্রাপ্ত যেকোনো বার্তার বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে এবং এ ধরনের বার্তা পেলে তাৎক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানানোর অনুরোধ করেছে।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে গেম্বলারদের দৌরাত্ম্য: আস্থা ফেরাতে চাই কঠোর শাস্তি ও কাঠামোগত সংস্কার
- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ঈদের দীর্ঘ ছুটি, চালু থাকবে জরুরি সেবা
- বাংলাদেশে সেনা-সরকার উত্তেজনা ও ‘কু’ এর গুঞ্জন: নেপথ্যে কি?
- নতুন রাজনৈতিক সমীকরণে কারা টিকে থাকবে, কারা হারিয়ে যাবে?
- সেনাপ্রধানের বক্তব্য, জুলকারনাইন তাতে যা বললেন!
- তারকা পরিচিতি: রক্ষাকবচ না কি সমাজবিমুখ অব্যাহতি?
- নাহিদের স্পষ্ট বার্তা: এনসিপিতে নেই দুই উপদেষ্টা আসিফ ও মাহফুজ
- বিএনপির সালাউদ্দিনকে নিয়ে কি লিখলেন প্রেস সচিব শফিকুল?
- বাংলাদেশে আন্তর্বর্তী সরকারের পদক্ষেপে মৌলিক অধিকার হুমকিতে
- দারুননাজাত: নৈতিকতার আলোকবর্তিকা
- মুহাম্মদ ইউনূস প্রশাসনের ভবিষ্যৎ কেন অনিশ্চিত
- ইউজিসি-ম্যাকগিল পিএইচডি স্কলারশিপ: শুধুমাত্রবাংলাদেশি শিক্ষার্থীদের জন্য
- ডিপ্লোমেটিক শেকআপ: জসীম উদ্দিন দূতাবাসে , সচিব হচ্ছেন নজরুল
- ডিসেম্বরে নির্বাচন চান সেনাপ্রধান
- "ড. মুহাম্মদ ইউনূসের প্রতি সব রাজনৈতিক দল অকুণ্ঠ সমর্থন জানিয়েছে"