অপরাধের শহর ঢাকা? হত্যার প্রতিবাদে ছাত্রশিবিরের মিছিল

ক্যাম্পাস ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ১২ ১২:৩১:৪৩
অপরাধের শহর ঢাকা? হত্যার প্রতিবাদে ছাত্রশিবিরের মিছিল

রাজধানীর পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে একজন ব্যবসায়ীকে প্রকাশ্যে পাথর মেরে হত্যা এবং সারাদেশজুড়ে বেড়ে চলা চাঁদাবাজি ও সন্ত্রাসী তৎপরতার বিরুদ্ধে প্রতিবাদে ফেটে পড়েছে ইসলামী ছাত্রশিবির। শনিবার (১২ জুলাই) সকালে ঢাকা মহানগর দক্ষিণ শাখার উদ্যোগে আয়োজিত এই বিক্ষোভ মিছিল শহরের প্রাণকেন্দ্রে এক ভিন্নমাত্রার উত্তাপ ছড়ায়।

বেলা ১১টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয় বিক্ষোভ মিছিলটি। শহরের রায়সাহেব বাজার ও তাঁতিবাজার এলাকা অতিক্রম করে বিক্ষোভকারীরা মিছিল নিয়ে যান মিটফোর্ড হাসপাতালের সামনে। সেখানে চলমান সহিংসতা ও চাঁদাবাজির বিরুদ্ধে তারা তীব্র প্রতিবাদ জানান। বিশেষ করে ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তা নিয়ে জনমনে চরম ক্ষোভ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, এই হত্যাকাণ্ড শুধু একজন ব্যক্তির মৃত্যু নয়, বরং দেশের সার্বিক আইনশৃঙ্খলার চরম বিপর্যয়ের প্রতীক। তারা অভিযোগ করেন, রাজধানীসহ বিভিন্ন এলাকায় পুলিশের চোখের সামনে চাঁদাবাজি, ছিনতাই এবং খুনোখুনির ঘটনা ঘটছে, অথচ দায়ী ব্যক্তিরা থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে।

বিক্ষোভকারীরা আরও বলেন, প্রশাসনের নিষ্ক্রিয়তা এবং রাজনৈতিক ছত্রছায়ায় থেকে অপরাধীরা বেপরোয়া হয়ে উঠছে। তাদের দাবি, এই ধরণের অপরাধ দমন করতে হলে সরকারকে কঠোর অবস্থান নিতে হবে এবং জননিরাপত্তার প্রশ্নে কোনো রকম রাজনৈতিক সুবিধা গ্রহণ না করার অঙ্গীকার করতে হবে।

পরে মিটফোর্ড হাসপাতালের সামনেই সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে এই কর্মসূচি শেষ হয়। সমাবেশে নিহত ব্যবসায়ী লাল চাঁদের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং সারাদেশে আইনশৃঙ্খলা রক্ষার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ