ইঞ্জিনিয়ারিং নিয়োগে বৈষম্যের অভিযোগে বিক্ষোভে বুয়েট শিক্ষার্থীরা

ক্যাম্পাস ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ০৮ ১৬:৫৮:৩৫
ইঞ্জিনিয়ারিং নিয়োগে বৈষম্যের অভিযোগে বিক্ষোভে বুয়েট শিক্ষার্থীরা

ইঞ্জিনিয়ারিং খাতে চলমান বৈষম্যের প্রতিবাদে তিন দফা দাবিতে বৃষ্টি উপেক্ষা করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা। মঙ্গলবার (৮ জুলাই) সকাল সাড়ে ১১টা থেকে বুয়েট প্রশাসনিক ভবনের সামনে এই কর্মসূচি শুরু হয়।

বিক্ষোভ শেষে এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা তাদের তিন দফা দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে রয়েছে—ইঞ্জিনিয়ারিং ৯ম গ্রেড বা সহকারী প্রকৌশলী পদে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হিসেবে বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং বাধ্যতামূলক করা, ডিপ্লোমা ও বিএসসি ডিগ্রিধারীদের জন্য উপ-সহকারী প্রকৌশলী পদে সমানভাবে আবেদন উন্মুক্ত রাখা এবং প্রকৌশলী পদবি ব্যবহারে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, বর্তমানে ৯ম গ্রেডে সহকারী প্রকৌশলী পদের ক্ষেত্রে অভ্যন্তরীণ কোটার মাধ্যমে ডিপ্লোমাধারী উপ-সহকারী প্রকৌশলীরা নিয়মবহির্ভূতভাবে পদোন্নতি পাচ্ছেন। এতে বিএসসি ডিগ্রিধারীদের জন্য ওই পদে প্রবেশের সুযোগ সংকুচিত হয়ে পড়েছে। এমনকি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে তা বাতিল করে পদোন্নতির মাধ্যমে পদ পূরণের নজির রয়েছে বলেও অভিযোগ করা হয়।

তারা আরও বলেন, উপ-সহকারী প্রকৌশলী পদের জন্য ডিপ্লোমা পাস ছাড়া অন্য শিক্ষাগত যোগ্যতা গ্রহণযোগ্য নয়—এমন নিয়ম থাকলেও সেখানে একই ডিসিপ্লিনের বিএসসি ডিগ্রিধারীরা আবেদন করতে পারছেন না, যা চরম বৈষম্যের উদাহরণ।

তিন দফা দাবি সংক্ষেপে:

১. ৯ম গ্রেড বা সহকারী প্রকৌশলী পদে নিয়োগে ন্যূনতম বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং বাধ্যতামূলক করা এবং অভ্যন্তরীণ কোটা বা সমমান পদ তৈরি করে পদোন্নতি বন্ধ করা।২. উপ-সহকারী প্রকৌশলী পদের জন্য ডিপ্লোমা ও বিএসসি ডিগ্রিধারীদের জন্য উন্মুক্ত নিয়োগ পরীক্ষা চালু করা।৩. প্রকৌশলী পদবি ব্যবহার সংক্রান্ত সুনির্দিষ্ট আইন প্রণয়ন ও কার্যকর করা, এবং নন-এক্রিডিটেড কোর্সগুলোকে যথাযথভাবে এক্রিডিটেশনের আওতায় আনা।

বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা বলেন, রুয়েট ও কুয়েট কর্তৃপক্ষ শিক্ষার্থীদের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করলেও বুয়েট প্রশাসন এখনো নীরব। তারা দাবি করেন, বুয়েট প্রশাসনকে একটি আনুষ্ঠানিক চিঠির মাধ্যমে তাদের দাবির পক্ষে মন্ত্রণালয়ে অবস্থান জানাতে হবে এবং ২০১৩ সাল থেকে চলে আসা বৈষম্য নিরসনে সোচ্চার হতে হবে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ